Better Life with Steem || The Diary Game || September 21, 2025

in Incredible India10 days ago (edited)

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২১শে সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

আজকে সকালেও বউয়ের উৎপাতে আমার ৬টার সময় ঘুম ভেঙ্গে গেলো। ওকে আমি অনেকবার ইন্ডাক্সনে ভাত রান্না করা শিখিয়েছি কিন্তু যে শিখতে চায় না তাকে জোর করে শেখানো যায় না, অন্তত আমি যা বুজেছি। এরপর ফ্রেশ হয়ে নিয়ে বউয়ের হাতের এক কাপ চা খেয়ে আমি সোজা বাজারে চলে গেলাম।

1.jpg

বাজারে যাওয়ার পথে দেখলাম যে একটা বিশ্বকর্মা ঠাকুরের এখনও ভাসান হয়নি। তাই আমি ওনার একটা ছবি তুলে নিলাম। তারপর আমি মাছের বাজারে গিয়ে ৫০০ গ্রাম ভোলা মাছ কিনলাম, এতে আমাদের দুজনের দুইদিন হয়ে যাবে। এরপর ২৫০ গ্রাম করলা আর ১ কেজি টোম্যাটো কিনে আমি বাড়ী ফিরে আসলাম। বাড়ী ফেরার পরে ভাতের সাথে ডিম, আলু সেদ্ধ আর বাটার দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর ও অফিস চলে গেলে আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।

“দুপুর”

4.jpg

5.jpg

6.jpg

দুপুর ১টার পর থেকে আমার মেয়ে, বউ আর শালীর জন্য যে যে ড্রেস অর্ডার করেছিলাম সব একে একে আসতে শুরু করলো। আমার বিয়ের পর আমি আমার শালীকে কিছু কিনে দেইনি কিন্তু সামনের বছর বনি মানে আমার শালীর বিয়ে হয়ে যাবে, তাই আমার বোনের জন্য এটুকু তো আমার কর্তব্য পালন করতেই হয়, আর আমার দিদির পর ওকে আমি আমার বোন হিসেবে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর মাসী এসে কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে লাঞ্চ করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

বিকেলবেলায় যখন আমি ঘুম থেকে উঠলাম তখন ৫টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে এক কাপ চা খেয়ে হাঁটতে বের হলাম। তারপর বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে ইন্ডিয়া আর পাকিস্তান এর মধ্যে এশিয়া কাপ দেখা শুরু করলাম।

“রাত”

7.jpg

8.jpg

রাত ৮টার পর আমি ঝুনু মানে আমার স্ত্রীকে ফোন করে বললাম যে ফেরার পথে রুমালি রুটি আর চিকেন চাপ নিয়ে আসতে কারণ ডিনারের জন্য কোনো খাবার ছিল না। এরপর ও বাড়ী ফেরার পর আমরা দুজনে মেয়ের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বললাম।

মেয়ের সাথে কথা হয়ে যাওয়ার পর আমরা দুজনে রুমালি রুটি আর চিকেন চাপ দিয়ে ডিনার করে নিলাম। তারপর আমার বউ ঘুমাতে চলে গেলো। ওর সারাদিন যা খাটনি যায়, ঘুম পাওয়াটা স্বাভাবিক।

তারপর আমি কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম। বেশ কিছু গানের ভিডিও দেখার পর আমার ঘুম পেয়ে গেলো। এরপর আমি ফেসবুকে কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাট করলাম। তারপর ঘুম প্যেয়ে গেলে আমি লাইট, ফ্যান, ল্যাপটপ সবকিছু সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২১শে সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।