বিনোদন ও ব্যস্ততার কিছু মুহূর্ত।

in Incredible India26 days ago
IMG_20250827_002734_489.jpg

Hello Steemians,
সেই সন্ধ্যা থেকে ছবি আপলোড করতে ভীষণ সমস্যা ফেইস করছি, তবে চেষ্টা ছিল যে কারণে সবেমাত্র ছবি আপলোড করতে পারলাম। পাশাপাশি, কারো থেকে তথ্য নেওয়ার চেষ্টা ও ছিল কিন্তু ব্যর্থ। মাঝেমধ্যে তো বিরক্তই হচ্ছে যে যারা আমার কারণে বিরক্ত তাঁদেরকে বারবার কেন বিরক্ত করবো। কিছু বিষয় দেখে মনে হচ্ছে জলের থেকেও মানুষ গুলো বেশি পরিবর্তনশীল। তবে সবকিছু মিলিয়ে একটা খারাপ পরিস্থিতি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সরাসরি বা কোনো প্রকার যোগাযোগ এই মুহূর্তে না হওয়াটাই উত্তম।

সকালে রৌদ্রজ্জ্বল আবহাওয়া ছিল যে কারণে গরম অনুভব হচ্ছিল আর ওটার জন্যই আমার ঘুম ভেঙ্গে ছিল একটু আগে আগেই। তবে চোখ জ্বলছিল ঘুমের কারণে। যদিও বেশ কাজ বাকি ছিল, তবে মোবাইলের দিকে তাকাতেই ইচ্ছে করছিল না। ইতিমধ্যে, খবর পেলাম আজ বড়'দি বাড়িতে আর সবাই মিলে কাঁকড়া ধরতে যাবে।

IMG_20250827_002733_889.jpg

খাওয়া দাওয়া পরে করা যাবে কিন্তু কাঁকড়া ধরা মিস করা যাবে না। আমি কোনো বিলম্ব না করে রেডি হয়েই বেরিয়ে পড়লাম। সত্যি বলতে আমি আজ কাঁকড়া ধরার কারণে নিজে ছবি তুলতে পারিনি যে কারণেই আজ ছবি আপলোড করতে সমস্যা হয়েছে। তবে ক্যামেরা ম্যানের কোনো অভাব ছিল না। আমি তো কাঁকড়া ধরতে ব্যস্ত, হঠাৎ মনে হলো আমার আনলিমিটেড মেমোরিই না শেষ হয়ে যায়।

কাঁকড়া ধরার ফাঁকে আমি মোবাইলটা নিজের কাছে নিয়ে রাখলাম ও নিরাপদ স্থানে রাখলাম। তবে রাখার আগে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ ও সাদা মেঘের কয়েক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ক্যামেরা বন্দি করেছিলাম।

PhotoCollage_1756233371204.jpg

অবশেষে সেই কাঙ্খিত ডিমওয়ালা একটা কাঁকড়া পেলাম। ডিমওয়ালা কাঁকড়া যদিও অনেক সতর্কতার সাথে ধরলাম তবে এটা আমরা খেয়েই ফেলবো। কিন্তু ইচ্ছে হয়েছে যে ওটাকে সম্পূর্ণ অক্ষতই রাখবো কাটার আগ পর্যন্ত। এ বাবা! ব্যবসায়ীর কোনো অভাব নেই দেখছি এলাকায়। ইতিমধ্যে এটার মূল্য ও নির্ধারণ করে ফেলেছে এক দাদু।

আমার তো একটু বিরক্তি হচ্ছিল, কারণ আমরা সবাই শখ করেই কাঁকড়া ধরতে এসেছি। বর্তমান মানুষ যে সর্বত্রই টাকা খোঁজার চেষ্টা করে। আমার খাওয়ার ক্ষেত্রে ঐসব কোনো ব্যাপার নেই, অর্থের প্রয়োজন আছে তবে সেইটা যতোটা প্রয়োজন ততোটাই। কারণ অর্থই আজ অনর্থের কারণ। এই অর্থ ও সম্পদের কাছে যেন প্রতিটা মানুষই মূল্যহীন।

তবে এটা চিরন্তন সত্য যে পৃথিবীতে মা-বাবার মতো আপন কেউই নেই। যদি কেউ সেটা উপস্থাপন করার চেষ্টা করে সেখানে হয় অর্থ না হয় কোনো কোনো একটা বিষয় লুকায়িত থাকবেই। বাকি যদি কেউ বলে ব্যতিক্রম, হ্যাঁ সেইটা আছে কদাচিৎ। তবে ঐ মানুষ গুলো প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়।

যাইহোক, কাঁকড়া ধরার মূহুর্ত গুলো চমৎকার ছিল। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...
 25 days ago 

কাজের ব্যস্ততায় অনেক দিন থেকে আমার নিয়মিত পোস্ট করা হচ্ছে না এবং অন্যের পোস্টগুলো পড়ার সুযোগ হচ্ছে না।

অনেকদিন পরে আপনার এই পোস্টটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আমি কাঁকড়া খেতে ভালোবাসি কিন্তু জ্যান্ত কাঁকড়া ধরতে আমার খুবই ভয় লাগে। আপনার অনেক সাহস দেখছি । খুব সুন্দর জ্যান্ত কাঁকড়া ধরছেন।

আপনার সাথে আমিও একমত টাকা পয়সা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু ততটা প্রয়োজন যতটা আমাদের দরকার।

TEAM 6

Congratulations! This post has been voted through steemcurator. We support quality posts, good comments anywhere and any tags.


1753883118875.png


Curated by : @rmm31

 23 days ago 

@rmm31, thank you so much for your presence and support, sir🙏