Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in Incredible India2 years ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি লেখ শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের এ্যাডমিন ম্যাডামকে যিনি আমাদের জন্য প্রত্যেক মাসে দুই একটি করে প্রতিযোগিতার আয়োজন করে থাকেন এবং এই প্রতিযোগিতার বিষয়গুলো ম্যাডামের মস্তিষ্ক থেকেই প্রকাশ করেন তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধা খাটিয়ে প্রত্যেকটা প্রশ্ন সাজিয়ে থাকেন। এজন্য আমার পক্ষ থেকে ম্যাডামকে স্যালুট জানাই 🙋‍♂️।

Adobe_Express_20240117_0034290_1.png

ক্যানভা দ্বারা সম্পাদিত করা হয়েছে

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি মালয়েশিয়া থেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে কেননা এর মধ্য দিয়েই আমি হয়তোবা আমার নিজের গ্রামের ছবি অথবা শহরের ছবি উপস্থাপনা করতে পারবোনা তবে আমি যেখানে থাকি সেখানকার আশেপাশের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার তো পারব। তবে আরো বেশি ভালো লাগতো যদি আমার গ্রামের স্মৃতি গুলো এবং সুন্দর প্রেক্ষাপট গুলো তুলে ধরতে পারতাম। তো যাই হোক চলুন প্রথম প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

Why is your locality precious to you?

বাপ-দাদার ভিটা আর আমার মাতৃভূমি যেখানে আমার বেড়ে ওঠা শিশুকাল থেকে শৈশব পর্যন্ত গ্রাম বাংলার ঐতিহ্য খেলার মাঠ প্রাইমারি স্কুল বাড়ির সামনের ফসলের মাঠ বাড়ির সামনে ,মসজিদের সাথে মক্তব প্রত্যেকটাই সাথে জড়িয়ে আছে আমার মায়া আর এই কারণেই আমার কাছে সবথেকে মূল্যবান আমার এলাকা আমার মাতৃভূমি আমার জন্মস্থান।

আমি এখন নিজে দেশের বাইরে আছি তবুও আমার হৃদয়টা পড়ে আছে আমার জন্মস্থানে বাবা মায়ের ভালোবাসায় মাঝে মাঝে মধ্য রতে ওঠে ও কাঁদতে হয় যখন স্মৃতিগুলো মনে পড়ে। আমি মিস করি আমার গ্রামের শৈশবের কালের বন্ধুদের একসাথে কতইনা খেলা করেছি স্কুল ছুটির দিনে সারাদিন প্রাইমারি স্কুলের মাঠে আমাদের আড্ডা আরো সন্ধ্যার সময় ঘরে ফেরা তারপর লম্প জ্বালিয়ে প্রাইভেট পড়া গ্রামের স্যারের কাছে। আমরা যত দূরেই থাকি না কেন যতই টাকা পয়সার মালিক হই না কেন নিজ এলাকার মত মূল্যায়ন কোন এলাকাই পাওয়া যায় না।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

↘️আমার প্রথম ছবি 📸

IMG_20240114_183854.jpg

প্রথম আমি যে ছবিটা শেয়ার করেছি এটি হলো একটি ভলিবল খেলার স্থান এখানে প্রত্যেক রবিবার ভলিবল খেলার টুর্নামেন্ট হয় এখানে বিভিন্ন স্থানের মানুষ এসে খেলায় অংশগ্রহণ করে এখানে রয়েছে বাংলাদেশী, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া, মায়ানমার ও নেপালি মোটামুটি সব দেশের মানুষের এখানে এসে খেলায় অংশগ্রহণ করতে পারে। তবে আশেপাশে যারাই থাকে তারা সবসময় এখানে খেলা করে আর রবিবার যেহেতু টুর্নামেন্টের খেলা হয় তখন যারা বেশি পারদর্শী এই খেলায় শুধুমাত্র তাদেরকে নেয়া হয়।

ভলিবল খেলা আমার অনেক প্রিয় তাই আমার ছুটি থাকলেই আমি ছুটে যাই এইখানে খেলা করার জন্য এটা আমার বাসা থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে।

↘️আমার দ্বিতীয় ছবি 📸

IMG_20240116_211553.png

আমি দ্বিতীয় ছবিটা যে শেয়ার করেছি এটি হলো মালয়েশিয়ার জনপ্রিয় একটি খাবার মালয়েশিয়ার 90% মানুষ এই খাবারটি খুবই পছন্দ করে থাকেন একটি হল মুরগি ভাজা অনেকটা কেএ এফসির মত দেখতে । তবে এখানে আস্ত মুরগি ভাজা হয় বিভিন্ন মসলা দিয়ে । এছাড়াও মুরগির বিভিন্ন অংশ কেটে কেটে ও ভেজে থাকেন।

মালয়েশিয়ার ফুটপাতের এই মুরগি ভাজার স্বাদ অনেক বেশি থাকে গরম গরম মুরগির ভাজা খেতে অত্যন্ত সুস্বাদু আর এখানকার মানুষেরা খুব মজা করেই এগুলো খেয়ে থাকে। ওদের কথা আর কি বলব আমি তো যেখনি যাই তখনই মুরগি বাজার গুলো কিনে নিয়ে আসি টমেটোর চাটনি দিয়ে এগুলো খেতে আরও বেশি স্বাদ।

↘️আমার তৃতীয় ছবি 📸

IMG_20231006_134509.jpg

এটি হলো মালয়েশিয়ার হোয়াইট হাউস বাংলাদেশের যেমন বিয়ের অনুষ্ঠানের জন্য আলাদা হোটেল থাকে তেমনি ভাবে এখানেও বিয়ের অনুষ্ঠানসহ আরো বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে। এছাড়াও মানুষ এখানে বেড়াতেও যাই।

বিভিন্ন দেশের পর্যটক আসে এখানে এটা দেখার জন্য আর এ হোয়াইট হাউস 5 থেকে 6 বীঘার ওপরে নির্মাণ করা হয়েছে বিশাল এরিয়া জুড়ে একে অবস্থিত। এটা আমার বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আমরা মাঝে মাঝে যাই বিকালে বেড়ানোর জন্য এখানকার নিরিবিলি পরিবেশ অসম্ভব সুন্দর।

↘️আমার চতুর্থ ছবি📸

IMG_20240116_173347.jpg

আমার ফোন কেমনে দিয়ে চতুর্থ নাম্বার যে ছবিটা আপনাদের কাছে শেয়ার করেছি এটি হলো বাচ্চাদের একটি খেলার মাঠ এখানে ছোট ছোট শিশুরা খেলাধুলা করে। শিশুদের খেলাধুলা করার জন্য বিভিন্ন জিনিস এখানে স্থাপন করা হয়েছে।

দোলনা থেকে শুরু করে দুই চাই কিছু কিছু দুটো ঘর করেছে এখানে বাচ্চারা সিঁড়ি দিয়ে ওঠে বসে বসে খেলাধুলা করতে পারে। এত করে আমাদের শিশুদের শারীরিক ব্যায়াম হবে তার পাশাপাশি প্রকৃতির মাঝে খোলা জায়গায় খেলতে পারবে।

↘️ আমার পঞ্চম নাম্বার ছবি📸

IMG_20231006_141742.jpg

এই ছবিটি হল ধর্ম প্রাণ মুসলিমদের ২০ গম্বুজ আলা মসজিদ আর এই মসজিদটি বিশাল বড় এই এলাকার ভিতরে এত বড় মসজিদ আর কোথাও নাই এই মসজিদটি দুইতলা নিচের তলায় উপরের তেলায় দুই জায়গায় জুম্মার দিন মানুষ কানায় কানায় ভর্তি হয়ে যায়।

মালয়েশিয়া সরকার এই মসজিদটির সমস্ত খরচ বহন করে থাকে রাষ্ট্রীয় তহবিল থেকে এখানকার ইমাম ও মোয়াজ্জেম এবং মসজিদের দেখভালকারী আরো যারা আছে সবাইকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেয়া হয়।

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

আপনি কি বিশ্বাস করেন যে একটি জায়গা আমাদের হৃদয়ের কাছাকাছি হয়ে যায় যখন আমরা সেখানে বছরের পর বছর থাকি? আপনার উত্তর বর্ণনা করুন।

আমরা একটি জায়গা দীর্ঘদিন বসবাস করলে সে জায়গার প্রতি মায়া এবং মহব্বত অটোমেটিক এসে যায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আমি যখন প্রথম মালয়েশিয়া আসি তখন আমার বাড়ির কথা অনেক বেশি মনে পড়তো এবং প্রায় প্রতিরাতেই কান্না করতাম আর আমার রুমমেটরা বুঝা তো যে কান্না করিস না দুই-একদিন গেলে এমনি ঠিক হয়ে যাবে। তবে আমি অন্যদের মত নয় আমার হৃদয়ে একটু মায়া বেশি এজন্য‌ আমি সহজে কোন কিছু ভুলতে পারিনা।

এরপর মালয়েশিয়ায় পাঁচ বছর একটি জায়গায় অতিবাহিত করলাম তখন আমার ওই জায়গার প্রতি আলাদা মায়া এসে যাই আশেপাশের অনেক বন্ধুও এই পাঁচ বছরে আমার হৃদয়ের কাছাকাছি ছিল তাদেরকে ছেড়ে অন্য জায়গায় যাওয়াটা যেন আমার কাছে অনেক কষ্টের মনে হচ্ছিল তবুও আমি তাদেরকে ছেড়ে আরেকটি জায়গায় যখন কাজে জয়েন করেছি তখন আমার কাছে কিছুই ভালো লাগতো না শুধু মনে হতো যে আগের জায়গায় ফিরে যেতে পারলে মনে শান্তি পেতাম।

আমি মনে করি আমরা যারাই Incredible India পরিবারের সাথে যুক্ত হয়ে কাজ করছি সবার সাথে আস্তে আস্তে হৃদয়ের একটি সম্পর্ক হয়ে যাচ্ছে আমরা এখান থেকে বের হয়ে হয়তো বা অন্য জায়গায় কাজ করতে পারব তবে মনে শান্তি পাইবো না। দীর্ঘদিন যাবত একসাথে পথ চলা উঠাবসা কথাবার্তা সুবিধা-অসুবিধা গুলো ভাগাভাগি করা হাসি আনন্দের ভিতরে যে সম্পর্ক গুলো আমাদের মাঝে গড়ে উঠেছে এটা কখনোই ভোলা যাবে না।

আমি সঠিক জানিনা এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ঠিকভাবে দিতে পারছি কিনা তবে আমার নিজের সাধ্যমত চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় সাজিয়ে গুছিয়ে লেখা। আমার লেখা শেষ করার আগে এই প্রতিযোগিতার নিয়ে অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাবো,‌ @sabus @mukitsalafi @sakib012 আমার প্রিয় বন্ধুরা আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...

ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আর আপনি সকল প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমি নিজেকে প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এটা জেনে বেশ ভালো লাগছে যে আপনার কাছে আমার উত্তর গুলো খুবই ভালো লেগেছে।

ভাই আমার কমেন্ট পড়ে আবার রিপ্লাই করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো।আর আপনার প্রশ্নের উত্তর গুলো খুব ভালো ভাবে দিয়েছেন এটা মানতেই হবে। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

 2 years ago 

শুরুতেই প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য আপানাকে অনেক ধন্যবাদ।
আসলে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন জন্মভুমির প্রতি আমাদের যে ভালোবাসা জন্মের পর থেকে তৈরি হয় এটা ভুলা সম্ভব না।আপনিপ্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর খুব চমৎকারভাবে দিয়েছেন।শেষ এর মসজিদ এর ছবিটা খুব সুন্দর লাগলো।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে যথাযথ একটু কমেন্ট করার জন্য। আপু আপনি ঠিক বলছেন আমরা পৃথিবীতে যত সুখেই থাকি না কেন আর যত দূরেই থাকি না কেন মাতৃভূমির প্রতিপ্রতি টান অন্যরকম থাকে।

মসজিদে দেখতে অসাধারণ আমার ফোনের ক্যামেরা ততটা ভালো নাই তবুও অনেক সুন্দর হয়েছে। যদি এই ছবিটার ড্রোন ক্যামেরা দিয়ে তুলতে পারতাম তাহলে আরো সুন্দর হতো।

 2 years ago 
  • প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না জানি আপনি মালয়েশিয়া থাকেন। তাই মালয়েশিয়ায় যে এলাকাতে আপনি থাকেন ,সে এলাকার পাঁচটি ছবি আমাদের সাথে শেয়ার
    করেছেন। হোয়াইট হাউস যেটাকে আমরা জাতীয় সংসদ বলি অনেক সুন্দর লাগলো দেখতে। ২০ গম্বুজ মসজিদ দেখতে পেলাম, যা অত্যন্ত নান্দনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ। একটি খেলার মাঠ দেখতে পেলাম যেখানে বাচ্চারা মন
    ভরে খেলাধুলা করে। মোটামুটি ভালই লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পেলাম। ছবিগুলো খুবই সুন্দর হয়েছিল। দেখে ভালো লাগলো।
 2 years ago 

ধন্যবাদ ভাই আমাকে ইনভাইট করবার জন্য। আমিও এই কন্টেস্টে অংশ নিয়েছি।

আপনি সুন্দর ভাবে প্রশ্ন গুলোর উত্তরের পাশাপাশি আপনার এলাকার ছবি দিয়েছেন এবং আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।

আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

আজকে আপনি মালয়েশিয়ার বিভিন্ন জায়গা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। মালয়েশিয়ার হোয়াইট হাউজ সম্পর্কে জানতে পারলাম। এবং সেখানে কি কি কাজ করা হয়। সেই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম। ভলিবল খেলা সম্পর্কে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে প্রতিযোগিতা প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেয়ার করার জন্য। এবং চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। মালয়েশিয়ার একটি উন্নত রাষ্ট্র আর এখানকার প্রত্যেকটা জিনিস এই খুব সুন্দর ভাবে বানানো হয়।