Better Life With Steem || The Diary game || 21 August 2025 ||

in Incredible India4 days ago

IMG_20250821_071338_424.jpg

আমাদের এই জীবনে অসংখ্য রাত আসে। যখন আমরা বিছানায় শুয়ে থাকতে থাকতে হঠাৎ করেই আমাদের চোখ ভিজে যায় জ্বলে। আমাদের ভেতরের চাপা কান্না গুলো চুপিসারে আমাদের বালিশ ভিজিয়ে দেয়। আমাদের সেই কষ্ট কেউ শুনতেও পারে না আবার কেউ জানতেও পারেনা। আমরা হঠাৎ করেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অকারনেই আমাদের মনটা খারাপ হয়ে যায়। তারপরেও আমরা আমাদের মনের কষ্টগুলো লুকিয়ে সবার সামনে হাসিখুশি থাকার চেষ্টা করি। আমাদের হাসিখুশি দেখে অনেকেই চিন্তা করে বা মনে করে, আমরা অনেক ভালো আছি। এই ভালো থাকার অভিনয়টা আমরা কিন্তু আমাদের মৃত্যুর আগ পর্যন্ত করে যাই। তারপরেও কাউকে বুঝতে দেই না আমরা কতটা কষ্ট নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকি।

IMG_20250821_071338_607.jpg

কষ্ট নিয়ে বেঁচে থাকা ভালো তাও সেই কষ্ট কারো কাছে শেয়ার করতে যেও না। কারণ আপনি কষ্ট নিয়ে বেঁচে থাকার সময় যতটা কষ্ট পাবেন। তার চাইতেও বেশি কষ্ট পাবেন যখন অন্য কারো কাছে আপনার মনের অনুভূতি শেয়ার করতে যাবেন এবং সেই মানুষটা আপনার মনের অনুভূতি অন্য আরেকজনের কাছে শেয়ার করে মজা পাবে। এর চাইতে নিজের কষ্ট নিজের ভেতর লুকিয়ে রাখাটাই উত্তম। আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়েছি আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি তার জন্য শুকরিয়া আদায় করে নিয়েছি। বাহিরের পরিবেশটা একেবারেই শান্ত, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বললে হয়তো বা ভুল হবে রাত থেকেই বৃষ্টি হচ্ছে।

IMG_20250821_071338_890.jpg

IMG_20250821_071338_307.jpg

IMG_20250821_071338_885.jpg

IMG_20250821_071338_092.jpg

বৃষ্টির দিনে সকালের কাজগুলো করতে অনেক বেশি সমস্যা হয়। আসলে ভিজে ভিজে কাজ করতে গিয়ে একেবারে শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপরেও কিছু করার থাকে না কিছু কাজ অবশ্যই সম্পন্ন করতে হয়। আজকে জানিনা কেন তবে হঠাৎ করে বড় ছেলে বলল তার জন্য আলু ভাজা এবং পরোটা করার জন্য। অনেকদিন পর এই কথা বলার কারণে আসলে আমার কাছে একটু অবাক হয়ে গেছি, আজকে বেশ কয়েকদিন ধরেই তার খাবার-দাবার নিয়ে অনিহা প্রকাশ করে তাই আমি আর দেরি না করে সকাল সকাল তার জন্য পরোটা আর আলু ভাজা তৈরি করেছিলাম। তারপর ওকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দুইটা পরোটা খেয়ে নিয়েছিল, তারপর পানি খেয়ে আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম।

এরপর বাকি সবার জন্য ডিম ভাজা তৈরি করেছিলাম সবাই যে যার মত করে খাবার খেয়ে নিয়েছে, এবার রান্নাবান্না করার পালা রান্নাবান্না করতে গিয়ে অবস্থা আরো বেশি খারাপ বৃষ্টি হওয়ার কারণে চারপাশ এমনিতেই কেমন যেন হয়ে আছে। তার উপরে রান্নাঘরে আসা যাওয়া আমার আরো বেশি কষ্টকর কিছুই করার নেই। এক এক করে সমস্ত রান্নাবান্না শেষ করলাম রান্নাবান্না শেষ করার পর গোসল করে নিয়েছিলাম। কেননা আমি রান্নাঘরে আসা যাওয়া করতে করতে একেবারে ভিজে গিয়েছিলাম। এরপর গোসল করে এসে জোহরের নামাজ আদায় করে নিলাম। তারপর ছেলেদেরকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে আমিও খাবার খেয়ে নিয়েছিলাম। প্রচন্ড মাথা ব্যথা করছে বৃষ্টি হলে এই এক সমস্যা বৃষ্টির পানি যখন মাথায় পড়ে তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়।

IMG_20250821_071338_318.jpg

এরপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানিনা ঘুম থেকে উঠে বিকেল বেলার কাজগুলো সবার আগে সম্পন্ন করে নিয়েছিলাম। আমার একটা মোরগের মাথায় কেউ একজন বাড়ি দিয়েছে। তার মাথা থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছে ওর অবস্থা খুব খারাপ। তাই আমি ওকে আবার ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম আসলে এই অবলা প্রাণীগুলোকে কেউ কিভাবে এত জঘন্যভাবে আঘাত করতে পারে, এটা ভেবেই আসলে অনেক বেশি অবাক লাগছিল। যাইহোক যে করেছে আল্লাহতালা অবশ্যই তার বিচার করবে। তারপর তাকে ঘরে রেখে দিয়ে আমার আরো কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে মাগরিবের অজু করে ঘরে চলে আসলাম।

IMG_20250821_071338_080.jpg

এরপর সন্ধ্যায় ছেলেদের কে নিয়ে কিছুক্ষণ পড়তে বসলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে তাদের পড়া আর শেষ হলো না। কারেন্টের অপেক্ষায় অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কারেন্ট আসলো রাত সাড়ে নয়টার সময়। তারপর ওদেরকে রাতের খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিলাম। আমার আর খাবার খেতে ভালো লাগছে না প্রচন্ড শরীর খারাপ লাগছে। আর এভাবেই আমার জীবন থেকে আরও একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...