পরীক্ষার চিন্তা

in Incredible India18 days ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

গতকাল আপনাদের সাথে কোন রকম পোস্ট শেয়ার করতে পারেনি। তার বিশেষ কারণও আছে। আসলে আগামী ১২ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ডি.এল.এড কোর্সের দ্বিতীয় বর্ষ তথা ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হবে। তাই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। যেহেতু নিজের পড়াশোনা ছাড়াও পড়াতে যাই তাই নিজের পড়াশোনার জন্য অতিরিক্ত সময় পাচ্ছিনা। যার ফলে যেটুকু সময় পাচ্ছি সেটুকু সময় সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। তাই আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করতে পারছি না। তবে আশা করছি পরীক্ষার পরে আবার নিয়মিত আপনাদের সাথে নিত্য দিনের গল্প শেয়ার করব। ৪ দিন আগে একটি বিশেষ কাজে কলেজে যেতে হয়েছিল। আজ সেই দিনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করছি।

1000286233.jpg

যেহেতু আগামী ১২ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই বেশ কিছুদিন আগে কলেজে গিয়েছিলাম পরীক্ষার ফর্ম ফিলাপ করতে। সে বিষয়ে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তবে চার দিন আগে কলেজে গিয়েছিলাম অ্যাডমিট কার্ড আনতে। যেহেতু এডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে যাওয়া যাবে না তাই যেদিন সময় দিয়েছিল সেই দিনই চলে গিয়েছিলাম কলেজে। তবে এডমিট কার্ড নেওয়ার আগে আমাদের ক্যাশ কাউন্টারে যেতে হয়েছিল। যেহেতু আমরা ফাইনাল ইয়ারের পরীক্ষা দেব তাই আমাদের সমস্ত ডিউ পেমেন্ট ক্লিয়ার করতে হচ্ছিল। আমি যেহেতু এর আগের দিনই সমস্ত টাকা পেমেন্ট করে দিয়েছিলাম তাই এই দিন আমাকে আর কোন টাকা দিতে হয়নি। ক্যাশ কাউন্টারে গিয়ে ক্লিয়ারেন্স নিয়ে এসেছিলাম। এই ক্লিয়ারেন্স ছাড়া এডমিট কার্ড তোলা যেত না।

1000284451.jpg
আমি এডমিট কার্ড তোলার পর বাইরে অপেক্ষা করছিলাম। আর আমার সাথে যে বান্ধবী গিয়েছিল তার কিছু টাকা বাকি ছিল। সে সেটা পেমেন্ট করছিল। তাই সেই সময়টুকু আমি কলেজের ফুল বাগানের ছবি তুলছিলাম। প্রথমে দোতলা থেকে কিছু ফটো তোলার পর আমার চোখ গেল কলেজের এক কোনায় থাকা একটা বড়ো গামলার দিকে যেখানে কলেজের মালি পদ্ম ফুল গাছ লাগিয়েছিল। আমরা যখন আগে নিয়মিত কলেজে যেতাম তখনই এই পদ্ম ফুলের গাছ আনা হয়েছিল। তবে ফুল ফুটতে বেশ অনেকটাই সময় লাগলো। আর শুনেছি এই পদ্ম ফুল ফোটাতে বেশ খাটনি করতে হয়। যাইহোক, আমাদের বাগানের মালি কাকুর প্রচেষ্টা সফল হয়েছে দেখে বেশ ভালো লাগলো। আর ফুলগুলো দেখতেও দারুন লাগছিল। তাই সময় নষ্ট না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য দুটো ফটো তুলে নিয়েছিলাম।

1000286235.jpg

এরপর অফিস রুমে গিয়ে দুজনেই এডমিট কার্ড নিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ কলেজে ছিলাম কয়েকজন বান্ধবীর সাথে দেখা করার জন্য। তাদের সাথে কথা বলে পরীক্ষার ব্যাপারে বিভিন্ন তথ্য আদান প্রদান করে আমরা কলেজ থেকে বেরোনোর মুখে কয়েকটি ফটো তুলে নিয়েছিলাম।

1000286237.jpg
যেহেতু সেই দিন শুধুমাত্র admit card নেয়ার জন্যই কলেজে গিয়েছিলাম তাই খুব অল্প সময়ের জন্যই আমাদের কাজ ছিল। তবে যেহেতু বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেকটাই, তারপরে কলেজে যেতে এবং বাড়িতে আসতেই অনেকটা সময় লেগে গিয়েছিল।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...