Better Life with Steem || The Diary Game || August 24, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গত রবিবার সারাদিন অর্থাৎ ২৪শে আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।



আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই আমি সময়মতো ঘুম থেকে উঠতে পারলাম। আজ আমি শ্বশুরবাড়ী যাবো, তাই এই ব্যবস্থা। অবশ্য আজকেই আমি আবার কলকাতায় ফিরে আসবো। যাইহোক, ময়লার গাড়ীতে ময়লার প্যাকেট ফেলে দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি রোজকার মতো খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি একটু বাজারে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে।


বাজার করে ফেরার সময় আমি ব্রেকফাস্ট কিনে নিয়ে বাড়ী ফিরলাম। আজকে আমার ব্রেকফাস্টের মেনু ছিল ৩টে পরোটা, ঘুগনি আর আলুর তরকারী। ব্রেকফাস্টের পর আমি আরো এক কাপ চা খেয়ে নিয়ে স্নান করে নিলাম। তারপর আমি শ্বশুরবাড়ীর উদ্দেশ্যে রওনা দিলাম।

দুপুর ১২টা নাগাদ আমি বহড়ু স্টেশনে পৌঁছলাম। স্টেশন রোড দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের গাছপালা দেখে আমার বেশ ভালোই লাগছিল। শ্বশুরবাড়ীতে প্রবেশ করার আগে আমি কোয়ালিটি ওয়ালশের ৭০০ মিলির চকোলেট আইসক্রিম কিনে নিলাম। এরপর শ্বশুরবাড়ীতে পোঁছে পোশাক পরিবর্তন করে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম।

তারপর আমি আমার মেয়েকে কোলে নিয়ে খানিকটা সময় কাটালাম। আধঘন্টা পর শ্বাশুড়িমা আমাদের সবাইকে লাঞ্চ করতে ডাকলেন। আমি, আমার স্ত্রী আর বনি মানে আমার শালী একসাথে লাঞ্চ করতে বসলাম। শ্বশুরমশাই আর শ্বাশুড়িমা পরে খাবেন বললেন। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, করলা ভাজা, বিউলির ডাল, পাঁচমিশেলি সব্জীর তরকারী, সর্ষে ইলিশ, মুরগীর মাংস এবং কাঁচা আমের চাটনি। এরপর সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপর আমি আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে দোতলায় চলে গেলাম বিশ্রাম নিতে।

বিকেল ৫টা নাগাদ আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে পৌঁছে গেলাম কলকাতার ট্রেন ধরার জন্য। সন্ধ্যে ৬টা ৩০ মিনিটের মধ্যে আমি আমার ফ্ল্যাটে পৌঁছে পোশাক পরিবর্তন করে প্রথমে সন্ধ্যা দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে সব লাগেজগুলো আনপ্যাক করতে লাগলাম। আমার স্ত্রী ওর বেশ কিছু পোশাক আমার সাথে পাঠিয়ে দিয়েছে কারণ ও আগামীকাল থেকে এক মাসের জন্য আমার সাথে থাকবে। আমার এইবছর মহালয়ায় বন্ধুদের সাথে পিকনিক করা বোধহয় আর হবে না।
যাইহোক, এরপর আমি ল্যাপটপ অন করে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর মোহনলালের Thudarum মুভির হিন্দি ডাবড ভার্শন দেখা শুরু করলাম। এই থ্রিলার মুভিটা বেশ ভালোই লাগছিল আমার দেখতে।
রাত ৮টা নাগাদ আমি ইন্ডাক্সনে ভাত আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। রাতে এই দিয়ে আমি ডিনার করে নেবো। রাত ১০টার সময় আমার মুভি দেখা শেষ হলো। তারপর আমি আর দেরী না করে ডিনার করে নিলাম। এরপর দিদি আসলে ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ী ফিরে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৪শে আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1960247057312051610
@fantvwiki, thanks a lot.