সঠিক পথ পদর্ষক তারাই যারা নিজেকে জাহির করে নয়, অন্যের উন্নতিকে উন্নত দৃষ্টিতে দেখেন।
![]() |
---|
প্রিয় বন্ধুরা,
রবিবাসরীয় শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। লেখার মাধ্যমে নিজের কথা প্রকাশের প্রয়াস বলতে পারেন। তবে শুধু মুখে আলোচনা ঠিক জমে না, তাই নিজেও বিকেলের চায়ের টেবিলে আপনাদের স্বাগত জানিয়ে নিজের কথাগুলো আড্ডার ছলে প্রকাশের চেষ্টা করবো।
তাহলে চলুন চায়ে চুমুক দিতে দিতে, আলোচনা এগোনো যাক, তবে জানিয়ে রাখি মন্তব্য আমার কিন্তু অভিমত সকলের ভিন্ন হতেই পারে এবং সেক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই।
গতকাল শনিবার ছিল এবং আমার এক বনাধুর বাড়িতে আলোচনা সভা বসেছিল, যেখানে উপরিউক্ত নির্ধারিত শীর্ষকটি ছিল আলোচনার বিষয়বস্তু।
আপনারা খেয়াল করেছেন গতকাল আমি আমার লেখা ভাগ করে নিতে পারিনি, তার কারণ আজ খুব সকালে বিএনাধুর বাড়ি থেকে ফিরেছি, গতকাল বনাধূর বাড়িতে থেকে যেতে হয়েছিল।
তাই আর নিজের লেখা নিয়ে হাজির হীবার সময় পাই নি, যাইহোক, আমাদের বন্ধুরা সর্বসাকুল্যে ছিল মত ৫জন আমাকে নিয়ে।
তাদের মধ্যে একজন কাল যেকোনো বিষয় নিয়ে আলোচনা হলেই নিজেকে পারদর্শী সাব্যস্ত করবার একটা প্রয়াস সমানে করে যাচ্ছিল।
অনেকক্ষণ সহ্য করবে পরে আর না থাকতে পেরে বলেই বসলাম যে মানুষ নিজেকে নিজেই বেশি জানে বলে দাবি করে সেটা তার অহঙ্কারের পাশাপশি তার অজ্ঞতার পরিচয় বহন করে।
![]() |
---|
আপনার কষ্টে আপনি খুবই গুরুত্বপূর্ণ অনেক কথা শেয়ার করেছেন যেটা পড়ে আমাদের কাছে বেশ ভালও লাগলো এবং অনেক কিছু শিখতেও পারলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।