The April contest #2 by the sduttaskitchen|Child marriages!
![]() |
---|
নমস্কার বন্ধুরা,
Admin ম্যামকে অসংখ্য ধন্যবাদ এই দূর্দান্ত বিষয়বস্তু নির্বাচন করার জন্য। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের সমাজে বাল্যবিবাহ ও শিশু পাচার যেটা কিছুদিন পরপরই শোনা যায়। এটা সময়োপযোগী একটি বিষয়বস্তু ও বটে।
|
---|
![]() |
---|
আমি একদমই বাল্যবিবাহ সমর্থন করি না। বাল্যবিবাহের কোনো ভালো দিক আছে বলে আমার জানা নেই। তবে এটার খারাপ দিক উল্লেখ করতে শুরু করলে খাতার পৃষ্ঠা শেষ হবে কিন্তু খারাপ যে দিক সেগুলো সব হয়তো তুলে ধরা সম্ভব হবে না। এক কথায় বাল্যবিবাহ মানে একটা মানুষের জীবন শুরু হতে না হতেই শেষ হয়ে যাওয়া।
|
---|
![]() |
---|
বাল্যবিবাহের জন্য সমাজ ও পরিবেশ পরিস্থিতি যেমন দায়ী অনুরূপভাবে বাবা-মা ও দায়ী। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এই বাল্যবিবাহটা ৯৯.৯৯% দেখা যায়। কোথায়ও গিয়ে এইরকম মনে হয় যে মেয়েরা হয়তো ঐ পরিবারের বোঝাই ছিল তাই বাবা-মায়ের এতো তাড়া তাঁদের কণ্যা সন্তান নিয়ে। ঐ সকল অসচেতন বাবা-মায়ের উদ্দেশ্যে আমার কিছু উল্লেখযোগ্য বার্তা:-
✅ তাঁদের সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া যেন কখনোই অন্যের বোঝা না হতে হয়। বিবাহ বংশপরম্পরায় প্রচলিত একটি রীতি তবে তাড়াহুড়ো না করাটাই উত্তম। তবে শিক্ষিত কোনো মানুষকে সহজে ফাঁদে ফেলা যায় না।
✅ আমাদের সমাজে এখনো কণ্যা শিশুর গুরুত্ব ছেলেদের তুলনায় কম। তাই শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই দেখা যায় একটা কণ্যা শিশু খানিকটা দূর্বল।
✅ বিবাহের পূর্বে বিবাহযোগ্য ব্যক্তির পছন্দকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ পরবর্তী জীবন অর্থাৎ বৈবাহিক জীবনে পদার্পণ বাবা-মা করে বরং তাঁদের সন্তানেরা। নিঃসন্দেহে তাঁদের মতামতের প্রাধান্য দিতে হবে।
✅ উভয়পক্ষের উচিত যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে খোঁজ খবর নেওয়া। আমি এমন ও বিবাহ দেখেছি যেখানে ছেলের ৮/১০ একর জমি এবং ব্যাংকে মোটা অংকের টাকা আছে। কিন্তু বিবাহের পরে দেওখা যায় ঐ দেখানো ঘরটাও ছিল অন্যের আর বাকি গুলো তো ইতিহাস।
✅যে ছেলের সাথে আপনাদের মেয়েকে তুলে দিবেন তাঁর কাজ সম্পর্কে ও জানতে হবে। নচেৎ বিবাহটা হয়তো খুব আয়োজন করে হবে। কিন্তু পরবর্তী দিন আসতে না আসতেই না পশ্চাতে হয়।
✅ছেলে নেশাগ্রস্ত কি না! পেশায় কি? সেটার সত্যতা যাচাই করতে হবে।
➡️ অনেকে হয়তো এটাই ভাবছেন যে আমি মেয়েদের পক্ষ নিয়ে কথা বলছি। আচ্ছা! কখনো কি দেখেছেন আপনার মা আপনার বাবাকে মারধর করছে?
এক বাক্যে সবাই উত্তর দিবেন যে না আপনি দেখেননি। এটাই বাস্তব, কারণ রহিমের বৌ রহামকে ধরে কড়া পিটুনি দিয়েছে, এটা নিয়েই সকলের মাথা ব্যাথা। এই সব কথা আলোচনার পূর্বে ঐ মূহুর্তটা খতিয়ে দেখবেন। হয়তো নিজেকে রক্ষা করতে গিয়ে দৌড়াচ্ছিল, অন্যদিকে রহিম মাতব্বরি ফলাতে গিয়ে হোঁচট খেয়ে পড়েই আহত হয়েছে। এটাই বাস্তব!
শিশু পাচার যেভাবে কমাতে পারিঃ-
✅এমন কোনো গ্রাম নেই যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই, তাই এলাকায় অপরিচিত কারো আগমন ঘটলে তাঁর পরিচয় সঠিকভাবে যাচাই করতে হবে। কারণ পরিচিতদের মনের খবরই আমরা বলতে পারবো না আর অপরিচিত হলে তো কথাই নেই।
✅কেউ যদি যেচে খুব বেশি আপন হওয়ার চেষ্টা করে তাহলে সেটাকে নেতিবাচক ভাবেই গ্রহণ করা উচিত। শতভাগ খারাপ এমন না তবে অবশ্যই দূরদর্শিতা এখানে দেখাতেই হবে।
✅উপরেই আমি উল্লেখ করেছি ছেলের সম্পর্কে খোঁজ খবর নেওয়া। কারণ এই বাল্যবিবাহের জন্যই বছরে হাজারো শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরা কোথায় যায়?
✅ যেখানে বেকারত্ব সেখানেই অভাব আর এই অভাব থেকেই সকল খারাপ কাজ সৃষ্টি হয়। তাই, আমাদের সকলকে সচেতন, শিক্ষার গুরুত্ব, উদ্যোক্তা হতে হবে। কর্মমুখী সমাজ - দেশ ও সমগ্র পৃথিবীর জন্য মঙ্গলকর।
✅ আমাদের যুবসমাজকে বেশি সচেতন হতে হবে। প্রতিটি পাড়ায় নিরাপত্তার জন্য ক্লাব স্থাপন করা যেতে পারে।
✅স্নানীয় সরকারের সাথে মাসিক বৈঠক গুরুত্বপূর্ণ যেটাকে বাস্তবে রূপদান করতে হবে। পাশাপাশি, আইনের সহায়তা তো নিতেই হবে।
|
---|
![]() |
---|
✅ আমরা পদমর্যাদা বা অর্থ দিয়েও অনেক সময় মানুষকে মূল্যায়ন করি এটাই সমস্যা। শুধুমাত্র কাগজে কলমে না বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষেরা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।
✅এই খারাপ কাজের খারাপ দিক গুলো সম্পর্কে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে।
✅ কিছু মানুষ না জানার কারণে ভুল পথের দিকে ধাবিত হয়, তাই তাদেরকে এই বিষয়ে শিক্ষামূলক বার্তা দিতে হবে।
✅ সর্বোপরি, সরকারি আইন সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। এরপরেও সামাল দিতে সমস্যা হলে আইনের আশ্রয় নিতে হবে।
আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। পাশাপাশি, @dexsyluz, @alexanderpeace & @nanidi তিনজন বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
I agree 💯.
Some people have rushed into marriage due to lack of knowledge. Particularly young people who are consumed by love or parents who force their children into this union for personal benefits.
However, true education can liberate us us, not just the bookish education or certificate(s).