Better Life with Steem||The Diary Game|| 03rd September 2025

in Incredible India9 days ago (edited)
1000006051.jpg

Hello Steemians,
সময় পরিবর্তনশীল জলের মতো, কারণ দিনের শুরুটা ভালোই ছিল, অথচ রাত হতে না হতেই যে অ্যাম্বুলেন্স আসবে আর বাড়ির মধ্য থেকে কাউকে বিভাগীয় কোনো মেডিকেলে নিয়ে যেতে হবে এটা ভাবতেই কেমন লাগছে। এখন বাংলাদেশ সময় রাত নয়টা, হাতের কাজ রেখেই মোবাইলটা হাতে নিয়ে পোস্ট লেখার জন্য বসলাম।

1000005978.jpg
1000005979.jpg
1000005980.jpg

মোটামুটি সকাল এগারোটার দিকে ঘুম থেকে উঠেছিলাম এবং খাওয়া-দাওয়া শেষ করে মোবাইলটা হাতে নিয়েছিলাম। আবহাওয়া মোটামুটি ভালই ছিল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাঝে কিছুক্ষণ পরপর আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছিল। অন্যান্য দিনের তুলনায় গরমের পরিমাণ খানিকটা কমই ছিল।

তাই মোবাইলটা হাতে নিয়েই একটু পূর্ব দিকের বিলে ঘুরতে গিয়েছিলাম। রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় এবং বৃষ্টির সংস্পর্শে গাছগুলো যেন ছবি তোলার জন্য আকৃষ্ট করছিল। তাই বিলম্ব না করেই উল্টাপাল্টা কিছু ছবি তুলে নিয়েছিলাম।

মোটামুটি রৌদ্রোজ্জ্বল অর্থাৎ সূর্যের আলো পড়ে এমন স্থানে এই সজনে ডাটা গাছ লাগানো সম্ভব। এ কারণেই বললাম কারণ এই গাছের পাতা এবং সবজি বা ফল উভয়ই মানব শরীরের জন্য খুবই উপকারী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে এক প্রকার ঔষধি গাছও বলা হয়। তাছাড়া এই গাছের শেকড় মাটির খুব গভীরে ও প্রবেশ করে না যে কারণে যে কোনো স্থানেই এই গাছ সহজে রোপন করা এবং গাছ থেকে আমরা উপকার পেতে পারি।

1000006038.jpg

কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর বাড়িতে ফিরে দেখি আমাদের পুচকুকে ধরে রাখা হয়েছে। আমাকে দেখেই আমার কাছে এসে নালিশ করতে শুরু করেছিল। কিন্তু এখনো সব কথা তো ঠিকঠাক বলতেই পারেনা। তবে এটা বুঝতে পারলাম যে পুচকু এখন বিপদে হয়েছে। তাই পুচকুকে ধরে নিয়ে আমি বারান্দার কোণে খাটে গিয়ে শুয়ে পড়েছিলাম।

সকাল সকালই বাড়ি যাওয়ার কথা বলাতে সে বোনের থেকে পালিয়ে বেড়াচ্ছে। মূলত, আমাদের বাড়ি থেকে সে বাড়িতে যাবে না।

1000006073.jpg

স্নান শেষ করে দুপুরের খাওয়া-দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। কিন্তু তখনই পুচকুর বাড়িতে যাবে তাই ওদের জন্য বাজারে গিয়েছিলাম একটা অটো রিজার্ভ করে নিয়ে আসার জন্য। ওদের গাড়িতে উঠিয়ে দেওয়া এবং বাড়ি পৌঁছানো অব্দি বাইরেঈ ছিলাম।

1000006068.jpg

বিকেলের দিকে আমাদের মন্দিরের মাঠে বেশ আড্ডা দেওয়া হয়। তাছাড়া মন্দিরের মাঠের পাশেই এক দাদার ঘর যাদের ঘরের মধ্যে ইদানিং একটা সাপ দেখা যাচ্ছিল। ঐটার ছবি দেখতে সকলে ব্যস্ত ছিলাম। মোবাইলটা খুব বেশি ভালো না হওয়ার কারণে ছবিটা খুব একটা স্পষ্ট ছিল না যে কারণে সাপটাকে বোঝাই যাচ্ছিল না।

1000006073.jpg

ইতিমধ্যে, বাড়ির থেকে কলে এক কাকু জানালো জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স লাগবে। কাকিমাকে নিয়ে এখনি খুলনাতে যেতে হবে। অ্যাম্বুলেন্স কল করেই বাড়িতে পৌঁছে ছিলাম। বিশ মিনিট পর ঐ অ্যাম্বুলেন্স চালক জানালেন আমাদের বাজারে চলে এসেছেন। তাই আমি বাড়িতে ওদের সবাইকে রেডি হতে বলেই রাস্তায় বেরিয়েছিলাম।

1000006051.jpg

সকালে ভাবতেই পারিনি যে সন্ধ্যা হতে হতেই এইরকম একটা সময় চলে আসবে। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...

TEAM 8

Congratulations! Your post has been upvoted through @steemcurator08. Good post here should be..

Women Alliance_20250829_141237_0000.jpg

Curated by : @dasudi🇻🇪