পরিবেশ বাঁচান, এবং সুস্থ্ সমাজ গড়ে তুলুন।

in Incredible India3 years ago

IMG_20220904_235601.jpg

(পঞ্চমুখ জবা ফুলের ছবি)

প্রিয় বন্ধুরা,
চলে এসেছি আরো একবার কথা মত, তবে আজ একটু দেরি হয়ে গেল কারণ আড্ডা থেকে ফিরেছি দেরিতে, তারপর একটু ড্রিংক নিয়ে বসেছিলাম।

কাল থেকে পুনরায় যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য মানসিক ভাবে নিজেকে তৈরি করছিলাম। আমি যে কাজের সাথে যুক্ত সেখানে টার্গেট থাকে এবং তার চাপ কেবলমাত্র তারাই বুঝতে পারবেন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত।

সপ্তাহের প্রথম দিন সকালে ওঠার তাড়ার পাশাপাশি বাড়তি কাজের চাপ থাকে, কাজেই কাল সকালে একটু অসুবিধায় পড়তে হবে, তবুও রোজকার অভ্যেস এখানে নিজের কথা নিয়ে হাজির হওয়া, কাজেই এটাও আমার কাছে সমান প্রাধান্য পায়।

আজ আমি এখানে বেশ কিছু ফুলের ছবি নিয়ে হাজির হয়েছি, কারণ জীবনের মত ফুল ক্ষণস্থায়ী কিন্তু যেটুকু সময়ের জন্য এই পৃথিবীতে আসে নিজের একটা অস্তিত্ব রেখে যায়।

আমাদের জীবনেও এমন কাজ করে যাওয়া উচিত যেখানে আমাদের অবর্তমানে ও অনেকেই আমাদের মনে রাখে বা আমাদের অনুপস্থিতির অভাব বুঝতে পারে।

IMG_20220904_235639.jpg


IMG_20220904_235747.jpg


IMG_20220904_235716.jpg

ফুলের মত প্রতিটি মানুষ আকারগত, স্বভাবগত দিক থেকে ভিন্ন হয়, কিন্তু আমাদের কর্ম মানে এই ফুলগুলোর মত আমরা কার কতটা কাজে আসছি নিঃস্বার্থভাবে সেটাই আমাদের প্রাধান্য সমাজের কাছে রেখে যায়।

আমরা না তো কোনো গবেষক, না কোনো নায়ক, গায়ক কিন্তু আমাদের মধ্যে সমাজের জন্য কাজ করবার ক্ষমতা আছে যেটার জন্য ইচ্ছে শক্তি, মানে নিঃস্বার্থ ভাবনার প্রয়োজন।

গাছের কিন্তু প্রাণ আছে, সে হয়তো আমাদের মত নিজের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে না, যদি পারতো তাহলে হয়তো সমাজে আরো অনেক উন্নত মানুষ চোখে পড়তো।

ফুলের জন্য মৌমাছি মধু সঞ্চয় করতে পারে, গাছের কোলে পাখি বাসা বাঁধে, মানব সমাজ অক্সিজেন নিয়ে বেঁচে আছে তাও প্রকৃতিতে অবস্থিত এই গচাহের জন্য।

পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতির অবদান অনস্বীকার্য, মানব সমাজের আগে প্রকৃতি ছিল এই পৃথিবীতে, কিন্তু আশ্চর্যের বিষয় আজ সেই প্রকৃতির কদর কতজন মানুষ করেন!

যদি সত্যি করতেন তাহলে আজ গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আমাদের পরিচয় হতো না, তাহলে কি সত্যি আমরা নিঃস্বার্থ হয়ে এই সমাজের জন্য কিছু করছি!

আজ হারিয়ে গেছে বহু পশু, পাখি, গাছ পালা, তার জন্য দায়ী কারা? আমরা নতুন প্রজন্মকে কতটুকু প্রকৃতির গুরুত্ব শিখিয়েছি?

কি সমাজ ব্যবস্থা এবং পরিবেশ রেখে যাচ্ছি আমরা পরের প্রজন্মের জন্য, এইগুলো কি ভেবে দেখা যায় না! এটাও তো নিস্বার্থ সমাজ সেবা, তাই নয় কি?

শুধু লেখা পড়া করালেই, অপরিসীম অর্থ রেখে গেলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়!

জানিনা কেউ এইসব নিয়ে অডিও ভাবেন কিনা, বা পরিবেশ সংরক্ষণের জন্য কি পদক্ষেপ নিয়েছেন।
তবে এটা মানুষ হিসেবে আমাদের সকলের দায়িত্ব, একজন দেশের নাগরিক হিসেবেও।

আজ এখানেই শেষ করছি, ভেবে দেখবেন কথাগুলো। উপহার হিসেবে পরের প্রজন্মকে সুস্থ্ পরিবেশ দিয়ে যান, সেটাই আপনার দেওয়া সবচাইতে বড় কর্তব্য পালন হবে।

ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।

Sort:  
 3 years ago 
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club statusNo
Feedback / Observation

*You are right, a healthy environment is necessary for a healthy life. More than that, we need to be aware, so that we do not pollute the environment.
We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@sampabiswas(Moderator)
Incredible India