Better Life with Steem|| The Diary Game||25 - July-2025||

in Incredible India3 days ago
Better Life with Steem The Diary Game25 - July-2025.png
Made by Canva

Hello,

Everyone,

সপ্তাহের ব্যস্ততম দিনগুলোর শেষে অপেক্ষায় থাকি (শুক্রবার) এই ছুটির দিনটির জন্য ।এখন তো শুক্রবার দিনটাকে বেশি মনে পড়ে কারণ বাবা-মা বাসায় আছেন। অন্যদিন কলেজ থাকে তাই বাবা মার সাথে অতটা সময় কাটাতে পারি না ।

শুক্রবার দিনটা আসলে মনে হয় সবাই একত্রে অনেক সময় কাটাতে পারব। মেয়ের ছুটি থাকে সবাই বাসায় থাকে তাইতো এই দিনটির জন্য এত অপেক্ষা। কিন্তু শুক্রবার দিনটি কাজ করতে করতে কখন যে চলে যায় তাই বোঝা যায় না ।
মা-বাবা মফস্বল শহরে থাকেন তাই ঢাকার এই চার দেয়ালের ভিতরে তাদেরও একা একা থাকতে ভালো লাগে না ।কিন্তু কিছু করার থাকেনা আমাদের। ছুটি দিন এবং সাপ্তাহিক বাজার করা হবে, সব মিলিয়ে অনেক ব্যস্ততার ভিতরে সময়গুলো কাটাচ্ছি।

IMG_20250725_110525.jpg

বাবা গত ২২ তারিখে দাঁত তুলেছেন। খুব চিন্তায় ছিলাম যেহেতু তিনি ডায়াবেটিসের পেশেন্ট ।ডাক্তার বলেছেন , ডায়াবেটিস ১০ এর উপরে থাকে তাহলে দাঁত ফেলানো যাবে না আর যদি দাঁত ফেলানো না হয় তাহলে বাবার চোখ অপারেশন করা হবে না।

মঙ্গলবার সকালবেলা বাবার ডায়াবেটিস পরীক্ষা করে দেখলাম খাবার পূর্বে ৭.৩ এবং খাবার পরে ৯.৫ ছিল । ডাক্তারের সাথে কথা বলে আমি ওই দিনে বাবার দাঁত তুলে এসেছি। বাবাকে তরল ও নরম খাবার গুলো দিয়েছিলাম ।এখন বাবা কিছুটা সুস্থ ।

ভেবেছিলাম আজকে মাটন রান্না করব কিন্তু বাবা ততটা সুস্থ না। এখনোও দাঁতে হালকা ব্যথা ছিল তাই তা রান্না করিনি ।সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন এর মত ফ্রেশ হয়ে ঠাকুর পূজা করে নিলাম । আমি মনে করি, সকালে ঠাকুর পূজা করে নিলে কাজ অনেকটা এগিয়ে যায়।
আর্মি বাবু বাজারে চলে গেলেন ।আজকে সকালের নাস্তায় বারতি কোন কিছু করিনি। বাটার দিয়ে ব্রেড এবং রং চা দিয়ে সকাল বেলায় খাবারটা সেরে নিয়েছি। মা তরকারি কেটে গুছিয়ে রাখতে সাহায্য করছে। আমি শুধু রান্না করেছি।

IMG_20250725_131249.jpgIMG_20250725_131917.jpg

এই পৃথিবীতে কেউ মায়ের মত করে মেয়েদের কষ্ট বোঝেনা। স্বামী বলেন কিংবা সন্তান বলেন সবাই চায় ,ঘরের স্ত্রী সারাক্ষণ সুস্থ থাকবে এবং তাদের জন্য সবকিছু আয়োজন করে রাখবে।এক দিন অসুস্থ হলে তাদের বিরক্তির শেষ থাকেনা। একমাত্র মা সন্তানের ভালো থাকার চিন্তা করে । তাইতো আমার কাজগুলো এগিয়ে দিচ্ছে ।এটা শুধু আমার পরিবার না ।আমার মনে হয়, সকল পরিবারে পুরুষদের একই ধারণা ।বউরা সবসময় সুস্থ থাকবে ,সারাক্ষণ কাজকর্ম করবে ,তাদের কোন অসুখ হবে না।( তবে ভাইয়ারা, আপনারা মন খারাপ করবেন না ,এগুলো কিছু পুরুষদের ধারনা।)

আমার কাজে সাহায্য করে যে মাসী তাকে দুপুরবেলা খেতে বলব। ওকে ফোন দিয়ে দুপুরবেলা আমাদের বাসায় আসার জন্য বলেছিলাম ।সে শুক্রবার অনেক বাসায় কাজের ছুটি নিয়ে থাকে। আসি আসি বলে সে বিকেল ৪টার সময় আসেন। মাসী খাবার দেখে অনেক খুশি হলেন এবং প্রতিটি খাবারের অনেক প্রশংসা করলেন।

IMG_20250725_141210.jpgIMG_20250725_141219.jpg

খাবার খেতে খেতে তার সুখ দুঃখের কথা বলতে লাগলো। তার তিনটে ছেলে, সবাই বড় হয়েছে, সবাই বিয়ে করে সংসারী হয়েছে, তবে কোন ছেলে তাদের দু’জনার খাবারের খরচ দেয় না ।তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। মাসী সাতটি বাসায় কাজ করে এবং সেখান থেকে যা পায় তা দিয়ে তার সংসার চালায়।

IMG_20250725_143329.jpgIMG_20250725_143337.jpgIMG_20250725_143344.jpg
IMG_20250725_143351.jpgIMG_20250725_143402.jpgIMG_20250725_153316.jpg

অনেকে বলেন যে, ছেলেরা বড় হয়ে বাবা-মায়ের সম্বল হবে, বাবা-মাকে দেখবে ।কিন্তু বর্তমান সময়ে খুব কম সংখ্যক সন্তান বাবা-মায়ের জন্য কান্না করে, বাবা আমাকে দেখেন। বেশিরভাগ ছেলেরাই বিয়ে করে বাবা-মাকে ছেড়ে আলাদা হয়ে যায়।

IMG_20250725_164658.jpg

মাসী তার খাবার কমিয়ে একটা বাটিতে রেখে দিতে বলেন এবং যাবার সময় তার স্বামীর জন্য নিয়ে যাবে। আমি তাকে বলছি ,তুমি পেট ভরে খেয়ে নাও, আমি আলাদা বক্সে করে মেসোর জন্য দিচ্ছি । ভালোবাসা এমনই হয় ।শেষ জীবনে স্বামী- স্ত্রী হলে দুজনার একমাত্র সঙ্গী।
এভাবে কেটে যাচ্ছে আমার ব্যস্ততম দিনগুলো। আপনারা সকলে আমার বাবা ও মায়ের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমি ওদেরকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে বাড়িতে দিয়ে আসতে পারি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  

Hello @muktaseo! 👋

Congratulations! This post has been upvoted through @steemcurator05. We support quality posts, good comments anywhere, and any tags.



Curated by: mohammadfaisal

 2 days ago 

Thank you, Sir @mohammadfaisal

Loading...