Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform

in Incredible Indialast year (edited)
Yellow and Green Floral Photo Birthday Card.jpg
Made by Canva

Hello,

Everyone.

সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই পোস্টের মাধ্যমে প্রিয় কমিউনিটির এডমিন ম্যাম @sduttaskitchen কর্তৃক আয়োজিত চলমান কন্টেস্টে আমি আমার অংশগ্রহণ নিশ্চিত করছি। শ্রদ্ধেয় ম্যাম এই কন্টেস্টে যে প্রশ্নগুলো রেখেছেন সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবো, পাশাপাশি নিজ অভিজ্ঞতা তো শেয়ার করবোই। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক।
"Which three things do you like about the steemit platform? Share your justifications for those reasons."

আমি একজন নবীন স্টিমিয়ান। এখনো অনেক কিছু জানা বাকি। জানার এই সীমাবদ্ধতার মধ্যেও প্রথম প্রশ্নের উত্তরে আমার বেশ কিছু বিষয় মাথায় উকি দিচ্ছে, যেহেতু মাত্র ৩ টা অপশন বেছে নিতে হবে তাই আমি সেগুলো থেকে সেরা ৩ টি সিলেক্ট করবো।

pexels-tim-mossholder-1722196.jpg

Pexels

বৈষম্য মুক্ত প্ল্যাটফর্ম: স্টিমিট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারী-পুরুষ, ছোট-বড়, সাদা-কালো কোন কিছুর বৈষম্য নেই। যে কেউ, যেকোন দেশ হতে, যে কোন ভাষায় এই প্ল্যাটফর্ম এর নিয়ম মেনে কাজ করতে পারে।

নিজের সুপ্ত বিকাশের মাধ্যম: আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি সুপ্ত অবস্থায় থাকে। তবে তা প্রকাশ করার জন্যে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। আমার মনে হয় স্টিমিট প্ল্যাটফর্ম সেই সুপ্ত বিকাশের সবথেকে ভালো জায়গা। আপনি যে বিষয়েই পটু হন না কেন তা এখানে বিকাশের সুযোগ আছে।

আপনি কবিতা লিখতে পারেন, বা গান বলতে পারেন, অথবা গল্প লিখতে ভালো বাসেন, সাইন্স নিয়ে আপনার অনেক জ্ঞান, আপনি ভালো ডিজাইন পারেন, রান্না আপনার রক্তে মিশে আছে বা অন্য যাই আপনি ভালো পারেন না কেন, তা এই প্ল্যাটফর্মে প্রকাশ করতে পারেন, এরকম সুযোগ আর কোথায় পাওয়া যাবে?

মজায় মজায় উপার্জন: পৃথিবীতে বেশির ভাগ কাজ যেখানে অর্থ উপার্জন এর সংশ্লিষ্টতা রয়েছে সেই কাজ বেশ কঠিন হয়ে থাকে। আর সেই কাজ মানুষ কষ্ট সহ্য করে করে থাকে। কিন্তু স্টিমিট প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আপনি মজার ছলে আপনার লেখা লিখে যাবেন, বা অন্যের লেখা পড়ে মন্তব্য করবেন, এর বিনিময়ে আপনাকে রিওয়ার্ড দেয়া হবে। এরকম শিখতে শিখতে উপার্জন এর জায়গা খুব ই কম পাওয়া যায়। এই বিষয়টা আমি খুব এনজয় করি।

এই প্ল্যাটফর্মে যোগদানের পর আপনি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? এবং আপনি তাদের পরাস্ত করেছেন?
pexels-julia-larson-6456264.jpg

Pexels

সব কাজেই চ্যালেঞ্জ থাকে। এই প্ল্যাটফর্মে জয়েন করার পর কিছুই বুঝতাম না। ইন্টারনেট ঘেটে ইউটিউব ঘেটে অল্প কিছু শিখতে পেরেছিলাম। সেই প্রথম দিকে যখন আমার SP একেবারে কম ছিল, আর পোস্ট করার পর কমেন্ট করতে গেলে দেখতাম পারছি না, তখন ও বুঝতাম না কেন এমন হচ্ছে। কিভাবে ছবি এড করবো, মার্কডাউন ব্যবহার করবো তার কিছুই জানতাম না।

পরে বিভিন্ন প্ল্যাটফর্মের পিনড পোস্ট গুলো দেখা শুরু করি। এবং ঘুরতে ঘুরতে এসে এই কমিউনিটির সন্ধান পাই। এর পর এডমিন,মডারেটরদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে যাই। তারা সব কিছু একেবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছে, একথা বলতে দ্বিধা নেই যে এই কমিউনিটিতে না এলে হয়তো আমার এই স্টিমিট জার্নি আগস্ট-২০২৩ এ থেমে যেত।

স্টিমিট প্ল্যাটফর্মের ভবিষ্যত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী? আপনার যদি একই সম্পর্কিত কোন পরামর্শ থাকে তবে শেয়ার করুন।

স্টিমিট প্ল্যাটফর্ম যেন একের ভেতর সব। এখানে যেমন বিভিন্ন দেশের মানুষের আনাগোনা, তাদের ডায়েরি গেইম পড়ে বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারছি, যা সাধারণত স্যোসাল মিডিয়ার মাধ্যমে আমরা আগে জানতে পারতাম, ঠিক একই ভাবে অনেকের ক্রিয়েটিভ চিন্তার বহিঃপ্রকাশ হচ্ছে, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপডেট জানতে পারছি, জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাচ্ছে, ব্লক চেইন সম্পর্কে মানুষ জানতে পারছে।

এটা মানুন আর না মানুন ভবিষ্যতে ক্যাশলেস ট্রাঞ্জেকশনের দিন চলে আসছে, আর এই ডিজিটাল দুনিয়ার হাতিয়ার হবে ক্রিপ্টো। ক্রিপ্টো নিয়ন্ত্রণ করবে ভবিষ্যৎ অর্থনীতি।

স্টিমিট প্ল্যাটফর্ম যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বলতে বাকি রাখেনা যে একটা সময় স্টিমিট পুরো ক্রিপ্টোর জগতে রাজত্ব করবে।

তবে, এর জন্যে এই প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট ব্যক্তিদের সদয় হতে হবে। নতুন নতুন আইডিয়া এপ্লাই করে কিভাবে স্টিমিট প্ল্যাটফর্ম কে আরো ফাস্ট করে সবার কাছে বেশি গ্রহণযোগ্য করা যায় এবং কিভাবে এটি সবার কাছে সহজে পৌছানো যায় তা বের করতে হবে। পাশাপাশি স্টিম এর প্রাইজ বৃদ্ধি করতে সকল স্টিমায়ানকে এক যোগে কাজ করতে হবে। তাহলেই স্টিমিট খুব শীঘ্রই ক্রিপ্টোর জগতে রাজার আসনে বসবে বলে আমার বিশ্বাস।

তো এই ছিল আমার ব্যক্তিগত অভিমত। এখন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার বন্ধুদের @sayeedasultana @zulay7059 @tanay123 ইনভাইট করছি, আশা করি তারাও এই কন্টেস্টে অংশ নিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবে।

Sort:  
 last year 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি নতুন হিসেবে যথেষ্ঠ স্ট্রাগল করেছেন এবং পরবর্তীতে আমাদের প্রানপ্রিয় কমিউনিটির দেখা পেয়েছেন।

আপনি স্টিমিট কর্তৃপক্ষকে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন। আমিও আপনার সবগুলো কথার সঙ্গে একাগ্রতা প্রকাশ করছি। আমরা সকলে মিলেই একটি পরিবার। ভালো থাকবেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই। প্রতিযোগিতায় অংশ নেয়া মানেই নতুন অভিজ্ঞতা। তার উপর আপনাদের থেকে এরকম উৎসাহ পেলে আরো ভালো লাগে।

Loading...
 last year 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে নিজের মতো করে লিখেছেন।।

আপনার প্রথম তিনটি বিষয়ের সাথে আমি সহমত পোষণ করছি।। আমিও এখানে একজন নবীন আর এখনো অনেক কিছু শিখছি এবং ভবিষ্যতের শিখব।।

 last year 

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আমার পোস্ট পরিদর্শনের পর এত সুন্দর ভাবে মতামত প্রদানের জন্য

 last year 
  • আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা প্রশ্ন ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। গঠনমূলক ছিল আপনার উপস্থাপন ভঙ্গি। একদমই ঠিক বলেছেন ,এটি একটি বৈষম্যহীন প্ল্যাটফর্ম। এ প্লাটফর্মে নির্দ্বিধায় সবাই ক্লাস করতে পারে। এবং বাসায় বসে সময় সুযোগ মতো কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে। সর্বপরি নিজের পরিচয় তৈরি করতে পারে।

"ক্রিপ্টোর জগতে রাজার আসনে বসবে বলে আমার বিশ্বাস।" আমারও তাই মনে হয় আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে , স্টিমিট কে রাজারা বসানো সম্ভব। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ,ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু। আমরা সবাই চাই স্টিমিট সবার উপরে থাকুক।

 last year 
  • একদমই তাই। আমার মনে পড়েই চাই স্টিমিট প্ল্যাটফর্ম সবার ঊর্ধ্বে যেন স্থান করে নেয়। এর জন্য আমাদের ন্যায়নিষ্ঠভাবে কাজ করে যেতে হবে। আমারও বিশ্বাস প্ল্যাটফর্ম অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি এই প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন।

স্টিমিট প্ল্যাটফর্ম যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বলতে বাকি রাখেনা যে একটা সময় স্টিমিট পুরো ক্রিপ্টোর জগতে রাজত্ব করবে।

আপনার কথাগুলোর সাথে একমত আমি আশাবাদী যে ঠিক এমনটাই হবে যেভাবে আপনি উল্লেখ করছেন।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে।