দেওয়ালের সাথে যুক্ত ল্যাম্পোস্ট এর ছবি অংকন।(Draw a picture of a lamppost attached to a wall.)
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটা নতুন ড্রইং শেয়ার করতে। মাঝে মধ্যে সময় পেলেই নিজের রঙ পেন্সিল নিয়ে বসে যায় কিছু আকাআকি করার জন্য। আসলে ড্রইং আমার একটা পছন্দের কাজ। ছোট বেলায় শখ করে ড্রইং শিখেছিলাম। এজন্য বড় হয়েও মাঝে মধ্যে বসে যায় ছবি অংকন করতে। আজকে আমি একটা ওয়ালের সাথে যুক্ত ল্যাম্পের ছবি অংকন করার চেষ্টটা করেছি৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি নিচে সকল ধাপগুলো দেখানোর চেষ্টটা করলাম।
উপকরণ- | |
---|---|
১. | ড্রইং পেপার। |
২. | প্যাস্টেল কালার। |
৩. | পেন্সিল |
৪. | রাবার |
৫. | কাটার। |
প্রথম ধাপ:-
প্রথমে সকল উপকরণগুলো হাতের কাছে নিয়ে বসে পরলাম ড্রইং করার জন্য।
দ্বিতীয় ধাপ :-
এবার একটা ২বি পেন্সিলের সাহায্যে ড্রইং পেপারের এক পাশে দেয়াল অংকনের জন্য একটা দাগ দিয়ে দিলাম এবং তার সাথে ঝুলন্ত ল্যাম্প অংকন করে নিলাম।
তৃতীয় ধাপ :-
এবার কয়েকটা ধাপে লাল কালার রঙের শেড দিয়ে দিলাম উপরে এবং নিচে। উপরে আর নিচে সবচেয়ে গাঢ় এবং তারপর ক্রমে হালকা কালার শেডগুলো দিতে হবে।
চতুর্থ ধাপ :-
এবার একটা টিস্যু পেপার নিয়ে কালারগুলো ভালো ভাবে মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে ঘষে রঙগুলোর মিলিয়ে দিতে হবে।
পঞ্চম ধাপ :-
এবার সাইডের দেওয়ালের কালার করে নিলাম বাদামি কালার দিয়ে।
ষষ্ঠ ধাপ :-
এবার একটা ৬বি পেন্সিল নিয়ে নিলাম। তারওর দেয়ালে গাঢ় করে ইটের আকৃতি দিয়ে দিলাম এবং ল্যাম্পে গাঢ় দাগ দিয়ে দিলাম।
সপ্তম ধাপ:-
এবার আবারও ৬বি পেন্সিল দিয়ে দেয়ালের পেছন থেকে বের হওয়া একটা গাছের ডালের ছবি অংকন করে দিলাম।
আর এভাবেই আমার আজকের ড্রইংটা শেষ করলাম। আশা করি আমার দেখানো সকল ধাপগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.