আমার আঁকা কিছু ছবি
নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করে নেওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
আমার আগের বেশ কিছু পোস্টে আমি আপনাদের সাথে আমার প্রোজেক্ট এর জন্য আঁকা বেশ কিছু ছবি শেয়ার করেছি। সেই সাথে সেই ছবিগুলো আমি কিভাবে এঁকেছিলাম তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে যেমনটা আপনাদের বলেছিলাম যে আমাদের দ্বিতীয় বর্ষের প্রোজেক্ট এর জন্য মোট কুড়িটি ছবি আঁকতে হয়, তাই এতগুলো ছবির সম্পূর্ণ পদ্ধতি তো শেয়ার করা সম্ভব নয়। তাই আজকে আমি আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করব সেগুলোর কোনো পদ্ধতি দেখাবো না, শুধুমাত্র ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমেই যে ছবিটি শেয়ার করব সেটি কিছু aquatic animal অর্থাৎ জলজ প্রাণী নিয়ে। আমাদের রাজ্যের সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ে aquatic animal এর ওপর ভিত্তি করে এটি অধ্যায় রয়েছে। আমি বাচ্চাদের পড়ানোর জন্য সেই অধ্যায়টি বেছে নিয়েছিলাম তাই আমাকে বিভিন্ন জলজ প্রাণী যেমন-- মাছ 🐟, স্টারফিশ , চিংড়ি 🍤, কাঁকড়া 🦀, কচ্ছপ 🐢, তিমি🐬 ইত্যাদি এঁকেছিলাম। বাচ্চা দের জন্য এই ছবিগুলো আঁকতে আমার বেশ মজা লাগছিল। প্রত্যেকটা ছবি আঁকার সময়ই মনে হচ্ছিল আমি বোধহয় পারবো না, তবে চেষ্টা করে দেখলাম পারফেক্ট না হলেও মন্দ হয়নি। অন্তত বাচ্চাদের বোঝার জন্য ঠিকঠাকই হয়েছে। ছবিটি দেখে আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
এরপর আমি তৃতীয় শ্রেণীর পরিবেশ বই থেকে প্রাণীজ খাবার নিয়ে একটি চ্যাপ্টার পছন্দ করেছিলাম। তাই আমাকে প্রাণীজ খাবারের কিছু ছবি আঁকতে হয়েছে। কি ছবি আঁকবো সেটা ভেবেই পাচ্ছিলাম না কারণ আমার কাছে বিশেষ রংয়ের জোগান ছিল না। তাই যা রঙ ছিল তা দিয়েই কয়েকটি প্রাণীজ খাদ্য, যেমন---দুধ 🥛, মাছ, মাংস🍗, মধু🍯, ডিম 🥚 ইত্যাদি আকার চেষ্টা করেছি। এই ছবিগুলোর মাধ্যমে বাচ্চাদের পঠিত বিষয়গুলি আরো ভালোভাবে বোধগম্য হবে সেই সাথে তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। তাছাড়া এরকম একটি অধ্যায় তাদের পাঠ্যসূচিতে রাখার উদ্দেশ্য হল তারা যাতে বিভিন্ন খাবারের প্রতি আকৃষ্ট হয় এবং আনন্দের সাথে খাবারগুলো উপভোগ করে।
এরপর আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি বই এর 'Insect All Around Us' নামক একটি অধ্যায় বেছে নিয়েছিলাম বাচ্চাদের পড়ানোর জন্য। তাই সেই পাঠে উল্লেখিত পতঙ্গ গুলিকে আমাকে আঁকতে হতো। তবে এর আগে যেহেতু এরকম কিছু আঁকতে হয়নি তাই একটু দ্বিধায় ছিলাম আঁকতে পারবো কিনা। তবে কাজে লেগে পড়ার পর দেখলাম ফাইনাল রেজাল্ট খুব খারাপ হয়নি। আমরা যারা এই ধরনের কোর্সের সাথে যুক্ত তাদের প্রত্যেকেই যে সুন্দর ড্রয়িং করতে পারে এমনটা নয়। তাই আমাদের শিক্ষক শিক্ষিকারাও জানেন যে আমরা প্রত্যেকে আর্টিস্ট নই। তাই ওনারা এই ছবিগুলোর উপর খুব বেশি পারফেকশন খোঁজেন না। বরং একজন আর্টিস্ট না হওয়ার সত্ত্বেও আমরা কিভাবে বাচ্চাদের কাছে বিষয়টি উপস্থাপন করছি সেটাই তারা দেখেন। তাই আমি যেরকম ভাবে পেরেছি সেই রকম ভাবেই পতঙ্গগুলো আঁকার চেষ্টা করেছি। পতঙ্গদের মধ্যে আমি এঁকেছিলাম, পিঁপড়ে🐜, প্রজাপতি🦋, শুঁয়োপোকা 🐛, মশা🦟, গুবড়ে পোকা🐞, মৌমাছি 🐝।
আমাদের মূলত বাংলা, ইংরেজি, অংক ও বাংলা এই চারটি বিষয় থেকে পাঁচটি করে (৪×৫=২০) ছবি আঁকতে হয়েছে। এরপর আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের আরো একটি গল্প 'Three Fishes' চ্যাপ্টারটি বেছে নিয়েছিলাম। তাই এই তিন মাছের গল্প পড়ানোর জন্য আমি তিনটি রংবেরঙের মাছ এঁকে নিয়েছিলাম।
আপনারাই এবার বলুন বাচ্চাদের পড়ানোর জন্য ছবিগুলো কেমন হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ছোট ছোট বাচ্চাদের পড়াও তাদের বই থেকেই সমস্ত কীটপতঙ্গের ছবিগুলো একেছো প্রত্যেকটি ছবি খুব সুন্দর আঁকা হয়েছে। আর্টিস্ট হলেই যে ছবি আঁকা যায় এমনটা নয়, মন থেকে যে কোন জিনিস করলেই সেই জিনিস করা সম্ভব তোমার আঁকা প্রত্যেকটি ছবি আমার খুব ভালো লাগে। বাচ্চাদের কাছে সমস্ত ছবি এঁকে তাদের সামনে তুলে ধরলে তারা যেমন খুশি হয় তেমনি পড়তেও খুব আগ্রহী হয়ে ওঠে। সুন্দর ছবি আঁকাগুলো শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ফল সবজি ফুল সবকিছুর ছবি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এবার বেশ কিছু পোকামাকড়ের ছবি অংকন করেছেন যেটা দেখতে আসলে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে এক কথায় বলতে গেলে আপনার ছবি আঁকার হাত অনেক বেশি সুন্দর অসংখ্য ধন্যবাদ পোকামাকড় ছবি আঁকার পদ্ধতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।