"আশিকি নাটক রিভিউ.............!"
আমাদের মানুষের মধ্যে ঠিক তখনই অহংকার চলে আসে, যখন আমরা আমাদের যোগ্যতার চাইতে অনেক বেশি কিছু পেয়ে যাই। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে অহংকার চলে আসে, যখন সে হঠাৎ করে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যায়। আমরা যেই অবস্থানেই থাকি না কেন, আমাদের পেছনের অবস্থান আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন। আপনি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়ানোর পেছনে আপনার পেছনে ঠিক কার হাত ছিল, সেই কথাটা মনে রাখা প্রয়োজন। অনেকেই এই কথা মনে রাখে আবার অনেকেই মনে রাখতে পছন্দ করে না। তারা মনে করে আমি একাই এখানে এসেছি, তবে সত্যি কথা বলতে কোন মানুষ একা একা কখনো সফলতা অর্জন করেছে এটা আমার জানা নেই।
![]() |
---|
![]() |
---|
প্রতিটা মানুষের সফলতার পেছনেই কোন না কোন মানুষের হাত রয়েছে। আজকে আমি যে নাটক রিভিউ করার জন্য আপনাদের সাথে চলে এসেছি, সেই নাটকের মধ্যে একটা ছেলের সফলতার পেছনে একটা মেয়ের অনেক বড় অবদান আছে, কিন্তু ছেলেটা যখন নিজের বর্তমান অবস্থানে চলে আসে, ভালো একটা পরিচিতি লাভ করে সমাজের মধ্যে। তখন মেয়েটাকে অবহেলা শুরু করে, তার পেছনে অবশ্য একটা কারণ আছে। সবকিছু বলে দিলে নাটকটা আপনারা দেখে মজা পাবেন না, তাই অবশ্যই নাটকটা দেখার চেষ্টা করবেন। তবে ভালোবাসার জন্য যে মানুষ অনেক কিছু করতে পারে, এই নাটক দেখার পর আপনাদের অনেকটাই ধারণা হয়ে যাবে। আমাদের চেহারা যেমনই হোক না কেন, আমরা যখন মন থেকে কাউকে চাই। তখন কিন্তু তার প্রতি ভালোবাসা আমাদের অন্যরকম অনুভূতি থাকে।
![]() |
---|
![]() |
---|
আর সেই অনুভূতি যখন আমরা প্রকাশ করি, তখন সামনে থাকা মানুষটা যদি আমাদের অবহেলা করে। তখন সত্যিই অনেক বেশি খারাপ লাগে, ভেতর থেকে আমরা এতটাই ভেঙে পড়ি দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর চেষ্টা আমরা অনেকেই করতে চাই না। আমার মনে হয় পড়ে না গিয়ে আবারো উঠে দাঁড়ানোর চেষ্টা করা উচিত, যেমন টা এই নাটকের মধ্যে দেখানো হয়েছে। তবে সেই উঠে দাঁড়ানোর জন্য অন্যের সাহায্যে যখন আমরা পেয়ে যাই চুপচাপ নিরবে। তখন আমরা সেটাকে স্বীকার করতে চাই না। আমাদের অবস্থান যাই হোক না কেন কেউ যদি আমাদেরকে নিরবে চুপচাপ সাহায্য করে, আমি কিভাবে এই জায়গায় আসলাম এই প্রশ্নটা অবশ্যই আমার নিজেকে করা উচিত। আমার যোগ্যতা কতটুকু আমি কোথায় ছিলাম, এই প্রশ্নের উত্তর আমি নিজে থেকেই কিন্তু নিতে পারতাম কিন্তু অনেকেই নিতে চায় না।
প্রিয় মানুষটা যখন তার যোগ্য স্থানে পৌঁছাতে পারে, তখন আসলে বেশ ভালই লাগে। চুপচাপ দাঁড়িয়ে তার সফলতার গল্প গুলো শুনতেও ভালো লাগে। তার সফল হওয়ার পেছনে কেউ একজন ছিল সে যখন এটা ভুলে যায় তখন এর চাইতে কষ্ট হয়তবা আর কিছুই হয় না। কিন্তু যখন তার কাছ থেকে একটু একটু করে অবহেলা পাওয়া শুরু হয়, তখন মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মৃত্যু অনেক ভালো। মেয়েটা ছেলেটার জন্য অনেক কিছু করেছিল, তার গানের জন্য নিজের জমানো টাকা দিয়ে স্টুডিওর মধ্যে রেকর্ড করা শুরু করেছিল। কিন্তু ছেলেটা যখন ভালো একজন সিঙ্গার হয়ে গেল, তখন মেয়েটাকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল।
![]() |
---|
![]() |
---|
এজন্যই অনেকে বলে থাকে একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর হাত অবশ্যই থাকে, তবে অনেক পুরুষ সেই নারীর মূল্যায়ন করতে জানে না, আবার অনেক পুরুষ হারিয়ে ফেলার পর বুঝতে পারে সেই নারী তার জীবনে কতটা ভূমিকা পালন করেছে। হারিয়ে ফেলার পর বোঝে কোন লাভ হয় না, থাকতে মূল্য দিতে হয়। কারণ যেটা হারিয়ে যায় সেটা আর আমাদের জীবনে ফিরে আসে না। নাটকটা দেখার পর সত্যিই অনেক খারাপ লাগলো, আপনারাও চাইলে দেখে নিতে পারেন। অন্ততপক্ষে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারবেন।
নাটক সম্পর্কিত কিছু তথ্য
পরিচালক:- এমরোজ শাওন
ব্যবস্থাপনা পরিচালক:- পারভেস ইমাম
সহকারী পরিচালক:- আগুন সুভো
চিত্রগ্রহণ:- এসকে শাহেদ আলী পাপ্পু
নাটকের মধ্যে অভিনয় করেছেন:- ফারহান আহমেদ জোভান, নাজনীন নিহা প্রমুখ।,আরো অনেকেই
সময়:- ৬০ মিনিট ৩৮ সেকেন্ড
নাটকটির ধরন :- prank, love, emotional, entertainment, education
⊕ নিজস্ব রেটিংস ⊕
অভিনয় ৮/১০
কাহিনী ৯/১০
সব মিলিয়ে ৯/১০
সব ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
আশিকি নাটকটি আমি দেখেছিলাম এবং এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে নাটকের মধ্যেও অনেক কিছু বোঝানো হয়েছে তবে আমাদের অজান্তে অনেক মানুষ আমাদের অনেক উপকার করে থাকলেও আমরা জানতে পারি না যার জন্য কিছু কিছু সময় আমরা ভুল করে থাকি এবং এ কথা সত্য একটি মেয়ে চাইলে একটি ছেলেকে অনেক পরিবর্তন করতে পারে বা সফলতা নিয়ে আসতে পারে অবশ্যই মেয়েটির অবদান ছিল যাই হোক সুন্দর এই নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি কথা বলতে নাটকটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। সত্যি কথা বলতে সত্যিকারের ভালোবাসা এখান থেকেই বোঝা যায় একটা মানুষ তার প্রিয় মানুষকে কতটা ভালোবাসলে তার নিজের সবটুকু দিয়ে তার সফলতা অর্জন করার চেষ্টায় অনেক বেশি ব্যাকুল থাকে কিন্তু যখন সেই মানুষটা সফল হয়ে যায় আর যখন তাকে অপমান করা অবহেলা করা শুরু করে তখন সত্যিই অনেক খারাপ লাগে নাটকটা আপনি দেখেছেন জানতে পেরে ভালো লাগলো।
ভালোবাসা ভালোবাসা মানুষকে সব জায়গায় দাঁড় করাতে পারে এবং একটি মানুষের সহযোগিতা পেলে তো আর কোন কথাই নেই তবে এই নাটকের মধ্য আমার মনে হয় বেশি বোঝানো হয়েছে ভুল বোঝাবুঝি কারণ ছেলেটি কিন্তু জানতো না তার সফলতার পেছনে মেয়েটির অবদান ছিল।
অবশ্যই আমি আপনার কথার সাথে সহমত পোষণ করছি আসলে এখানে ছেলেটা জানতো না তার সফলতার পেছনে আসলে কার হাত রয়েছে যদি জানতো তাহলে হয়তো বা সে অবশ্যই তার প্রিয় মানুষকে কখনোই এত কষ্ট দিত না তবে প্রতিটা মানুষের এই জিনিসটা খুঁজে বের করাটা অনেক বেশি প্রয়োজন আমি যে এই জায়গায় এসেছি আমার পেছনে কারো হাত রয়েছে কিনা।
আপনি খুব সুন্দর একটি আশিকি নাটকের মাধ্যমে আমাদের মাঝে একটি সুন্দর গল্প লেখেছেন আসলে আমাদের পেছনে কারো না কারো হাত থাকে যে হাতের সাহায্যে আমরা উপরে উঠে যায় এবং যখন আমরা আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুই হয়ে যায় তখন আমরা সর্বপ্রথম সে মানুষের হাতের কথাই ভুলে যাই আসলে টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষের তখন অহংকারটা বেড়ে যায় কিন্তু উপর ওয়ালা মানুষকে দিয়ে পরীক্ষা করে যে আসলে সে এগুলোর যোগ্য কিনা যিনি দিতেও পারে তিনি এক মুহূর্তে কেড়ে নিতে পারে এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে অহংকার পতনের মূল এটা সব সময় মাথার মধ্যে ধরে রাখতে হবে কারণ আমি মনে করি যে আজ আমি যার জন্য উচু লেভেলে বিলং করছি আমার সবখানে আগে তার অবলম্বন টাই আগে থাকবে আমি যেটা মনে করি তো আপু আপনার এই সুন্দর লেখাটি পড়ে আমার অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল আপনি সব সময় ভালো থাকবেন
এজন্যই হয়তোবা বলা হয়ে থাকে বিপদের সময় যারা পাশে থাকে তাদের নাম লিখে রাখাটা অনেক বেশি প্রয়োজন তাহলে পরবর্তীতে আমাদের মনে অহংকার আসলেও এই লেখাটা দেখলে আমাদের মনে পড়ে তারা আমাদের পাশে ছিল।
তবে এটা যেহেতু বাস্তবতা নয় একটা অভিনয় তারপরেও বলবো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করাটা অনেক বেশি প্রয়োজন এখানে আমাদের শিক্ষা দিয়েছে যারা আমাদের অতীতের সাহায্য করে তারা আমাদের বর্তমানে আমাদের পাশে থাকার যোগ্যতা রাখে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।