You are viewing a single comment's thread from:
RE: ল্যাপটপ কেনার অভিজ্ঞতা, পর্ব- ২।
কথায় আছে ,” চক চক করিলেই সব কিছু সোনা হয় না” । যখন অনেক সখের একটি জিনিস আপনি কিনতে যাবেন ,অবশ্যই সেই জিনিসটির গুণগতমান ভালো করে যাচাই করে কিনবেন ,এটাই স্বাভাবিক ! প্রয়োজন হলে একটু সময় নিয়ে কিনবেন অথবা একটু বেশি টাকা দিয়ে কিনবেন।
শখের তোলা ৮০ টাকা তাইতো আপনি সবথেকে ভালো ব্রান্ডের ল্যাপটপটি চিহ্নিত করেছেন ।আপনি হয়তো এর থেকে কম টাকাও ল্যাপটপ পেয়ে যেতে কিন্তু তারপরও যে জিনিসটি এত সুনাম রয়েছে সারা বিশ্বব্যাপী, অবশ্যই সেই জিনিসটি ভালো ।তাতে একটু টাকা বেশি গেলও জিনিসটা ভালো হবে । শখের জিনিস বারবার না কিনে একবার একটু বেশি টাকা দিয়ে কেনা ভালো । সব থেকে ভালো লাগলো আপনার নিজের টাকা দিয়ে ল্যাপটপটি কিনেছেন , বাবার কাছ থেকে অথবা মায়ের কোন আর্থিক সাহায্য নিলেন না। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।