বাস সার্ভিস(Bus service)...

in Incredible India10 days ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে কথা বলব, আমাদের ইউনিভার্সিটির বাস সার্ভিস নিয়ে।

মানুষের মর্যাদা, কর্ম ক্ষেত্র আর যোগ্যতা অনুযায়ী, তাদের চলাফেরা আলাদা হয়ে থাকে। একই অফিসে কেউ বড় অফিসার কেউ বা পিওন বা ঝাড়ুদার। কিন্তু সবাই কর্মী। যোগ্যতা ভেদে তাদের আজকে অবস্থান আলাদা। কেউ বাস করেন আলিশান প্রাসাদের আর কেউ রাস্তার পাশে কুড়ে ঘড়ে। কেউ অফিসে আসে এসি গাড়িতে করে আবার কেউ লোকাল বাসে, সবই সৃষ্টির নিয়ম আর যোগ্যতার মাপকাঠিতে লিপিবদ্ধ।

পৃথিবীতে সবার চাহিদা, আকাঙ্খা, ভালো লাগা সবই আলাদা। এজন্যই তো পৃথিবী এতো বিচিত্রময়।নানা রঙে রঙিন, সবার পছন্দ আর চাওয়া এক হলে সবই দেখতে একরকম হতো৷ যাই হোক কথা অন্য দিকে। আমাদের সবারই ইচ্ছা একটা সরকারি চাকরিহবে,বড় বাড়ী হবে গাড়ী হবে, আরামে দিন পার করব। আসলে এই লক্ষ্য নিয়েই প্রতিটা শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দিন রাত নিজের ঘুমকে হারাম করে দিয়ে পড়াশুনা আর একটা চাকরির পেছনে ছুটতে থাকে।

শরীর ক্লান্ত হলেও যেন মন ক্লান্ত হয় না চাকরির নেশায়। কারণ, স্বপ্ন যে এখনও অপূর্ণ। চাকরি পাওয়ার সাথে সাথে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করা যায়। বিশেষ করে চাকরিটা যদি সরকারি হয়, তাহলে তো সুযোগের অভাব নাই। শত ধরনের ভাতা সুবিধা। যাতাযাত সুবিধা, বাড়ী ভাড়া সহ আরও কত কি। বেসরকারি চাকরি করলেও যে সুবিধা পাওয়া যায় না, তা না। বর্তমানে বেশির ভাগ বেসরকারি চাকরিতেও সরকারির মতোই সুযোগ সুবিধা দিয়ে থাকে।

1000012246.jpg

এর মধ্যে একটা বড় সুবিধা হলো পরিবহন। মানে যাতাযাতের জন্য বাস সার্ভিস। এখন বেশির ভাগ কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মিদের সঠিক সময়ে আনা এবং নিয়ে যাওয়ার জন্য বাস সার্ভিস দিয়ে থাকে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই বাস সার্ভিস বেশি থাকে। ছাত্রদের এবং কর্মীদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে ক্যাম্পাসে পৌঁছে দেয়, আবার ক্লাস শেষে তাদের গন্তব্যে ছেড়ে আসে।

এই সুবিধার জন্য প্রতিটা ছাত্রের কাছ থেকে, সেশন শুরুর সময় একটা নিদিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়, তবে শিক্ষক বা কর্মচারীদের জন্য এই সার্ভিস সম্পূর্ণ ফ্রি। তারা ফ্রীতে যাওয়া আসা করতে পারবে। তবে বাসগুলো একটা নিদিষ্ট সময় নিয়ে যাত্রা করে, সেই সময়ের মধ্যে সবাইকে যথা স্থানে থাকতে হয়।

1000012239.jpg

1000012250.jpg

আমি যে ইউনিভার্সিটিতে চাকরি করি সেখানেও এই বাস সার্ভিস চালু আছে। নিদিষ্ট কিছু এলাকায় বাসগুলো যায়। বিশেষ করে যে এলাকাগুলোতে ছাত্র-ছাত্রী বেশি সেদিক দিয়ে যাওয়া আসা করে। আমি যে দিকে থাকি, সেদিকে বাস যায় না, তবে ছুটির সময় একটা স্থান পর্যন্ত বাসে যাওয়া যায়।তারপর অন্য যানবহনে যেতে হয়।

ইউনিভার্সিটিতে মোট তিনটা বাস আছে। তিনটা দিন এরিয়াতে চলে৷ বাসের নিদিষ্ট টাইম শিডিউল আছে, সেই অনুযায়ী চলে। ছুটির সময় বিকাল ৫:১৫ মিনিটে তিনটা বাসই ছেড়ে দেয়। আমি প্রতিদিন ছুটির সময় শুধু বাসে অল্প কিছুদূর যেতে পারি। আর সকালে যে টাইমে বাস আসে তখন আমি যথা স্থানে এসে পৌছাতে পারি না। যার ফলে অন্য গাড়ীতে আসতে হয়। বাস সার্ভিস চালু থাকায় অনেক দূর থেকে শিক্ষার্থীরা খুব সহজে ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারে।

1000011983.jpg

সকল সরকারি বিশ্বিবদ্যালয়গুলোতে শিক্ষক এবং কর্মচারীদের জন্য আলাদা বাস এবং শিক্ষার্থীদের জন্য আলাদা বাস থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এক বাসেই সবাই যাওয়া আসা করে৷ সরকারি গাড়ীগুতো অনেক সময় এসি করা থাকে। যেগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রোফেসর, উচ্চ পদস্থ মানুষ যাওয়া আসা করে। সরকারি কর্মচারীদের থাকার জন্য দেওয়া হয় আলাদা কোয়াটার। যেখানে তারা পরিবার নিয়ে আরামে থাকতে পারবে৷ বর্তমান অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই সুবিধা চালু করেছে।

যাই হোক, বাস সার্ভিস নিয়ে আমার আজকের পোষ্টটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...