Incredible India monthly contest of February by @tanay123 | Photography Contest -1

in Incredible India4 months ago
1000011481.jpg

Hello,

Everyone,

আশা করি সকলে ভাল আছেন এবং সুস্থ আছে। ১৪৩২ বাংলা নতুন বছরটি সকলের ভালো কাটুক সেই কামনা করি করছি ।মনটাকে আকাশের মত উজার করে দেও , দেখবে কখনো কারো কটু কথায় কখনো কষ্ট পাবে না।

আমি আকাশকে কখনো ছুঁয়ে দেখতে পারবো না তারপরও আকাশকে আমি খুবই ভালোবাসি ।আমি সমুদ্র ছুয়ে দেখতে পারি, নদীর জল ছুতে পারি, তাকে ভালবাসতে পারি কিন্তু আমি আকাশকে ছুয়ে না দেখতে পারলেও তাকে ভালোবাসি ।

আমাদেরকে পরিবারের (Incredible India)শ্রদ্ধেয় মডারেটর @tanay123 দাদা সবারই প্রিয় একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন। আজ আমি শেষ মুহূর্তে এসে আমার অংশগ্রহণ পোস্টটি শেয়ার করছি ।প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমার প্রিয় বন্ধুদের @almacaridad, @benoitblanc & @karobiamin71কে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আশা রাখি তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন ।

✅ How do you feel when you stand under the sky? Share with us some of your favorite beautiful photographs of the sky.

1000011439.jpg1000011448.jpg

অনেক কবি সাহিত্যিকগন তাদেরকে কবিতা, গল্প , উপন্যাসের মধ্য দিয়ে আকাশের প্রতি ভালোবাসা বর্ণনা দিয়েছেন । মুক্ত আকাশের প্রেমে পড়েনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না । আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে মুক্ত মনে হয় । আকাশের হৃদয় বিশাল সে এই পৃথিবী , গ্রহ , উপগ্রহ সমস্ত কিছুই তার ছায়াতলে রেখেছে ।

আমি যখন কষ্টে থাকি ,মনে হচ্ছে আকাশ তখন বৃষ্টি হয়ে আমার কান্না মুছিয়ে দিচ্ছে ।ভোরের সোনালী সূর্য উঠার সাথে সাথে আকাশ যেমন রঙিন হয়ে ওঠে আমাদের জীবনটা এভাবে রঙিন হয়ে উঠে ।চিত্রনায়ক রাজ্জাকের অভিনিত সেই গানটির কথা মনে পড়ছে নীল আকাশের নিচে আমি রাস্তায় নেমেছি একা । এই পৃথিবীর সকল মানুষই যদি আপনাকে পর করে দেয় কিন্তু আকাশ কখনো আপনাকে পর করে দেবে না ।

1000011359.jpg1000011360.jpg

আমি যখন একাকীত্বতা অনুভব করি তখন আমি এক দৃষ্টিতে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, রাতের আকাশের ওই চাঁদ আমার সঙ্গী হয়ে আছে ।সে যেন আমার সমস্ত মনের কথাগুলো বুঝতে পারে এবং আমাকে নতুন করে ঘুরে দাঁড়াতে শেখায়।
এই স্বার্থপর দুনিয়ায় মানুষ সবসময় নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে থাকে বেশি। মাঝে মাঝে মনে হয় ,মানুষের হৃদয়টা আকাশের মত হতে পারে না! যেখানে কোন স্বার্থপরতা থাকবে না, যেখানে হিংসা থাকবে না, বিভেধ থাকবে না থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা ।
আমার একটি স্বপ্ন , পূর্ণিমার রাতে চাঁদের আলোয় আকাশে হাজার তারা উজ্জ্বল হয়ে জলবে , আমরা দুজন বেলকনিতে বসে দুই কাপ চা হাতে নিয়ে গল্প করতে করতে কাটিয়ে দেবো সারারাত । জানিনা , এমন কোন রাতে আকাশের সাথে মিতালী হবে কিনা আমাদের।

✅ The beauty of the sky changes from moment to moment, sometimes it is bathed in sunlight, and sometimes clouds. When is the sky at its most beautiful? Share your opinion.

1000011459.jpg1000011445.jpg

আকাশের সৌন্দর্য মুহূর্তের পর মুহূর্তে পরিবর্তিত হয়, কখনও সূর্যের আলোয় ভেসে যায়, আবার কখনও মেঘে ঢাকা। আকাশ কখন সবচেয়ে সুন্দর থাকে? তোমার মতামত শেয়ার করো।

আকাশ মানুষের মন বুঝে তার সৌন্দর্যের পাল্টায় তাইতো শরতের আকাশ ,সে সৌন্দর্য থাকে একরকম, বসন্তের আকাশের সৌন্দর্য থাকে একরকম এবং বর্ষার আকাশের সৌন্দর্য থাকে এক রকম। আকাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমিক কবি হয়ে ওঠে। তা সৃষ্টিকবিতা থেকে প্রিয়ার মন ভুলিয়ে দিতে পারে ।

1000011403.jpg1000011100.jpg

কালবৈশাখী ঝড় হওয়ার আগে আকাশ যেমন কালো মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তখন সে গম্ভীর রূপ ধারণ করে। আবার ঝড় বৃষ্টি শেষে আকাশ নতুন সাজে সেজে ওঠে। আকাশ সাত রঙের রংধনু সাজে সেজে ওঠে ।
এই স্বার্থপর পৃথিবীতে মানুষ সবসময় স্বার্থের জন্য আপন হয় এবং স্বার্থ ফুরিয়ে গেলে তাকে ভুলে যায়। আকাশ সব সময় আপনার সঙ্গী হয়ে থাকবে।

সৃষ্টিকর্তার সৃষ্টি সবথেকে সেরা সৌন্দর্য হলো আকাশ। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপে থাকে তখনও আকাশকে সুন্দর লাগে এবং প্রকৃতির শান্ত রূপেও আকাশ সুন্দর। আকাশ সব সময় সব রূপই সুন্দর||

Thank You So Much For Reading My Blog📖

17451368999301962287479920945002.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 months ago 

Thank you, sir .

Loading...