নিজের প্রচেষ্টাই বন্ধুর পথকে মসৃণ করার ক্ষমতা রাখে।

in Incredible India20 days ago
1000005910.jpg

Hello Steemians,
ইচ্ছা ও প্রচেষ্টা উভয়ই আমাদের যে কোনো কাজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যে চিত্রটা আবারো একটা পর্যবেক্ষণ করলাম। গতকাল আমি পোস্ট না লেখার এটাও একটা কারণ। প্রথমত, আজ সকালেই আমার ঢাকাতে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যে কারণে গতকাল একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। ইতিমধ্যে একটা অপরিচিত DC থেকে একটা বার্তা পেলাম।

তবে বাড়ি থেকে বেরিয়ে সবেমাত্র বাইকে বসতেই যে কারণে সাথে সাথে উত্তর দেওয়া সম্ভব হলো না। প্রায় পাঁচ ঘণ্টা পরে যখন ঢাকাতে পৌঁছালাম তখন ও মনে ছিল না। বিশ্রাম নিতে টিভি অন করে সোফায় বসতেই মনে পড়লো। যাইহোক, ইনবক্স খুলতেই একটু সন্দেহ মনে হলো, তবে উত্তর দিলাম। কারণ প্রস্তাবটা ভালোই ছিল আমার জন্য। এক প্রকার অভিজ্ঞতার পরীক্ষা দিলাম।

মোটামুটি ইতিবাচক মনে হলো কারণ আমি ইতিমধ্যে ঐ ব্যক্তির পদ দেখে নিয়েছিলাম নির্দিষ্ট প্রকল্পের। তারপর শুরু হলো সি ভি এর বিষয়টা। দুঃখজনক হলেও সত্য ও মুহূর্তে আমার কাছে কোনো সি ভি ছিলই না। মোবাইল ও সাথে ছিল না যেটাতে আমার সকল নথিপত্র। তাই, বলেই দিলাম আমার চব্বিশ ঘন্টা সময় লাগবে।

রাতে এগারোটার দিকে মাসিমণির ল্যাপটপে বসলাম কিন্তু কাজ না করতে করতে সেটার অবস্থা বেহাল। মনে হচ্ছিল উইন্ডোজ দেওয়া লাগবে। খানিক্ষণ প্রচেষ্টার পরে ক্লান্ত হয়ে পড়লাম। সবাই মাল্টি করে উপার্জন করতে ব্যস্ত কিন্তু আমার ব্যতিক্রম লাগবেই। কারণ একটা সময় এইখানে কাজ করে উপার্জন ঠিকই করা যাবে তবে আকাল-পাতাল ব্যবধান ও থাকবে।

কয়েকজনকে বললাম তবে এতো রাত তারপর আবার একটু ভিন্ন বিষয়। মোটামুটি রাত তিনটা অবধি চেষ্টা করেও কোনো লাভ হলো না। সকালে কাজ শেষ করেই বিকেল পাঁচটার মধ্যে বাড়িতে পৌঁছে স্থান সেরে আবারো শুরু করলাম। এমনকি অবশেষে এমন একটা উপায় যেটা আমাকে আমার কাজটা করতে সহযোগিতা যেমন করেছে তেমনি আমার ধৈর্য্যশীলতাও বোধ হয় একটু বাড়তি করে দিয়েছে।

বছর তিনেক আগের কথা এই একটা CV তৈরি করার জন্য একজনকে দশ ডলার দিয়েছিলাম। দশ ডলার উপার্জন করতে কতোটা কষ্ট করতে হয় সেইটা যারা অনলাইনে কাজ করেন নিঃসন্দেহে অবগত। অজ্ঞতা অন্ধকারের সমতুল্য।

বর্তমান AI system এ রয়েছি আমরা, এটার মাধ্যমে ও অনেক অজানা তথ্য জেনে সেইটার ব্যবহার আমরা সঠিক জায়গায় করতে পারি। সাধারণত programming ও আরো কিছু বিষয়কে সহজ করতেই এই AI এর আবিষ্কার। তবে এটা মনে রাখতে কোনো মানুষের পরিশ্রমেরই ফল এটা। অর্থাৎ AI আবিষ্কার করেছে মানুষ, তাই সবার ওপর রয়েছে আপনার ও আমার মূল্যবান মস্তিষ্ক।

যাইহোক, আমি সময়ের মধ্যে সি ভি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলাম। কারণ আমি এখানে প্রচণ্ড ঘাড় ত্যাড়া, মাথায় কোনো কিছু ঢুকলে সেটা করেই শান্ত হই। এটার জন্য এটা ভালো সুযোগ পেয়ে গেছি।

যাইহোক, আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

লেখাতে ছবি আর যোগ করতে না পারার জন্য দুঃখিত।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...
 19 days ago 

আপনার পোস্টটা পরে বেশ ভালো লাগলো, তবে একটা জায়গায় গিয়ে খুব খারাপ লেগেছে নিজের প্রতি । এই একটা cv করার জন্য আপনার কাছ থেকে আজ থেকে তিন বছর আগে ১০ ডলার করে নিয়েছে। নিজের প্রতি আমার আবসোস হচ্ছে এই cv আমি বহুদিন আগে থেকে বানাতে পারি যদি নিজের কাজটা নিজের জায়গা মত থেকে ঠিকঠাক ভাবে করতাম , তাহলে হয়তো আরো ভালো কিছু করা যেতো।
তবে হ্যাঁ বর্তমানে Al এসে এ ধরনের কাজ সহজ করে দিয়েছে।

তবু আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 19 days ago 

এইটা Template CV,, Paid Canva থাকলেই সম্ভব নচেৎ একটু ঝামেলা ফেইস করতে হয়। আমি কোনো paid tool এই মুহূর্তে ব্যবহার করি না ওটাই সমস্যা।