Contest of January by @sduttaskitchen | My locality in five pictures.

in Incredible Indialast year

thumbnail.png

প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিন ম্যাডামকে এত সুন্দর একটা কনটেস্টের আয়োজন করার জন্য। তার সাথে আমি ধন্যবাদ জানাতে চাই তিলোত্তমাকে (@karobiamin71) আমাকে এই কনটেস্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানোর জন্য।

প্রথমে আমি ভেবেছিলাম যে এই কনটেস্টে আমি অংশগ্রহণ করবো না কারণ আমার মোবাইল ফোনটি যথেষ্ট পুরনো এবং এর ক্যামেরার রেজোলিউশনও যথেষ্ট খারাপ। তারপর ভাবলাম যা আছে তাই দিয়েই নিজের এলাকার পাঁচটা ঝাপসা ছবি তুলে নি আর মনে যা চায় নিজের এলাকার সম্বন্ধে লিখতে, সে কাকের ঠ্যাং হোক বা বকের ঠ্যাং লিখে ফেলি।

Why is your locality precious to you?

আমার জন্ম, কর্ম এবং বাসস্থান সব নিজের এলাকাতেই, তাই নিজের এলাকাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো! এটা বললে অতিশয়োক্তি হবে না যে আমার মা-বাবার পর আমি নিজের আত্মীয়-স্বজনের থেকেও নিজের এলাকাকে এবং এলাকার মানুষজনকে বেশি ভালোবাসি।

ছোটবেলার থেকে আজ এই আধবুড়ো বয়স পর্যন্ত আমি জীবনের বেশিরভাগ সময় আমার এলাকাতেই কাটিয়েছি। আমার এলাকার মানুষজন আমাকে ছোটবেলার থেকে দেখে এসেছেন। আমার দোষ-গুণ ভালো-মন্দ সবই তারা জানেন। আমাদের পাড়ায় আমরা সবাই সবার সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকি। তাই আমি কখনো নিজের এলাকা ছেড়ে যাবার কথা ভাবতেও পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি যেন আমৃত্যু নিজের এলাকায় বসবাস করতে পারি।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

|| 1st Picture ||

1.jpg

এই রাস্তা নিয়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রাস্তায় ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি, ক্রিকেট থেকে শুরু করে ব্যাডমিন্টন কোনো খেলাই বাদ রাখিনি এই রাস্তায় খেলতে। আমার বাইক চালানোর হাতেখড়িও হয়েছে এই রাস্তায়। এই রাস্তা আমাদের এলাকা থেকে মেইনরোডে যাওয়ার প্রধান সংযোগকারী রাস্তাও বটে।

|| 2nd Picture ||

2.jpg

এই ইস্কুলটির নাম মুকুল বোস মেমোরিয়াল ইনস্টিটিউশন। এই ইস্কুলটি আমাদের এলাকায় অবস্থিত। আমি কিন্তু এই ইস্কুলে কখনো পড়িনি। আমি যাদবপুর বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিলাম। আমার প্রচুর বন্ধুবান্ধব এলাকার এই স্কুলে পড়াশোনা করতো আর সেই সূত্রে এলাকার এই ইস্কুলে আমার অবাধ যাতায়াত ছিল। প্রত্যেক বছর সরস্বতী পুজোর ভোগও আমি এই স্কুলে খেয়েছি। এখনো এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কুলটি একটি বড় ভরসার জায়গা। আমাদের এলাকার বেশিরভাগ মা-বাবাই তাদের সন্তানকে এই স্কুলে ভর্তি করান।

|| 3rd Picture ||

3.jpg

আমাদের এলাকার প্রাণকেন্দ্র হলো এই মাঠ। মুকুল বোস ইস্কুলের ঠিক পেছনদিকেই এর অবস্থান। ক্রিকেট এবং ফুটবল দুই ধরনের খেলাই হয় এই মাঠে। এছাড়া স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা এখানে জগিং করতে আসেন এবং মধ্যবয়স্ক ও বৃদ্ধ মানুষেরা এখানে ভোরবেলায় এবং সন্ধ্যেবেলায় নিয়মিত হাঁটতে আসেন।

|| 4th Picture ||

4.jpg

আমি যে এলাকায় থাকি সেই এলাকাটির নাম রামগড় এবং আমাদের এলাকায় অবস্থিত এই লেকটির নাম রামগড় লেক। প্রমোটিংয়ের কবলে পড়ে আমাদের এলাকা এখন অনেকটাই কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে। তার মধ্যে এই লেকের পাড়ে বসলে মনে অনেকটা শান্তি আসে। এলাকার প্রচুর মানুষজন এই লেকে প্রতিদিন স্নান করেন। আমি নিজেও একটা সময় এই লেকের জলে রোজ স্নান করতাম। এমনকি আমি সাঁতারও শিখেছি এই রামগড় লেকে।

|| 5th Picture ||

5.jpg

বাঘাযতীন হসপিটাল হল আমাদের এলাকায় অবস্থিত একমাত্র সরকারী হাসপাতাল। আমার বাড়ি থেকে এই হাসপাতালে দূরত্ব হাঁটা পথে দশ মিনিট। বহুবার আমি এবং আমার পরিবারের লোকজন এই হাসপাতালে চিকিৎসা করিয়েছি। আমার ভাগ্নেও এই হাসপাতালে জন্মেছে। এলাকাবাসীর কাছে বাঘাযতীন হাসপাতাল আশীর্বাদ স্বরূপ। বিশেষ করে এমার্জেন্সি চিকিৎসায় আমরা এলাকার সকলেই কমবেশি এই হাসপাতালের শরণাপন্ন হই।

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকতে থাকতে এলাকার প্রতি একটা ভালোবাসা বলুন বা মায়া বলুন সেটা তো তৈরি হবেই। কোথাও ঘুরতে গেলে কিছুদিনের জন্য সাময়িক ভালোলাগা কাজ করে। কিন্তু কয়েকদিন পরই আমার এলাকা আমাকে পিছুটান দেয়। তখন মনে হয় কত তাড়াতাড়ি আমি আমার নিজের বাড়িতে নিজের এলাকায় ফিরতে পারবো।

I would like to invite @sabus, @saha10 and @sweetsssj to participate in contest. Contest Link

10% beneficiary to @meraindia

25% beneficiary to @null

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
Loading...

ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনার এলাকাটি অনেক সুন্দর। এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার ছবি দিয়ে সেটার সুন্দর বর্ননা আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।
ভালো থাকুন।

 last year 

আমাদের এলাকা একসময় সুন্দর ছিল, অনেক গাছপালাও ছিল। কিন্তু এখন প্রমোটিংয়ের কবলে পড়ে আশি শতাংশ গাছপালা সব উধাও হয়ে গেছে। তবে যেমনি হোক না কেন যেহেতু আমি এখানে ছোট থেকে বড় হয়েছি তাই আমার এলাকার প্রতি একটা টান থেকেই যায়।

আসলে জন্মভূমির প্রতি আলাদা রকমের টান সবারই রয়েছে। জন্মভূমি যেরকম হোক না কেন এর প্রতি ভালোবাসা সব সময় থাকবেই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এডমিন ম্যামের দেওয়া নাম তিলোত্তমা নামে সম্বোধন করার জন্য,, আমার বেশ ভালো লেগেছে শুনে।
ধন্যবাদ প্রতিযোগিতা আমন্ত্রণ জানানোর জন্য খুব সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যদিও আপনার প্রথমদিকে ইচ্ছা ছিল। অংশগ্রহণ করবেন না কারণ আপনার ফোনে সমস্যা থাকার কারণে।
তবু আপনি অংশগ্রহণ করেছেন এবং আপনার এলাকার খুব সুন্দর সুন্দর পাঁচটি ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং বিষয় সম্পর্কে লিখেছেন।
এ কথাটা ঠিকই বলেছেন আপনি যেখানেই থাকুন না কেন বা আমি যেখানেই থাকি না কেন নিজের এলাকা ছেড়ে কখনোই থাকা সম্ভব না মনের ভিতর একটা ছটফটানি থেকেই যায়। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিযোগিতা সফল হোক এই কামনাই করছি।

 last year 

কোথাও ঘুরতে গেলে প্রথম কয়েকদিন বেশ ভালো লাগে। কিন্তু তারপরই মনে হয় কবে আমি বাড়ি ফিরবো, নিজের এলাকায় ফিরবো। আপনি আমার একদম মনের কথাটা বলেছেন। নিজের এলাকায় ফেরার জন্য তখন মনটা ছটফট করতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আমরা আমাদের প্রিয় মাতৃভূমি এবং আমাদের এলাকাকে অনেক বেশি ভালোবাসি। কেননা এখানে আমাদের বাবা-মা ভাই বোন আত্মীয়-স্বজন সবাই থাকি। সেই সাথে আমরা সবার সাথে নিজেদের দিনগুলো কাটিয়ে দিতে পারি।

আজকে আপনি আমাদের সাথে আপনার এলাকার সম্পর্কে বিভিন্ন বিষয় এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আপনি বলেছেন আপনি আপনার এলাকার ছেড়ে কোথাও গেলে আপনার কাছেও খারাপ লাগে। ধন্যবাদ আপনাকে আপনার এলাকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন।

 last year 

আমরা প্রায় প্রত্যেকেই নিজেদের এলাকাকে ভালোবাসি। কারণ এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। আমাদের মা-বাবা, ভাই-বোন এবং অনেক আত্মীয়-স্বজন আমাদের এলাকাতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন।

 last year 

ক্যামেরার রেজুলেশন যাই থাকে না কেন আপনার লেখায় আপনার নিজের এলাকার প্রতি যে ভালোবাসা উঠে এসেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সবকিছুর উর্দ্ধে হলো এই ভালোবাসা।
যেখানে মানুষ বড়ো হয় ,নিজের স্কুল ,বাসার সামনের রাস্তা ,আড্ডা দেয়ার জায়গা ,পরিচিত মানুষ এদের প্রতি যে মায়া জন্মায় সেটা অন্য কোথাও হয় না।
আমি নিজের এলাকা ধামরাই নিয়ে লিখতে পারি নাই ছবির অভাবে। এটা একটা খারাপ লাগা কাজ করেছে আমার মাঝে ,যদিও এখন আমার বাসা ঢাকাতে।
ভালো লাগলো আপনার এলাকা সম্পর্কে জেনে।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

 last year 

আমরা প্রায় সবাই নিজের এলাকাকে ভালোবাসি। নিজের এলাকাকে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। যেহেতু নিজের এলাকায় আমরা ছোট থেকে বড় হই তাই এখানকার মানুষদের প্রতি যে মায়া যে ভালোবাসা জন্মায় তা অন্য কোথাও হয় না। আপনি নিজের এলাকা ধামরাই নিয়ে লিখতে পারেননি ছবির অভাবে,তাতে একটা মনখারাপ লাগা কাজ করবেই। এরপর আবার যখন ধামরাই যাবেন অনেক ছবি তুলে আনবেন। তখন আর ধামরাই নিয়ে লিখতে আপনার কোনো অসুবিধা হবে না।

 last year 

অসংখ্য ধন্যবাদ কন্টেস্টে অংশ নেয়ার জন্যে। ছবি দেখে আপনার এলাকা ঘুরা হয়ে গেল। খুব সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছেন শুভকামনা।

 last year 

আমার কোনো চান্স নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য এবং তার সাথে শুভকামনা জানানোর জন্য়। ভালো থাকবেন।

 last year 

আমি একদম ই একমত হতে পারলাম না। রিসেন্ট আপনি নিজেকে বার বার ছড়িয়ে যাচ্ছেন, তাই আপনাকে এগিয়ে রাখতেই হয়।