Better Life with Steem||The Diary Game|| 15th September 2025

in Incredible India4 days ago
1000006379.jpg

Hello Steemians,
বাংলাদেশ সময় এখন রাত সাড়ে দশটা বাজে, সবেমাত্র পোস্ট লেখার জন্য বসেছি। ইদানিং নিজেকে কলসি মনে হচ্ছে, তবে হ্যাঁ এমন কিছু কাজ করে রেখেছে ঈশ্বর সহায় হলে সেই ভালো সময়টা ও আপনাদের সাথে শেয়ার করবো। আমি যতোবার কোথায় ব্যর্থ হয়েছি, হয়তো সাময়িক সময়ের জন্য বিরক্ত বা দুশ্চিন্তা বোধ করেছি। তবে ওখান থেকেই আবার এমন কিছু পেয়েছি যেটা আমার পেছনের সকল পরিশ্রম ও কষ্টকে সফলতার রূপে নিয়ে এসেছে।

সফলতার কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্য হয় না যেটা ব্যক্তিগতভাবে আমার অভিমত। যেমন আমার প্রথমে একটা প্রকল্প টার্গেট ছিল এবং সেখানেই আমি আমার একটা অবস্থান করে নিয়েছি। পাশাপাশি, আরো কিছু কিছু বিষয় ঈশ্বর চাইলে খুব শীঘ্রই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পাবো। তবে হ্যাঁ, আমি নিজেই নিজের জন্য খানিকটা অবাক হচ্ছি। অনেক অভ্যেসে পরিবর্তন এসেছে যেটা আরো আগেই দরকার ছিল।

1000006358.jpg

ইতিমধ্যে, ডাক্তারের কাছে যাওয়ার বিষয়ে একটা পোস্ট ও উপস্থাপন করেছিলাম যেখানে আমার সকল প্রতিবেদন আমার হাতে ছিল না। তবে পরের দিন আমার প্রতিবেদন গুলো আমার এক বোনের হাজবেন্ড ওখান থেকে রিসিভ করেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সেখানে যথেষ্ট পরিমান খাবার ও ঘুমের জন্য ডাক্তার অর্ডার করেছিল। যাইহোক, কিছুটা পালন করে মোটামুটি ভালোই লাগছে। যে কারণেই আজ অন্য দিনের তুলনায় অনেকটা সকালেই ঘুম ভেঙ্গেছে।

ওহ ও সকাল সকাল গরম ভাতের সাথে ঝাল ঝাল মাংস ও ডিম সিদ্ধ, সেই মজা হয়েছিল সকালের খাবারটা। আমি মাংসের ঘ্রাণ পেয়ে আর নিজেকে সামলাতে পারলাম না। তাই দ্রুত ব্রাশ করে ওষুধ খেয়েই মা'কে ভাত দিতে বললাম। আহ! সেই মজা করে সকালের খাবার শেষ করেই মোবাইলটা হাতে নিয়ে বসেছিলাম। কিন্তু রৌদ্রজ্জ্বল আবহাওয়া তাই গরমের মধ্যে হাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছিলাম।

1000006382.jpg

রাস্তায় বেরিয়েই একটা নাদুসনুদুস বিড়াল পেয়েছিলাম। যদিও শান্তভাবে ধরার চেষ্টা করতে পারতাম, আমি ইচ্ছে করেই ওটার পেছনে ধাওয়া করেছিলাম। বেচারাকে একটু বোকাই মনে হচ্ছিল, আমি নিজেও খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। হায় হায় বিড়াল বেচারাও ক্লান্ত হয়ে ছায়া স্থান পছন্দ করে বসে পড়েছিল। যাইহোক, বেচারাকে ছেঁড়ে আবার দক্ষিণ দিকে হাঁটতে শুরু করেছিলাম।

1000006379.jpg
1000006378.jpg

আমার শুধুমাত্র বিড়াল না বরং গরুর পেছনে লাগার ও স্বভাব রয়েছে। পথিমধ্যে দেখলাম রাস্তার ডান পাশে একটা জার্সি গাভী ওটাকে দেখেই আমার ধরতে ইচ্ছে করছিল। তাই আর বিলম্ব না করেই ওটার সাথে দুষ্টুমি করতে শুরু করেছিলাম। তবে এটা বিড়াল না , বিদেশি জাতের গাভী তাই একটু সতর্কতার সাথেই ছিলাম।

1000006365.jpg

বাড়িতে ফিরেছিলাম স্নানে যাবো অমনি আমাদের পুচকুর কল এসেছিল। তাঁর নাকি পূজোতে অনেক গুলো ড্রেস লাগবে। যাইহোক, কথা শেষ করে স্নান সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ মেঘের গর্জন ও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। সেই আবহাওয়া মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে, এদিক ওদিক করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম।

ওহ, বিদ্যুৎ বিভ্রাট হওয়ার জন্য বৈদ্যুতিক পাখা বন্ধ তাই মশায় খুব বিরক্ত করছিল। সন্ধ্যায় ঘুম ভেঙ্গেছিল, তড়িঘড়ি করে উঠেই বাজারে গিয়েছিলাম। কারণ আমার রাতের জন্য কোনো খাবার ছিল না, বাজারে পৌঁছেই কাজ সেরে দ্রুত বাড়িতে ফিরে এসেছিলাম।

1000006387.jpg

বিদ্যুৎ বিভ্রাট চলছিল, তাই কাকু ও কাকিমার সাথে আড্ডা দিতে ওদের ঘরে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম ডিসকর্ডে দিদি আমাকে ডাকছিল, তাই কাকিমাকে বলে আমি কলে জয়েন করে কাকুর ঘর থেকে বেরিয়ে পড়লাম। বারান্দায় পা রাখতেই দেখলাম কারেন্ট চলে এসেছে তাই পি সি অন করেই বসলাম।

এভাবেই আজকের দিনটা অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...

1000064492.gif

Curated by : sduttaskitchen
 3 days ago 

Thank you so much @sduttaskitchen ma'am for your valuable support ❤️🙏