বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা কিছু ছবি৷ (Some photos taken from the university campus)
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করব৷
আমার চাকরি ১৩ দিন চলোমান। সপ্তাহে শনি আর রবি বার বাদে সব দিনই অফিসে যাওয়া লাগে। আসলে সত্যি বলতে আমার মনে হয় না, আমি চাকরি করি, মনে হয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। ছাত্রদের মতো প্রতিদিন ইউনিভার্সিটিতে যাচ্ছি আবার আসতেছি। চাকরিটা অনেক আরামের যদিও বেতন কম, সেটা বড় বিষয় না। আমার এক বদ অভ্যাস হলো, একবার ল্যাবে গিয়ে বসলে আর বাইরে বের হতে মন চায় না। শুধু যোহরের নামাজের সময় বের হই।
গত দিন যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমি ছাতা নিয়ে যোহরের নামাজ আদায় করতে গেলাম, নামাজ শেষ করে আবার ল্যাবে আসার সময় বৃষ্টি কম ছিল। আমাদের ইউনিভার্সিটির বাইরের পরিবেশটা আমার বেশ ভালো লাগে। চারিদিকে সবুজ, ফুলের গাছ লাগানো, মাঠে সবুজ ঘাসে ভরা। রাস্তাগুলো ইট দিয়ে বাধায় করা। দেখতে অনেক ভালো লাগে। ইউনিভার্সিটি বেসরকারি হলেও ক্যাম্পাসটা আমার ভালোই লাগে।
আসার সময় ক্যাম্পাসের ভেতরের রাস্তায় লাগানো ফুলের গাছ থেকে কিছু ভুলের ছবি তুললাম। বৃষ্টির পানি ফুলের উপর পরায় অনেক ভালো লাগতেছিল। অনেক ধরনের ফুলের গাছই লাগানো আছে। আমি কয়েকটা ফুলের ছবি তুলে নিলাম। দেখতে অনেক ভালো লাগতেছিল। এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
এবার আসুন অন্য ছবিতে আসা যাক। উপরের দুইটা ছবি ক্যান্পাসের মাঠ এবং বিল্ডিং এর ছবি৷ মাঠগুলো সবুজ ঘাসে ভড়া। আর বিল্ডিং গুলোর চারপাশেও গাছ লাগানো বলে বিল্ডিং বোঝা মুশকিল। ক্যাম্পাসে আছে একটা ক্যান্টিন, একটা ক্যাফেটেরিয়া, একটা লাইব্রেরি। ছবিতে যদিও সকল কিছু দেখা যাচ্ছে না।
এবার আসুন অন্য একটা ছবিতে আসি। গত কয়েক দিন আগে আমার ডিউটি ৫ টায় শেষ হলেও আমাকে রাত ৮ টা পর্যন্ত ডিউটি করা লাগছিল। পরিক্ষা ছিল, পরিক্ষার হলের দায়িত্ব ছিল। মূলত, অন্য একজনের ডিউটি ছিল, সে না আসার জন্য আমাকে রাত ৮ টা পর্যন্ত ডিউটি করা লাগছিল। ডিউটি শেষ করে বাইরে আসার সময় গেটে দেখি লাইটিং করা। দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আবার ছবি তুলে নিলাম।
এরপর গাড়িতে উঠে বাসার দিকে চলে আসলাম। এবার আসুন একটু ল্যাবের সাথে পরিচয় করিয়ে দেয়। আমার সারাটা দিন যেখানে কাটে, একা একা অলস সময় পার করতে হয়। যখন ক্লাস থাকে তখন তারাতারি সময় কেটে যায়, এমনিতে সময় পার হতে চায় না। মাঝে মাঝে পড়াশুনা করি, না হয় ফোন চালায় অথবা কম্পিউটারে বসে গান বা ভিডিও দেখি। কি আর করব সময় তো পার করতে হবে।
তবে বেশির ভাগ সময় ল্যাবে বসে পড়াশুনাই করে থাকি। ল্যাবের দুই পাশে টেবিলে কম্পিউটার রাখা, অন্য পাশে আলমারি আর এক পাশে হোয়াইট বোর্ড। আমি সব সময় চেয়ারে বসে পড়াশুনা করি। কিছু ছবি আপনাদের সাথেও শেয়ার করলাম।
আজকের পোষ্টটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টা,ক্লাস শেষে আপনি নিজে বই পড়েন আচ্ছা আপনি কোন,ক্লাসে পড়েন আমার খুব জানতে ইচ্ছা করে, আপনার চাকরির জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা
আমার ডিপ্লোমা শেষ,, এখনও বিএসসিতে ভর্তি হই নাই। আগে চাকরিতে ঢুকেছি আর সরকারি চাকরির পড়াশুনা করতেছি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
😊
আপনার লাভের চাকরির বর্ণনা শুনে মনে হলো আসলেই আপনার চাকরিটা বেশ আরামের। সেই সাথে আপনার বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আসলেই সুন্দর। সাথে আপনার তোলা ছবিগুলোও। আশাকরি ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ের আরো অনেক ছবি আমাদের সাথে শেয়ার করবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।