দেওয়ালের সাথে যুক্ত ল্যাম্পোস্ট এর ছবি অংকন।(Draw a picture of a lamppost attached to a wall.)

in Incredible India21 days ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটা নতুন ড্রইং শেয়ার করতে। মাঝে মধ্যে সময় পেলেই নিজের রঙ পেন্সিল নিয়ে বসে যায় কিছু আকাআকি করার জন্য। আসলে ড্রইং আমার একটা পছন্দের কাজ। ছোট বেলায় শখ করে ড্রইং শিখেছিলাম। এজন্য বড় হয়েও মাঝে মধ্যে বসে যায় ছবি অংকন করতে। আজকে আমি একটা ওয়ালের সাথে যুক্ত ল্যাম্পের ছবি অংকন করার চেষ্টটা করেছি৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি নিচে সকল ধাপগুলো দেখানোর চেষ্টটা করলাম।

20250530_145743.jpg

দেওয়ালের সাথে যুক্ত ল্যাম্পোস্ট এর ছবি অংকন।

উপকরণ-
১.ড্রইং পেপার।
২.প্যাস্টেল কালার।
৩.পেন্সিল
৪.রাবার
৫.কাটার।

প্রথম ধাপ:-

20250530_143609.jpg

প্রথমে সকল উপকরণগুলো হাতের কাছে নিয়ে বসে পরলাম ড্রইং করার জন্য।

দ্বিতীয় ধাপ :-

20250530_143145.jpg

এবার একটা ২বি পেন্সিলের সাহায্যে ড্রইং পেপারের এক পাশে দেয়াল অংকনের জন্য একটা দাগ দিয়ে দিলাম এবং তার সাথে ঝুলন্ত ল্যাম্প অংকন করে নিলাম।

তৃতীয় ধাপ :-

20250530_143844.jpg

এবার কয়েকটা ধাপে লাল কালার রঙের শেড দিয়ে দিলাম উপরে এবং নিচে। উপরে আর নিচে সবচেয়ে গাঢ় এবং তারপর ক্রমে হালকা কালার শেডগুলো দিতে হবে।

চতুর্থ ধাপ :-

20250530_143945.jpg

20250530_144058.jpg

এবার একটা টিস্যু পেপার নিয়ে কালারগুলো ভালো ভাবে মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে ঘষে রঙগুলোর মিলিয়ে দিতে হবে।

পঞ্চম ধাপ :-

20250530_144343.jpg

এবার সাইডের দেওয়ালের কালার করে নিলাম বাদামি কালার দিয়ে।

ষষ্ঠ ধাপ :-

20250530_145219.jpg

এবার একটা ৬বি পেন্সিল নিয়ে নিলাম। তারওর দেয়ালে গাঢ় করে ইটের আকৃতি দিয়ে দিলাম এবং ল্যাম্পে গাঢ় দাগ দিয়ে দিলাম।

সপ্তম ধাপ:-

20250530_145633.jpg

এবার আবারও ৬বি পেন্সিল দিয়ে দেয়ালের পেছন থেকে বের হওয়া একটা গাছের ডালের ছবি অংকন করে দিলাম।

20250530_145823.jpg

আর এভাবেই আমার আজকের ড্রইংটা শেষ করলাম। আশা করি আমার দেখানো সকল ধাপগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...