Weekly Power Up [week #12]. 14 steem power up.🎉🥳
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আবারও আপনাদের মাঝে আমার নতুন একটা পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে আমার একটা পাওয়ার আপ পোষ্ট শেয়ার করতে চলেছি। চলুন আমার পাওয়ার আপের মুহূর্তগুলো দেখে আসা যাক।
আমার লক্ষ্য হলো প্রথমে ৫০০০ হাজার স্টিম পাওয়ার জমানো। অর্থাৎ ১এক্স ডলফিন লাভ করা। আমার বর্তমান স্টিম পাওয়ার আছে ২২৯৯ স্টিম৷ আজকে আমি নতুন করে ১৪ স্টিম পাওয়ার আপ করতে চলেছি৷ যার ফলে আমার পাওয়ার গিয়ে দাড়াবে ২৩১৩ স্টিমে। আশা করি আমাকে যদি স্টিমিট টিম সহ আপনারা সবাই সাহায্য করেন, তাহলে খুব তারাতারি আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারব৷ আমি চেষ্টটা করে যাব, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমার নিজের পাওয়ারটা বাড়ানোর। পাওয়ার আপের সম্পূর্ণ ধাপগুলো আমি নিচে শেয়ার করলাম। পাওয়ার আপের ধাপ সমূহ নিম্নরুপ-
ধাপ-১.
প্রথমে আমি আমার ওয়ালেটটা লগ-ইন করে নিলাম। এরপর আমার ব্যালেন্সগুলো ভালো ভাবে দেখে নিলাম।
ধাপ-২.
এবার আমি আমার স্টিম ব্যালেন্সের কোণার দিকে একটা আইকন আছে। সেখানে চাপ দিতেই একটা লিস্ট পেলাম। সেখানে একটা অপশন ছিল।পাওয়ার আপ। আমি সেই অপশনটা সিলেক্ট করে পাওয়ার আপের পেজে চলে আসলাম। এবং আমি যত স্টিম পাওয়ার আপ করতে চায় সেটা বক্সের মধ্যে লিখে দিলাম।।আজকে আমি ১৪ স্টিম পাওয়ার আপ করব।
ধাপ-৩.
এবার সব ঠিক ঠাক বসানো হয়ে গেলে, আমি ওকে বাটন প্রেস করলাম।
ধাপ-৪.
এবার আমি আবারও আমার ওয়ালেটে পূর্ণরায় ফিরে গেলাম। যেখানে গিয়ে আমি চেক করে নিলাম, আমার পাওয়ার আপটা সঠিক ভাবে হয়েছে কিনা।
এভাবেই আপনারাও আপনাদের পাওয়ার আপ করতে পারবেন। আশা করি আমি আগামিতে আরও বেশি স্টিম পাওয়ার আপ করতে পারব। আমাদের সবারই উচিত বেশি বেশি পাওয়ার আপ করা। যত বেশি পাওয়ার আপ করব।তত বেশি আমাদের পাওয়ার হবে। আমাদের ভোটিং পাওয়ার বৃদ্ধি পাবে, ভোট ভ্যালু বাড়বে। এজন্য আমাদেরকে বেশি বেশি পাওয়ার আপ করতে হবে।
আপনারা আপনাদের লক্ষ্যে পৌছানোর জন্য, বেশি বেশি পাওয়ার আপ করুন। যার ফলে আপনার নিজের জায়গাটা শক্ত হবে। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার পরবর্তী কোনো পোষ্টে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags
Thank you