ক্ষণস্থায়ী জীবন

in Incredible India8 days ago

আমাদের এই পৃথিবী সর্বদাই তার অক্ষের ওপরে পাক খেতে খেতে সূর্যকে প্রদক্ষিণ করছে তাই আমরা যেহেতু
পৃথিবীর ওপর অবস্থান করছি, আমরাও পৃথিবীর মতোই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবী যেহেতু গতিশীল সেহেতু বলা যায় আমরাও গতিশীল। কিন্তু আমাদের এই গতিশীলতা আমরা কখনোই অনুভব করতে পারি না। ঠিক যেমন চলন্ত বাসের মধ্যে যখন আমরা বসে থাকি তখন বাসটি গতিশীল মনে হলেও আমরা নিজেদেরকে স্থির বলে মনে করি।
sunset-9498873_1280.jpg

লিংক লোকেশন
এই গতিশীল জীবনে তাই আমাদের সবসময়ই একটি কথা মনে রাখা খুব প্রয়োজন যে প্রতিটি ক্ষণ বা মূহুর্ত প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এক খক।ক্ষনের সঙ্গে অপর ক্ষণের কোন মিল নেই। আমরা আমাদের সামনে যা কিছুই দেখছি তা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে মুহূর্তের সঙ্গে সবকিছুই পাল্টে যাচ্ছে। কিন্তু সেই পাল্টে যাওয়ার মুহূর্তগুলো আমরা কোনভাবে অনুধাবন করতে পারছি না তার একটাই কারণ হলো আমরা নিজেরাও সেই সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। তাই নিজেদের পরিবর্তনের সাথে সাথে অপর কিছুর পরিবর্তন আমরা আলাদা করতে পারিনা।
animal-9500195_1280.jpg

লিংক লোকেশন
এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সর্বদাই নিজেদের মাতিয়ে রেখেছি মহামায়া আর মায়ায়। অর্থাৎ আমাদের সুখ-দুঃখ আনন্দ সবকিছু যে সকল জিনিস কে ঘিরে তৈরি হয় সেই সবই সময়ের সাথে সাথে পাল্টে যায়। আজ যে জিনিস পেয়ে আমরা আনন্দ করি সেই জিনিসের জন্যই কোন এক সময় আমাদের জীবনে নেমে আসে দুঃখ। আর এই দুঃখের কারণে আমরা সুখকে বা আনন্দকে খোঁজার চেষ্টা করি। কিন্তু এই আনন্দ যেন আমাদের জীবনে চিরস্থায়ী থাকে না তার একটাই কারণ হলো আমাদের মন আমাদের কে কোন একটি জিনিস নিয়ে আনন্দে থাকতে দেয় না।
সে সর্বদা নিজের চাহিদা পূরণ করার জন্য আমাদের কে তার মত করে পরিচালনা করে। আর এই মনের পরিবর্তন এত দ্রুত ঘটে যে আমরা কোনভাবে ই সেই পরিবর্তনের ক্ষণিক মাত্র আভাস পাই না।

আর যারা এই মনকে তাদের বশে রাখতে পেরেছে তারাই জীবনে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পেরেছে যেখানে পৌঁছালে দুঃখের লেশমাত্র থাকেনা। তাদের জীবনে কেবলই আনন্দ আর আনন্দ। তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারেন যে এই সংসার বা জীবন নিয়তে পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল সংসারে কোন কিছুই চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন ঘটবে। তা এই পরিবর্তন মানসিক হোক বা দৈহিকই হোক।
flowers-9499374_1280.jpg

লিংক লোকেশন
তাই এই ক্ষণস্থায়ী জীবনে কোন কিছু পাওয়ার আশায় কোন কাজ করার চেয়ে নিজের ভালোলাগার বা নিজের পছন্দের কাজ করে নিজেকে সবকিছু থেকে আলাদা রাখাই শ্রেয় তাতে নিজের আত্মিক সুখ অন্তত হয়। নইলে একসময় পুরোটাই বৃথা বলে বা পণ্ডাশ্রম বলে অনুভূত হবে।

Sort:  
Loading...