টানা বৃষ্টি................

in Incredible India10 hours ago
IMG_20250709_121818.jpg
IMG_20250709_121814.jpg

IMG_20250709_121809.jpg

প্রতিটা মানুষের কাছেই বৃষ্টির দিন অনেক রোমান্টিক মুহূর্ত হয়ে থাকে। অনেকেই মনে করে বৃষ্টির দিন হচ্ছে ভালোবাসার এক অন্যরকম আবেগময় দিন। এই দিনটাতে সবাই নিজেদের মতো করে সময় কাটাতে পছন্দ করে। তবে অতিরিক্ত বৃষ্টি মানুষের ক্ষতি করে এটাও আমরা জানি। আজকে প্রায় তিন দিন টানা বৃষ্টি। বৃষ্টির মধ্যে ঘরের কাজ করা থেকে শুরু করে, যারা বাহিরের কাজ করার জন্য যায় তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর কিছু মুহূর্ত। আবার কিছু কিছু মানুষ দেখা যায় ফসল ফলায়। সেই ফসল বৃষ্টির কারণে সঠিকভাবে উৎপাদন করতে পারে না। এত করে কিন্তু তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়।

বৃষ্টি হওয়া ভালো তবে অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হয়, এটা অস্বীকার করার কোন কিছুই নেই। বর্ষার মৌসুম চলছে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে এই কয়েকদিনের বৃষ্টি অনেক মানুষের অনেক ক্ষতি করে ফেলেছে। বিশেষ করে কোন একজন মানুষ যদি মারা যায়, তাকে মাটি দেয়ার সময়টুকু পর্যন্ত এই বৃষ্টির সময় পাওয়া যায় না। গতকালকেই দাদি শাশুড়ি মারা গিয়েছিল। তাকে দাফন করানো অনেক কষ্টকর হয়ে গিয়েছিল, তারপরেও কোন মতে তাকে দাফন করা হয়েছে। তার কবরের মাটি সরানোর পরেই পানি ওঠা শুরু হয়েছে, যদি এক কথায় বলা যায় তাকে একেবারেই পানির উপর ভাসিয়ে দেওয়া হয়েছে।

IMG_20250709_121917.jpg

IMG_20250709_121914.jpg

IMG_20250709_121900.jpg

IMG_20250709_121837.jpg

আসলে বিষয়টা অনেক বেশি হৃদয়বিদারক ছিল। তবে কিছুই করার ছিল না বৃষ্টি হচ্ছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পাওয়া আমাদের জন্য একটা নেয়ামত। যে নিয়ামত বর্তমান সময়ে আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি আবার সবার জন্য রোমান্টিক পরিবেশ নয়, কারণ যারা বাহিরে কাজ করে তারা কিন্তু কাজ করেই তাদের সংসার চালায়। দিনমজুর থেকে শুরু করে রিক্সা চালক তাদের যদি বৃষ্টির জন্য একদিন তাদের কাজ বন্ধ হয়ে যায়। তাদের পরিবার না খেয়ে থাকার মত অবস্থা হয়ে যায়। আর আমরা যারা ঘরে কাজ করি তাদের অবস্থা আর কি বলবো, বৃষ্টির দিনে রান্না করতে গিয়ে নিজের অবস্থা একেবারেই খারাপ।

ঘর থেকে বাহিরে বের হওয়া যায় না এত পরিমানে বৃষ্টি। তার পরেও রান্নাবান্না করতে হয় পরিবারের মুখে খাবার তুলে দিতে হয়।বাংলাদেশ নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ আর কৃষির উপর নির্ভর করেই কিন্তু আমাদের দেশের কৃষক, তার নিজের সংসার চালানোর কথা চিন্তা করে। বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা স্বাভাবিক, তবে টানা বৃষ্টি আমাদের জন্য কতটা ক্ষতিকারক এই কয়েকদিনে বেশ ভালোভাবে সেটা বুঝতে পেরেছে। যারা বর্তমান সময়ে জমির মধ্যে ফসল পালানোর কাজ শুরু করে দিয়েছে। তাদের জন্য এই সময়টা অনেক ক্ষতিকারক। মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, বর্তমান সময়ের সবকিছু একেবারে ডুবে যাওয়ার পথে। যদি এভাবে আরও আগামী কয়েক দিন বৃষ্টি হতে থাকে, তাহলে হয়তো বা বন্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে।