Better Life with Steem || The Diary Game || September 09, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৯ই সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
আজকে সকাল ৬টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমি ঘুম থেকে উঠলাম। এরপর ফ্রেশ হয়ে নিয়ে আমি ও আমার স্ত্রী চা খেলাম। আমি অবশ্য চা খেতে খেতে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। চা খাওয়া হয়ে যাওয়ার পর ও রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো আর আমি ময়লার প্যাকেটগুলো গুছিয়ে রাখলাম। ৭টার পরে ময়লার গাড়ী আসলে আমি তাতে ২টো ময়লার প্যাকেট ফেলে দিলাম।
সকাল ৮টার পরে আমরা দুজনে এগ চাউমিন খেয়ে ব্রেকফাস্ট করলাম। ৯টার সময় ও অফিস চলে গেলে আমি বাজারে গিয়ে বোয়াল মাছ আর বেগুন কিনে আনলাম। ১ কেজি ৬০০ গ্রাম ওজন মাছটার, আমাদের দুজনের ৪ দিন হয়ে যাবে।




১১টা নাগাদ অ্যামাজন থেকে টাস্কির আর২ হার্ড সার্ফেস ক্লিনার ডেলিভারি দিয়ে গেলো। এটা দিয়ে আমি ঘর, বাথরুম সবকিছু পরিষ্কার করতে পারবো।
আজকে দুপুরে মাসী কাজে আসেনি। মাসীর ছেলের অ্যাকসিডেন্ট হয়েছে, ও হসপিটালে ভর্তি আছে। তাই আমি বাসনপত্র সব মেজে স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।


সন্ধ্যে ৬টা নাগাদ আমার ঘুম ভাঙলে আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা খেয়ে হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হেঁটে বাড়ী ফিরে এক কাপ চা করে নিয়ে আমি ল্যাপটপ অন করে অনলাইনে কাজ করতে বসলাম।



রাত ৯টা নাগাদ আমার বউ আমাকে ফোন করার পর আমি বাঘাযতীন মোড়ে পৌঁছে গেলাম। তারপর ও আসলে আমি আমার মেয়ের জন্য বুলবুল হাট থেকে পুজোর জন্য ড্রেস কিনলাম। এরপর আমরা বাড়ী ফিরে আসলে ও বাপের বাড়ীর লোকের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বললো।
আমি সেই সময় আবার অনলাইনে কাজে ব্যস্ত হয়ে গেলাম। এরপর দুজনে একটু ফ্রি হলে আমরা ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমার বউ ঘুমাতে চলে গেলো আর আমি অনলাইনে আবার কাজ করতে শুরু করলাম।
অনলাইনে কাজ করা শেষ হয়ে যাওয়ার পর আমি ফেসবুকে কিছুক্ষণ বন্ধুবান্ধবীদের সাথে চ্যাট করলাম। তারপর আমি ইউটিউবে গানের ভিডিও দেখা শুরু করলাম। আমি ৮০ থেকে ৯০ দশকের ভিডিওই প্রধাণত দেখি। বেশ কিছু গানের ভিডিও দেখার পর আমি কিছু রান্নার রেসিপির ভিডিও দেখলাম।
তারপর আমি গ্রামবাংলার কিছু ইউটিউব ভিডিও দেখলাম। গ্রামবাংলার প্রকৃতি দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। এই সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে রাত ১২টা বাজতে চলেছে। এরপর আর এক দুএকটা গানের ভিডিও দেখার পর আমি আমার ল্যাপটপ সুইচ অফ করে দিলাম। তারপর সব ঘরের লাইট, ফ্যান সব সুইচ অফ করে দিয়ে আর বেড্রুমের এসি অন করে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৯ই সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1965812139156967778
Curated by: chant
@chant, thank you for your cordial support.