Better Life with Steem || The Diary Game || September 28, 2025 || মহাষষ্ঠীর সারাদিন

in Incredible India10 hours ago

cover.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার এই বছর মহাষষ্ঠীর সারাদিন অর্থাৎ ২৮শে সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ৭টার সময় আমরা দুজনে ঘুম থেকে উঠলাম। আজকে মহাষষ্ঠীর দিনে আমার স্ত্রীর হাফছুটি দুপুর ৩টের সময় আর দুপুরে ওর অফিস থেকেই সবাইকে খাওয়াবে। তাই আজ ওর দিক থেকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আজ দুপুরে আমি কি খাবো তা নিয়ে কারও কোনো মাথাব্যাথা কোনোকালে ছিল না একমাত্র আমার মা ছাড়া আর আজও নেই। তবে ঝুনু আজ রাতে আমায় রুমালি রুটি আর চিকেন চাপ খাওয়াবে বলেছে। আপাতত এই স্বান্তনা পুরস্কার নিয়েই আমায় সন্তুষ্ট থাকতে হবে। তাই সকালে চা খেয়ে খবরের কাগজ পড়া হয়ে যাওয়ার পর আমি বাজারে গিয়ে কিছু সব্জী কিনে আনলাম।

আজকে আর কোনো মাছ কিনিনি কারণ নবমীর দিন আমি শ্বশুরবাড়ী যাবো আর একবার আমার একার জন্য মাছ কিনলে তা দিয়ে আমার অন্তত তিনদিন চলে যায়। বাড়ী ফেরার সময় আমি আমাদের দুজনের জন্য কচুরী আর জিলিপি কিনে নিলাম। আজকে আমরা দুজনেই খুব খুশী কারণ ও ওর বাপের বাড়ীতে ফিরে যাবে আর আমার স্ত্রী আর আমি আবার আগের মতো নিজেদের জীবন কাটাতে পারবো।

এরপর ঝুনু ব্রেকফাস্ট করে অফিস চলে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে এক কাপ চা করে খেয়ে নিলাম। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি দুপুরে খাওয়ার জন্য মিক্সড সব্জী আর তেঁতুল দিয়ে টম্যাটোর চাটনি বানালাম। টম্যাটোর চাটনিতে তেঁতুল দিলে আমি দেখেছি তার টেস্ট আরও বেড়ে যায়। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের সবার ভালো নাও লাগতে পারে।

“দুপুর”

দুপুর ২টো নাগাদ মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

আজকে বিকেলে আমার বউয়ের ফোনে আমার ঘুম ভাংগলো। এরপর বউয়ের আদেশে আমি সন্ধ্যে ৬টার পরে বাঘাযতীন মোড়ে পৌঁছে গেলাম। ও অবশ্য ৭টা নাগাদ আসলো। এরপর ওকে এক জোড়া জুতো কিনে দিলাম কারণ ওর জুতোগুলোর খুব খারাপ অবস্থ্যা।

“রাত”

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

রাত ৮টা নাগাদ ঝুনু চিকেন চাপ আর রুমালি রুটি কেনার পর আমরা বাড়ী ফেরার পথ ধরলাম। ফেরার পথে আমরা আমাদের এলাকায় যতগুলো ঠাকুর দেখা যায় দেখে নিলাম। বাড়ী ফিরে ও ডিনার করে নিয়ে ওর বাপের বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা দিলো।

আমার অবশ্য ডিনার করতে করতে রাত ১২টা বেজে গিয়েছিলো। ঝুনু বাড়ী ফেরার জন্য রওনা দেওয়ার পর আমি অনলাইনে কাজ করতে বসলাম। ৫ মিনিটের মধ্যে দিদি চলে আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর আমার দিদি বাড়ী চলে গেলে আমি ডিনার করে নিয়ে অনেকদিন পর একা একা ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২৮শে সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।