Better Life with Steem|| The Diary Game|| 14th April 2025
![]() |
---|
শুভ নববর্ষ,
নববর্ষের শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের দিনলিপির। আমার তো মনেই ছিল না যে আজ নববর্ষ। ধর্মীয় রীতির জন্য আগামীকাল আমরা নববর্ষ উদযাপন করবো এটাও একটা কারণ। তবে মনটা একটু খারাপ হলো।
কারণ বিগত বছর আমাদের পাড়ার এক ভাইয়ের ছেলেরা আমাদের সাথে উপস্থিত ছিল নববর্ষের নগর কীর্তনে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তারা বাড়ি ছাড়া। তবে হ্যাঁ এখানে তাঁদেরই হিসেব বহির্ভূত কার্যক্রম দায়ী। এ জন্যই বড়রা বলেন যে সময়ের সৎ ব্যবহার করা উচিত।
ইতিমধ্যে আমি লেখাতে উল্লেখ করেছি যে আমার ঠাণ্ডা লেগেছিল কিন্তু আজ সকালে মাথাটাই যেন ভারী লাগছিল। জ্বর চেক করে দেখলাম ভালোই রয়েছে। যাইহোক, হালকা খাবার খেয়ে ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পর দশ মিনিট অতিক্রম হতে না হতেই শরীর ঘেমে একটু হালকা লাগছিল। অর্থাৎ জ্বর কমে গিয়েছিল।
![]() |
---|
আমাদের পুকুরে মাছি ধরছিল কিন্তু পরিস্থিতি একদমই অনুকূলে ছিল না তাই আর পুকুরে যাই নি। বারোটা নাগাদ উত্তর পাশের বাগানে গেলাম। যাহ, বাবা! আগে জানতামই না যে মুরগিরা ও স্নান করে। দূর থেকে দেখলাম শ্যাওলা থাকা পুকুরের দক্ষিণ পাশে এক ঝাঁক মুরগী জলে নেমে দাঁড়িয়ে রয়েছে।
![]() |
---|
গরমে মুরগির ভয় পালিয়ে গেছে। আমি ইচ্ছে করেই কাছাকাছি গিয়েছিলাম। একটা মুরগি তো আমাকে তোয়াক্কাই করলো না। সে তাঁর গতিতে জলে দাঁড়ি পোকা খাচ্ছিল। অন্যদিনের তুলনায় আজ যেন গরম একটু বেশিই মনে হচ্ছিল। আমি মনে করলাম আমার শরীর ঠিক নেই তাই হয়তোবা এমন মনে হচ্ছে।
হঠাৎ যে কোনো কিছুর এইরকম পরিবর্তনের কিছু না কিছু কারণ থাকেই। আমার ধারণাই সঠিক যে গরম অতিরিক্তই। বৈশাখ মাসের শুরু হতে না হতেই কাল বৈশাখী ঝড়ের দেখা মিললো। আমি কিছু বুঝে ওঠার আগেই প্রবল গতিতে একটা দমকা বাতাস প্রবাহিত হলো। মূহুর্তের মধ্যেই যেন প্রকৃতির আমূল পরিবর্তন। বেশ ভালোই লাগছিল হঠাৎ প্রকৃতির শীতল হাওয়া গায়ে লাগতেই শরীর ও মন যেন প্রশান্তির স্পর্শ পেলো।
এই গরমেও গরম জলে স্নান করতে হবে বেশ বিরক্তিকর একটা ব্যাপার। মা ও বাবা বাড়িতে এসে ডাকাডাকি করছিল, তাই দ্রুত বাগান থেকে বাড়িতে ফিরে এলাম। সবাই এক সাথে স্নানে গেলাম, স্নান শেষে দুপুরের খাবার আর খেতে ইচ্ছে করছিল না। কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। তাই, বারান্দায় খাটে শুয়ে মোবাইলটা হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম।
![]() |
---|
![]() |
---|
সবেমাত্র ঘুমিয়েছি আর তখনি মেঘের গর্জন সাথে ভীষণ বৃষ্টি ঘুম আর হলো। এই গরমে হঠাৎ বৃষ্টি কার না ভালো লাগে। কিন্তু ভালো লাগলেই তো আর হয় না, চারদিকে ধানক্ষেতে ধান কেটে রাখা যেগুলো বাড়িতে নিয়ে আসার উপযুক্ত। অথচ এই বৃষ্টির জন্য আবারো ভিজে ক্ষতি হয়ে গেলো।
![]() |
---|
![]() |
---|
যাইহোক, এই খারাপ আবহাওয়া এবং অন্যদিকে আবার আজ নববর্ষ ঘোরাঘুরির ক্ষেত্রে একটা সমস্যাই সৃষ্টি হয়েছে। এই সবকিছুর মধ্যেও কেউ কেউ কিন্তু তাঁদের আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে কোনো কার্পণ্য নেই। বিকেলে পাঁচটার দিকে দেখলাম কয়েকটা নাম্বার থেকে ফোন এসেছে।
ফোন তুলতে বিলম্ব হওয়ায় ছোটভাই ও বন্ধুরা বাড়িতে উপস্থিত। কি অবস্থা? চিপস, চকলেট ও কোল্ড ড্রিংকস নিয়ে উপস্থিত। আমি কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছিলাম। তবে শরীর ভালো লাগছিল না, তাই ওদের সাথে আর বাইরে যাই নি।
সন্ধ্যায় ফ্রেশ হয়েই একটু কম্পিউটারে বসেছিলাম। ঐ যেই দুপুরে খাই নি তাই প্রিয় চিপস গুলোই সামনে রেখে খেতে পারছি না। কোনোরকম ধৈর্য্য ধরে বসেছিলাম কখন যেন মা খাওয়ার জন্য ডাকে। ভাত না খেয়ে কিছু খেলে মা বকবে তাই চিপস একটু দূরেই রাখলাম।
এভাবেই আমি আজকের দিনটা অতিবাহিত করেছি। আজ এখানেই সমাপ্ত করছি।
Hello @piya3! 👋
Congratulations! This post has been upvoted through @steemcurator08. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by @mohammadfaisal