পরিবর্তনশীলতাই যেন ধর্ম।

in Incredible India11 days ago
1000006332.jpg

Hello Steemians,
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি, ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। পরিবেশ পরিস্থিতি মাঝেমধ্যে অনেক কিছুই আমাদের শেখায় যদি আমরা সেইটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারি। প্রকৃতপক্ষে, এই খারাপ দৃশ্য গুলো সামনে না আসলে হয়তো আমরা বাস্তবতাই উপলব্ধি করতে পারি না।

একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কি না জানিনা, তবে আমি করেছি। আমাদের পাড়ায় যারা মিষ্টি করে কথা বলে এরাই প্রকৃত দুষ্ট লোক।

ঐ যে বড়রা বলেন, "দুষ্ট লোক মিষ্ট কথা।

আচ্ছা একটা প্রশ্ন আমার সকলের কাছে, ধরুন আপনি রাজশাহী যাবেন কিন্তু পূর্বের অভিজ্ঞতা নানা থাকায় ভুল করে ঢাকার বাসে উঠে পড়লেন। আর পরদিন সকালে পরিবারকে বললেন, আপনি একটা দোকান দিয়ে ফেলেছেন। বিষয়টা খানিকটা কাকতালীয় মনে হবে নাহ???

আমরা জন্মগতভাবে সকলেই স্বাধীন, আপনি যদি সঠিক হোন তাহলে সৎ সাহস ও রাখতে শিখুন। নাবালক ছেলেমেয়েদের মতো অভিনয় করবেন আর কাজ করবেন কূটনীতিবিদদের মতো, এইটা কেন?

এই অনুচ্ছেদটা কারো ব্যক্তিগত আচরণের সাথে মিলে যেতেই পারে, তবে সেইটা নিজের মধ্যে রাখাই শ্রেয়। না হলে একদমই হাটের মধ্যে হাঁড়ি ভেঙে যাবে।

এই ধরনের কোনো লেখা উপস্থাপন করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে কল্পনার বাইরে কিছু অভিজ্ঞতা পেলাম তাই তুলে ধরলাম। কারণ এই দুই চরিত্রের বা চেহারার মানুষ গুলো আমাদের ও আমাদের সমাজের জন্য খুবই বিপজ্জনক। এদের আচরণ দেখে মনে হবে যে আমার থেকে ও বোধহয় ঐ ব্যক্তি আমার পরিবারের ওপর যত্নশীল। কিন্তু সেই ধারণা খারাপ সময়েই বোঝা যায়। আমাদের জীবনের খারাপ সময় গুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। নচেৎ সারাজীবন অন্ধকারেই জীবন-যাপন করতে হয়।

মূলত, উপরোল্লেখিত লেখা বিভিন্ন পরিস্থিতির কারণেই চলে এসেছে। আমার আজকের লেখার বিষয়বস্তু মোটেও ঐরকম ছিল না।

1000006325.jpg
1000006328.jpg
1000006326.jpg
1000006329.jpg

এই দৃশ্য গুলো আমাদের গ্রামের ই, যেখানে অনেক দিন যাওয়া হচ্ছিল না। পূর্ব কোনো পরিকল্পনা ছিল না তাই হঠাৎ করেই একা একা চলে গিয়েছিলাম। আমার গ্রাম না বরং আমার ইউনিয়নের এমন কোনো গ্রাম বা পাড়া নেই যেখানে আমার পরিচিত লোকজন নেই। ঐ জন্য কাছাকাছি কোথাও গেলে হেঁটে গেলেই মজা পাই। অনেক দিন বাদে অনেকের সাথে দেখা ও কুশল বিনিময় ভালোই লাগে।

জন্ম মাটি বলে কথা, মাটি মানুষের সাথে অপূর্ব এক জ্যামিতিক সম্পর্ক। যদিও দূর থেকে ভালো লাগছিল কিন্তু ব্রিজের ওপর উঠেই একটু মনটা খারাপ লাগছিল। সময় যে কতটা পরিবর্তনশীল সেইটা এখন ঠিকই বুঝতে পারছি। কিছুদিন আগেও পড়ন্ত বিকেলে সুযোগ পেলে বড় ছোট সবাই মিলে এখানে হাঁটতে আসতাম।

আবার বাকি কিছু লোক যারা পোশাকের মতো নিজেদের বদলে নিয়েছে। কেউবা প্রয়োজনে আবার কেউবা স্বার্থের জন্য। তবে হ্যাঁ এই পরিস্থিতিতে আর একটা বিষয় শিখেছি যে যারা ব্যক্তিত্বে অটল এবং সৎ সাহস রাখে, স্বয়ং ঈশ্বর তাদের সাথে থাকেন।

যাইহোক, আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...