Better Life with Steem || The Diary Game || August 21, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২১শে আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।




আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠলাম। একটু পরে আবর্জনা সংগ্রাহক দাদা ময়লার গাড়ী নিয়ে আসলে আমি ওনার গাড়ীতে ময়লার প্যাকেট ফেলে দিলাম। তারপর আমি রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাজারে গিয়ে কিছু সব্জী, ফল আর সাথে কাতলা মাছের মাথা কিনলাম। বাজারেই একটা দোকানে ৪টে কচুরি আর ২টো জিলিপি খেয়ে আমি ব্রেকফাস্ট করে নিলাম।
বাড়ী ফিরে আমি ইন্ডাক্সনে ভাত বসিয়ে দিয়ে গ্যাস ওভেনে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারী আর কাঁচা আমের চাটনি রান্না করলাম। সকাল ১১টার মধ্যে আমার সব রান্না শেষ হয়ে গেলে আমি ল্যাপটপ অন করে অনলাইনে কাজ করতে বসলাম।
দুপুর ২টো নাগাদ কাজের মাসী আসলো। সেই সময় বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। মাসী আজকে রাজ্য সরকারের ৫টাকার খাদ্য প্রকল্প থেকে ২ প্লেট খাবার নিয়ে এসেছিল। তার থেকে আমায় সব ডাল আর তরকারী দিয়ে দিলো। মাসী কাজ করে চলে গেলে আমি স্নান করে লাঞ্চ করে নিয়ে ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।






বিকেল ৪টের পরে ঘুম থেকে উঠে দেখলাম যে তখনও বৃষ্টি হচ্ছে, তাই আজ আর বাইরে হাঁটতে বের হলাম না। সন্ধ্যে ৬টা নাগাদ ফ্লিপকার্ট থেকে আমায় একটা দেওয়াল ঘড়ি ডেলিভারি দিয়ে গেলো। ঘড়িটা বেশ ভালোই দেখতে ছিল কিন্তু দুঃখের বিষয় যে মেশিনে ক্র্যাক ছিল। কোনোভাবেই আমি ঘড়িটা চালাতে পারলাম না, তাই রিটার্ন আর রিফান্ডের ব্যবস্থা করতে হলো। তারপর আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।


রাত ৮টা নাগাদ আমি জিওমার্টে অনলাইনে মাদার ডেয়ারীর মিষ্টি দই আর নিভিয়ার বডি স্প্রে অর্ডার করলাম। ১০ মিনিটের মধ্যে আজকে আমাকে ডেলিভারি দিয়ে গেলো। নিভিয়ার বডি স্প্রে আমি যথেষ্ট সস্তায় পেয়েছি। M.R.P. ছিল ৩১৫/- কিন্তু আমাকে পে করতে হয়েছে শুধু ১৫৮/-।
এরপর আমি রাত ৯টা পর্যন্ত অনলাইনে কাজ করলাম। তারপর আমি তীরন্দাজ শবর মুভিটা দেখা শুরু করলাম। রাত ১১টার কাছাকাছি সময়ে আমার মুভি দেখা শেষ হলো। সিনেমাটা আমার বেশ ভালোই লেগেছে। এরপর দিদি আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে গল্প করলাম। ওকে আমি মাদার ডেয়ারীর মিষ্টি দই কিছুটা খেতে দিলাম। দিদি বাড়ী ফিরে গেলে আমি খাবার মাইক্রোওয়েভে গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাবার পর আমি মিষ্টি দই খেলাম।
তারপর আমি বেশ কিছুটা সময় অনলাইনে অতিবাহিত করলাম। বেশ কিছু ইউটিউব ভিডিও দেখার পর যখন আমার ঘুম পেয়ে গেলো আমি তখন ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২১শে আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1958808339053256743
@solaymann, thank you for your cordial support.