Better Life with Steem|| The Diary Game||05-04-2025||

in Incredible India2 months ago
IMG_20250405_112011.jpg

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের ছুটি কাটিয়ে অবশ্যই সকলে আবার যার যার কর্মস্থলে ফিরে আসতে শুরু করেছেন। দেখতে দেখতে ঈদের এতগুলো ছুটির দিন কিভাবে যে পার হয়ে গেল তা বুঝতেই পারলাম না।

ভেবেছিলাম এই বড় ছুটিতে আমার প্রিয় প্লাটফর্মে অনেক সময় দিতে পারবো, অনেক কাজ করতে পারবো কিন্তু ছুটি যেমনি বেশি ছিল তেমনি এই ছুটিতে আপন জন আমার বাসাতে বেড়াতে এসেছে বেশি। ওদের সাথে ব্যস্ত ছিলাম, ওদের সাথে ঘোরাঘুরি এবং ওদের সাথে সময় কাটাতে গিয়ে আমার প্রিয় প্লাটফর্মে কাজ করা হয়ে উঠছে না ।

ঈদের ছুটি মানে সকলের ছুটি থাকে তাইতো আত্মীয়-স্বজন চেষ্টা করে এই ছুটিটা একে অপরের বাসাতে বেড়াতে আসতে কারণ বাংলাদেশে পুজোর সময় ততটা ছুটি থাকে না যতটা আমরা ঈদের সময় ছুটি পাই তাই সেই আনন্দটা আমরা চেষ্টা করি এই সময়টাতে পুষিয়ে নিতে ।

IMG_20250405_105146.jpgIMG_20250405_110236_043.webp

অন্যান্য আত্মীয়-স্বজন চলে গেল মা আছে ।আমার মা অসুস্থ তার জন্য সকলে একটু আশীর্বাদ করবেন ,মা যেন দ্রুত সুস্থ হয়ে যায় ।আজ খুব সকালে উঠলাম । আজকে মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যেতে হবে তাই গতকাল রাতেই আমি সকালের নাস্তার অর্ধেকটা তৈরি করে রেখেছিলাম ।সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাকি নাস্তা বানিয়ে নিলাম ।

মায়ের ডায়াবেটিস আছে তাই ডাক্তার তাকে ডায়াবেটিস পরীক্ষার দিবেন তাই মা কিছু খায়নি ।মায়ের জন্য সকালের খাবার বক্সে করে নিয়ে নিয়েছিলাম । আর্মি বাবু আজকে উপবাস ছিল সেও আজকের সকাল বেলা নাস্তা করেনি ।

চোখে ডাক্তারের কাছে যেতে হবে তাই সকাল সাতটার সময় আমরা বাসা থেকে বের হই।৭:৩০ মিনিটে আমরা হাসপাতালে এসেছি । তখনও ডাক্তার আসেনি তাই আমরা অনুসন্ধান কক্ষে গিযে ডাক্তারের খোঁজ-খবর নিলাম । আজকে অনেক গুলো ওটি আছে তাই ডাক্তার আজকে শুধুমাত্র ১০ জন নতুন রোগী দেখবেন।

সকাল ৮:৩০ মিনিট থেকে রোগী দেখবেন , আমরা অপেক্ষা করছিলাম । আমরা প্রথম সিরিয়াল পেয়েছিলাম। মাকে দেখে কিছু পরীক্ষা দিলেন । বর্তমান সময় অনেকেই চোখের এই সমস্যায় ভুগছেন। মায়ের যেহেতু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাই তাকে অনেক গুলো পরীক্ষা দিল এবং পরীক্ষার ফল আসার পরে ডাক্তার পরবর্তি চিকিৎসা করবে।

IMG_20250405_103955.jpg

সকাল১১.৩০ মিনিটে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। রমনা কালী কাছে খাকায় তাই মাকে নিয়ে রমনা কালী মন্দিরে গিয়েছিলাম। মা ঢাকাতে অনেক এসেছে কিন্তু কখনো মেট্রো রেলে উঠেনি। মাকে নিয়ে প্রথম মেট্রোরেল করে ঘুরিয়ে নিয়ে আসবো। আমরা মেট্রো করে ঢাকা বিশ্ববিদ্যালয় গেলাম এবংএই স্টেশনের পাশে রমনা কালি মন্দির।

এখন চৈত্র মাস চলছে আর এই চৈত্র মাসে ”বাসন্তী পূজা” হয় । বাসন্তী দেবী হল দুর্গা মায়ের আরেক রূপ। আপনারা ধর্ম কথা অনেকেই পড়েছিলেন যে, রাবনকে বধ করার জন্য রাম ১০৮ টি জল পদ্ম দিয়ে দেবী শক্তি মা দুর্গাকে আহবান জানিয়েছিলেন , দেবী দুর্গা মায়ের সমস্ত শক্তি তার সন্তানকে দিয়েছিলেন। আর রাম রাবণকে বধ করে তার প্রিয়তমা স্ত্রী সতিকে উদ্ধার করতে পেরেছিল ।সেই থেকে চৈত্র মাসে বাসন্তী পূজা হয়ে থাকে ।

IMG_20250405_111528.jpg

আমরা মন্দিরে গেলাম, আজ মহা অষ্টমী ছিল আমরা ভোগ দিলাম এবং মায়ের কাছে সবার জন্য প্রর্থনা করলাম। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম আর মায়ের কাছে প্রার্থনা করলাম তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো এবং এই পৃথিবী থেকে হিংসা , হানাহানি বন্ধ কর ।তোমার সন্তানদেরকে ভালো রাখো, সুস্থ রাখো।

IMG_20250405_111522.jpgIMG_20250405_112247_223.webp
IMG_20250405_115715.jpg

অঞ্জলি শেষে আমরা প্রসাদ পেলাম কিছু সময় মায়ের মন্দিরে ছিলাম। মন্দির মানেই তো শান্তির স্থান তাই এখানে আসলে শান্তি পাওয়া যায় । আমি মনে করি মন্দিরে আসলে সকলের মনের কষ্ট দূর হয়ে শান্তি লাভ করে।এরপরে আমরা সিএনজি করে বাসায় চলে আসি। এভাবেই কেটে গেল আবার আজকের দিনটি ।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Sort:  
Loading...
 2 months ago 

পোস্টটি পরিদর্শন করে সুন্দর একটি প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

aaa.png

Curated By: @fantvwiki

 2 months ago 

Thank you,Sir @fantvwiki