সচেতনতা সর্বদাই উত্তম।

in Incredible India2 days ago (edited)
image.pngEdited by canva

Hello Steemians,
এখন বাংলাদেশ সময় রাত নয়টা, সবেমাত্র মোবাইলটা হাতে নিলাম। যদিও পি সি অন করেছি সন্ধ্যা হতে না হতেই তবে X/Twitter এ একটু কাজ বাকি ছিল, তাই সেখানেই ছিলাম এতোক্ষণ। তবে যখনই আমার decentralized metamask wallet টা খুললাম তখনই মাথায় ব্যাথা শুরু হয়েছিল।

কারণটা হলো বিগত রাতে কাজ করতে করতেই প্রায় রাত দুইটা তখন পরিচিত এক বন্ধু জানালো ৫০০০০$ নাকি তাঁর wallet থেকে হাওয়া হয়ে গিয়েছে। একজন সফটওয়্যার প্রকৌশলী হওয়া সত্ত্বেও কিন্তু তিনি নিজেকে fishing attack এর থেকে রক্ষা করতে পারেন নি। প্রকৃতপক্ষে, যতোই দক্ষ লোক হোন না কেন যদি মাথা শান্ত না থাকে তাহলে কোনো কিছুই সঠিকভাবে করা যায় না।

আপনারা যাঁরা শুধুমাত্র steemit platform এ দীর্ঘদিন কাজ করছেন তাঁরা দেখা যায় মোটামুটি ভালো একটা ভারী ওয়ালেট ইতিমধ্যে করতে পেরেছেন। তবে ভারী হওয়া না বরং শুরুর চিত্রটা মনে করলেই দেখবেন ভেতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস ফেলতে হবে। কারণ এটা করতে যে পরিশ্রম, সততা ও একাগ্রতা ইত্যাদি এগুলো শুধুমাত্র আপনি জানবেন। অনলাইনের প্রতিটা ক্ষেত্রই এমন। একটা ভুল বা অসচেতনতাই মূহুর্তের মধ্যে ৫/৭ বছরের পরিশ্রমের সফলতা ধ্বংস করে দিতে পারে।

  1. MetaMask
  2. Bitget
  3. Keplr
  4. Rezor
  5. Zerion
  6. Slush
  7. Solflare
  8. Portal
  9. UniSat
  10. Surf
  11. Phantom etc.

সাধারণত, উপরোল্লেখিত wallet গুলো আমরা সচরাচর ব্যবহার করি যারা অন্যান্য কাজ করি। এমনকি আমার তো মনে হয় যাঁরা মোটামুটি সচেতন তাঁরা অনেকেই শুধু মাত্র fund জমা করার জন্য decentralized wallet ব্যবহার করেন।

image.png

আমি একটি ছবি তুলে ধরেছি যেখানে ডানদিকে দেখতে পারবেন তিনটি সরলরেখা আছে যেটাকে থ্রি লাইন বলা হয়, ওখানে ক্লিক করতে হবে যে কোন কোন প্রকল্পে বা সাইটের সাথে আপনার ওয়ালেট সংযুক্ত রয়েছে। এটা খুব কঠিন কিছু না কিন্তু নতুনদের জন্য খুব উপকারীই হবে। আমি বলতেই ভুলে গেছি যে আমি অন্য ওয়ালেট বাদে শুধুমাত্র MetaMask কেই বেছে নিয়েছি। কারণ এই wallet ব্যবহারকারীর সংখ্যা শতভাগ।

image.png
image.png

থ্রি লাইনে ক্লিক করলে এইরকম নয়টা অপশন পাওয়া যাবে। এগুলোর প্রতিটা অপশনই গুরুত্বপূর্ণ, তবে আমাদের এই অপশন গুলোর সঠিক ব্যবহার আগে জানতে হবে। আমরা এখন কোথায় কোথায় আমাদের ওয়ালেট কানেক্ট আছে সেইটা দেখবো এবং অপ্রয়োজনীয় হলে Disconnect করবো। All Permissions আছে তৃতীয় অপশনে আমরা সেখানে ক্লিক করবো।

image.png

ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে পরবর্তী পেইজে নিয়ে যাবে যেখানে আমাদের ওয়ালেটের কানেক্টেড সাইট গুলোর নামসহ দেখা যাবে। অনলাইনে অর্থ উপার্জন করার জন্য নোট রাখা মনে রাখাটা সক্রিয়তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। নচেৎ সময় মত প্রয়োজনীয় আপডেট ফলো করতে সমস্যা হয় এবং এটার কারণেই বিভিন্ন প্রকল্পে Not Eligible হতে হয়। আবোল তাবোল পঞ্চাশটা প্রকল্পে কাজ করার দরকার নেই, বুঝে ২/৪ টা প্রকল্পে কাজ করাই উত্তম।

image.png

মার্ক করা অপশনে ক্লিক করতে হবে Disconnect করার জন্য।

image.png

যখনই দেখবেন এটা অপ্রয়োজনীয় তখনই সরাসরি Disconnect এ ক্লিক করে Remove করে দিবেন। অনলাইন সেক্টরে অর্থ উপার্জন করা যতোটা কঠিন অনুরূপ উল্টোটা ঘটে যদি ভাগ্য খারাপ হয়। কষ্টার্জিত অর্থ এক মূহুর্তের মধ্যেই চলে যেতে পারে আমাদের একটু ভুলের জন্য।

আমার যে বন্ধুর fund গায়েব, মূলত Whatsapp এর মাধ্যমেই হয়েছে। কোনো একটি অপরিচিত ব্যক্তি spam link দিয়েছিল hide করে। আঙুলের স্পর্শ লাগার সাথে সাথেই সম্পূর্ণ মোবাইল ডিভাইসটাই hacking এর শিকার হয়েছে।

Whatsapp এর মাধ্যমে বেশিরভাগ Fishing attack করা হয়, তাই কোনো প্রকার লিংক থেকেই নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন।

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator09. We encourage you to publish creative and quality content

1000212743.jpg

Curated by: @ruthjoe

 8 hours ago 

@ruthjoe, thank you so much 😊😊