SEC17/W3|Experiences come with age or circumstances!
![]() |
---|
Made by Canva & Source |
Hello,
Everyone,
আমরা সকলেই মানুষ ,আমাদের জন্ম যেভাবে সত্য তেমনি আমাদের মৃত্যু সত্য কিন্তু আমাদের এই জীবন চক্রে সকলের বুদ্ধিমত্তা কিন্তু একরকম না ।কারো বেশি কারো বা কারো কম। অভিজ্ঞতা থেকে আদিম মানুষ থেকে আজ সভ্য মানুষকে পরিণত হয়েছে ।
তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতা প্রায় শেষের দিকে চলে এসেছে তাই আমি আর দেরি না করে আমার অংশগ্রহণ পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি ।এই আকর্ষণীয় বিষয়ে অংশগ্রহণ করার সাথে সাথে আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুদের @liasteem ,@ sharifanamin ,@ ivonei কে আমন্ত্রণ জানাতে চাচ্ছি । আশা করি তারা স্বাচ্ছন্দে তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন ।
![]() |
---|
✅How do you define maturity? |
---|
![]() |
---|
Source |
পরিপক্ক শব্দটির অর্থ দক্ষ বা অভিজ্ঞ।অতএব পরিপক্কতা সংজ্ঞায়িত করতে গেলে আমি মনে করি যে, ব্যক্তি মরণশীলতা বা অভিজ্ঞতা দিয়ে কোন সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই সিদ্ধান্ত সকলের জন্য গ্রহণযোগ্য হয় এবং সঠিক বলে সকলে মনে করে। পরিপক্ষতা তখনই বোঝা যায় ’ যিনি কোন সিদ্ধান্ত হুট করে না নিয়ে যুক্তি ও চিন্তা দিয়ে বিবেচনা করে সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে থাকেন ।
তিনি তার সকল সিদ্ধান্তে অটুট থাকেন এবং কারো উপর নির্ভর করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন না ।তিনি যেটি সঠিক বলে মনে করেন সেটি করেন ।তা অনেক সময় হয় তোবা ভুলও হতে পারে তারপরও তিনি নিজের চিন্তা-ভাবনায় অটুট থাকেন।
![]() |
---|
✅ What do you believe experiences come with age or circumstances? Define. |
---|
![]() |
---|
হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ,অভিজ্ঞতা গুলি বয়স বা পরিস্থিতির সাথে আসে এটি একদম সত্যি কথা। আমাদের অঞ্চলে একটি কথা আছে শেখছো কোথায় ঠেকছি যেথায়। আমরা যখনই কোন সমস্যার সম্মুখীন হই তখন সে সমস্যা সমাধানের সাথে সাথে আমরা আমাদের নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি ।
একটি শিশুর বুদ্ধিমত্তার কিছুটা পেয়ে থাকে তার পারিবারে বাবা-মায়ের কাছ থেকে । বাকিটা তাকে সময় এবং পরিস্থিতি থেকেই অর্জন করতে হয় ।আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি ।তবে আমার মনে হয়, ঘরের চার দেয়ালের ভিতর থেকে কিছুই অর্জন করা সম্ভব নয় ।বাহিরের পরিবেশ এবং পরিস্থিতি থেকে আমাদের অনেক শিক্ষা অর্জন করা যায় সম্ভব।
যেমন: একটি সাধারন মেয়ে তার বিয়ে হওয়ার পরের তিনি কারো স্ত্রী হয় এবং মা হওয়ার পরে তিনি একজন পূর্ণাঙ্গ নারীতে পরিণত হয়। শিশুর যত্ন থেকে শুরু করে সংসারের সমস্ত কিছু এক হাতে সামলাতে পারেন। এই অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন পরিস্থিতি থেকে। পরিস্থিতি তাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে।
একটি ছোট শিশু প্রথমের যেমন মায়ের কাছ থেকে তার প্রাথমিক শিক্ষা অর্জন করে , স্কুল থেকে শিক্ষা লাভ করে এবং বাস্তব জীবন থেকে সে বাস্তব অভিজ্ঞতা লাভ করে এভাবেই প্রতিনিয়ত আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি ।
![]() |
---|
✅ Do you believe older people can also learn so many things from youth? Justify. |
---|
![]() |
---|
Source |
জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স বা সময়সীমা থাকে না তাই তো জ্ঞানীগণ বলে গেছেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার সময়।আমরা যেমন বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে থইক তেমনি প্রবীনরাও নবীনদের কাজ থেকেও নতুন নতুন ধারণা নিয়ে থাকেন।
আমি এখনো সেই পুরনো দিনের রান্না করার জন্য মাকে ফোন দিয়ে থাকি কারন আমরা নতুনরা আমাদের মা মাসির মত অত সুন্দর রান্না করতে পারি না। বিশেষ করে সেই পুরনো দিনের রান্না গুলো তেমনি আমরা চাইনিজ রান্না গুলো যতটা সুন্দর করতে পারি ততটা কিন্তু মা-মাসিরা পারেন না এবং সাহসও করেন না। সেই ক্ষেত্রে মাও আমার কাছ থেকে মাঝে মাঝে রান্না শেখেন।
তবে আমরা ছোটবেলা দাদীর কাছে অনেক মজার মজার গল্প শুনতাম, যা চ্ছিল অনেক শিক্ষনীয় এবং অনেক আনন্দ দায়ক । বর্তমানে ইন্টারনেটের যুগে এসে আমরা সেই পরিবারের ভালোবাসার ছোঁয়াটা পাচ্ছি না। আমরা যতটা সহজে স্মার্ট ফোন ব্যবহার করতে পারছি, আমাদের মা-বাবা স্মার্টফোন ব্যবহার করতে পারছে না ।তাদের কাছে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করাটা কঠিন হয়ে যায় ।
স্মার্ট ফোন ব্যবহার করাটা আমরা তাদেরকে শেখাচ্ছি। এখানে কোন লজ্জা নেই বা কোন দ্বিধা নেই। আমরা কোন কিছু না জানলে সেটা বয়স্কদের কাছ থেকে যেভাবে জেনে নিতে পারি এবং বয়স্করাও কোন সমস্যায় পড়লে আমাদেরকেও উচিত তাদেরকে তা শিখিয়ে দেওয়া ,এই শিখিয়ে দেওয়ার অভিজ্ঞতাটা আমাদের থাকা উচিত ।
![]() |
---|
Conclusion |
---|
আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, আমি যখন স্টিমিট প্ল্যাটফর্মে নতুন আসেছিলাম তখন আমি কিছুই জানতাম না ।আমার কমিউনিটির মডারেটরগন এবং অ্যাডমিন ম্যাম আমাদের একটু একটু করে প্রতিনিয়ত শিখাচ্ছেন এবং সে থেকেও আমরা জ্ঞান অর্জন করছি। যার যার ফলশ্রুতি হিসেবে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমারও বিশ্বাস জ্ঞানগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তবে একদিন সফলতা অর্জন করতে পারব ।
আমার অভিজ্ঞতা প্রয়োগ করে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার চেষ্টা করেছি। আমার এই মতামত আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের মাধ্যমে প্রকাশ করতে পারেন ।
◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Thanks for inviting me to this topic, we realize that maturity is a trait, adults do not necessarily have better maturity...
Good luck with the contest, friends.... 👍👍👍
প্রিয় বন্ধু ,আপনার আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।
Of course dear.... 🤗😘
আপনার সাথে আমারো একমত দিদি অভিজ্ঞতা আসলেই বয়স আর পরিস্থিতির মধ্যে আসে ৷ যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই চ্যালেঞ্জের প্রশ্নের উত্তর গুলো বেশ সুন্দর ভাবে দিয়েছেন ৷
ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷ 🖤🌼
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোষ্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি বই পড়ার থেকেও পরিস্থিতি আমাদের অভিজ্ঞতা অর্জন করতে বেশি সাহায্য করে।
এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর তৃতীয় সপ্তাহে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি একদম ঠিক বলেছেন একটি মানুষের মাঝে তখনই পরিপক্কতা দেখা যাবে। যখন মানুষটি চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। সেই সিদ্ধান্তে সে সফলতা অর্জন করবে।