RE: আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি 🌼🌼
এখন বসন্তের মৌসুমে চারিদিকে রংবেরঙের ফুল ফুটতে দেখা যাচ্ছে। আমার বাগানেও বিভিন্ন রকমের ফুল ফুটে আলোয় আলোকিত হয়ে থাকে। রংবেরঙের ফুল দেখে বোঝা যায় যেন বসন্তের ছোঁয়ায় চারিদিকে ভরে উঠেছে। আপনি সর্বদাই সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করে থাকেন। আজকেও বেশ কয়েকটা ফুলে ছবি শেয়ার করেছেন। তবে আজকের ফুলগুলোর সাথে আমিও খুব পরিচিত।প্রথম ফুলটি আমাদের বাড়িতেই রয়েছে। এছাড়াও লঙ্কা গাছ তো রয়েছে সেই গাছেরও ফুল কয়েকদিন ধরে ফুটছে। ধনে গাছের ফুল ফুটে থাকতেও আমি দেখেছি সত্যি শীতকালে ধনেপাতা ছাড়া এক মুহূর্ত আমার চলে না। আমি ভীষণ পছন্দ করি ধনিয়া পাতা খেতে। তবে ধনে গাছের ফুল হলুদ রঙের হয় এটা জানা ছিল না আমি দেখেছিলাম সাদা রঙের ফুল ফুটতে। শেষের যে কাঁটা ফুলের ছবিটা শেয়ার করেছেন এই কাটা ফলগুলো দিয়ে আমরা ছোটবেলায় কত খেলা করেছি কাটা ফলগুলো মাঝে মাঝে অন্যের চুলে লাগিয়ে দিতাম তখন চুল থেকে ছাড়াতে ভীষণই কষ্ট হতো। ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉