Better Life with Steem || The Diary Game || September 24, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৪শে সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকালেও ৬টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙ্গে গেলো। তারপর আমি আর আমার স্ত্রী মিলে এক কাপ চা খেলাম আর আমি আজকের নিউজ পেপারটা পড়ে নিলাম। এরপর আমি আলু দিয়ে রুই মাছের ডিমের চচ্চড়ি রান্না করলাম। ঝুনু আবার এটা রান্না করতে পারে না। ও মাছের ডিমের বড়া করতে পারে কিন্তু এটা পারে না।



তারপর ও স্নান করে নিলে আমরা দুজনে ভাতের সাথে বাটার দিয়ে ডিম আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। ও অবশ্য ডিম খায়নি কারণ ওর ডিমে অ্যালার্জি আছে। এরপর ঝুনু অফিস চলে গেলে আমি বাজারে গিয়ে দুধ, ডিম আর মাছ কিনে বাড়ী ফিরলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম।


দুপুর ২টো নাগাদ মাসী কাজ করে চলে গেলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিলো আলু দিয়ে রুই মাছের ডিমের চচ্চড়ি আর গতকালের বড়ির টক। আজকে আর খেয়ে উঠে আমার দুপুরের ভাতঘুম দেওয়া হলো না। গতকাল কলকাতায় বন্যা পরিস্থিতির কারণে প্রায় বেশীরভাগ সময় ইন্টারনেট কানেকশন ছিল না। তাই আমি অনলাইনে পেন্ডিং কাজগুলো করা শুরু করলাম।


সন্ধ্যে ৬টা নাগাদ আমি সন্ধ্যে দিয়ে এক কাপ চা করে খেয়ে নিয়ে হাঁটতে বের হলাম। আধঘন্টার মতো হেঁটে আমি বাড়ী ফিরে এলাম। বাড়ী ফেরার পথে আমি ফুড ভ্যালী রেস্টুরেন্ট থেকে এক প্লেট এগ তরকা আর ৮টা রুমালি রুটি কিনে নিলাম আমাদের দুজনের রাতের ডিনারের জন্য।


রাত ৮টা নাগাদ আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে আবার কাজ করতে বসলাম। রাত ৯টার একটু আগে আমি জিও মার্ট থেকে অনলাইনে অর্ডার করে ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি টম্যাটো, ২০০ গ্রাম রসুন আর ৪০০ গ্রাম মাদার ডেয়ারীর মিষ্টি দই আনলাম। আজকে অনেক তাড়াতাড়ি ১০ মিনিটের মধ্যে আমায় অর্ডার ডেলিভারি দিয়ে গেলো।
এরপর ঝুনু অফিস থেকে ফিরে ওর সারাদিনের কার্যকলাপ আমায় বর্ণনা করতে থাকলো। তারপর ভিডিও কলে আমরা দুজন মেয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। মেয়ের সাথে কথা বলা শেষ হয়ে গেলে আমি মাইক্রোওয়েভে তরকা আর রুমালি রুটি গরম করে নিলাম। তারপর আমরা দুজনে ডিনার করে নেওয়ার পর ও শুতে চলে গেলো।
এবার আমি রোজকার মতো ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। আজকে আমি অনেকগুলো গানের ভিডিও দেখেছি। আজকে আমি আর আর কোনো রান্নার রেসিপির ভিডিও দেখিনি। তারপর আমি কিছুক্ষণ ফেসবুক সার্ফ করলাম। এরপর ঘুম পেয়ে গেলে আমি বেডরুমে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৪শে সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1971148869112303848
@pijushmitra
@sampabiswas
আমি ডিম আর মাছ খুব পছন্দ করি। তোমার খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাসটা খুব ভালো। আমি নিজেও ভোর ৫টায় ঘুম থেকে উঠি। বৃষ্টির কারণে শরীরের সিস্টেমের উপর প্রভাব পড়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বিকেলে হাঁটার অভ্যাসটা খুব ভালো। তোমার পোস্ট পড়ে অনেক কিছু শিখেছি। অনেক ধন্যবাদ।