Better Life with Steem||The Diary Game|| 26 July 2025||

in Incredible India2 days ago

শরীর এবং মন দুইটা এই খারাপ,কোথার থেকে যে শুরু করবো ভেবে পাচ্ছি না, যাইহোক,সকাল থেকে এই শুরু করছি।তখন প্রায় পাঁচটা বাজে। বাহিরে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির শব্দে আমার ঘুম টা ভেঙ্গে ছিলে। ঘুম থেকে ওঠার প্রতিদিনের মতো শুরু হয়ে যায় কাজকর্ম,,।

সকাল বেলা হাতমুখ ধুয়ে প্রথমে এক মগ পানি খেয়ে নিলাম, খালি পেটে পানি খাও বেশ উপকারী কিন্তুু এটা জেনে নিজেও মাঝে মধ্যে খাওয়া হয় না।এরপরে সকালের জন্য নাস্তা তৈরি করা নিজের জন্য নুডুলস রান্না করেছি এবং শাশুড়ি আম্মাকে চা এবং বিস্কুট দিয়েছিলাম। কারণ সকাল৷ বেলা তার চা হলেই হয়ে যায়, কিন্তু আমি সকাল সকাল চা খেতে একদমই পছন্দ করি না এবং খাইও না।

এরপরে, ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। ইদানিং বাহিরে হাঁটতে বেশ পছন্দ করছে, বাইরের পরিবেশ দেখতে, গাছপালা, পাখির ডাক, বেশ পছন্দ করতেছে, আমার কাছে মনে হয় এগুলো থেকেও ছোট ছোট জ্ঞান অর্জন করে, তাই ওকে একটু বাহিরে নিয়ে সময় দিলাম।

এরপরে বাবু কে দুপুর বেলা গোসল করিয়ে, ঘুম পাড়িয়ে দিয়ে শাশুড়ি আম্মাকে দুপুরে রান্নার কাজে একটু হেল্প করলাম।শুধু নিজের কাজ নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। কারণ শাশুড়ি আম্মারও বেশ বয়স হয়েছে তাই তার কাজে একটু হেল্প করার চেষ্টা করি। কেউ আমার কষ্ট বা আমাকে বুঝুক বা না বুঝুক তার জন্য আমার বিন্দু পরিমাণে দুঃখ নেই,,। আমি সব সময় চেষ্টা করি আমি কি করতে পেরেছি অন্যের জন্য।

এর পরে দুপুর রান্নাবান্না হলো আমি রান্না ঘরটা কে গুছিয়ে নিলাম, এরপরে দুপুরের গোসল টা শেষ করলাম,।দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে খানিক টা সময় রেস্ট নিয়েছিলাম।

এরপরে উঠে গিয়েছিলাম পুকুর পাড়ের দিকে কারণ পুকুরে একটা মাছ মরেছিলো, মাছ টা কে উঠে ফেলিয়ে দিলাম না, হলে বাকি মাছ গুলো মরে যাবে। পানির মাঝ খানে থাকা এই হিজল গাছটা কিছুদিন আগে কাটা হয়েছিলো আবার আগের মত ডালপালা গজিয়েছে,,,।

এরপর এগুলো পর্যবেক্ষণ করার পরে বাড়িতে চলে আসি শাশুড়ি আম্মা বললো একটু ডালের বড়া তৈরি করার জন্য। এরপরে ডালগুলো বেটে নিয়ে সবগুলো বরা ভেজে নেই।সবাই মিলে সন্ধ্যার নাস্তা হিসাবে এই ডালের বরা খেয়েছিলাম।খুব তাড়াহুড়া করে বানিয়ে ছিলাম তবে খেতে ভীষণ মজা হয়েছিলো।

এইতো এরপরে সন্ধ্যায় আযান হলো নামাজ আদায় করে, মেয়েকে পড়াতে বসলাম পড়ানো শেষ করে, মেয়েকে রাতের খাবার খাইয়ে দিলাম। আমার সারাদিনে কাজের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ মেয়েকে ভাত খাওয়ানো, মাঝেমধ্যে এত কান্না আসে যে আমার, কবে একটু হাত দিয়ে ভাত খাবে সবকিছু বোঝে কিন্তু খাবার বেলা যতসব বাহানা।

এরপরে শাশুড়ি আম্মা এবং আমি খাবার খেয়ে নিলাম সবাই ঘুমিয়ে গেছে আর আমি লিখতে বসেছি। লেখা শেষ করে পোস্ট করব এরপরে ঘুমিয়ে যাব। সারাদিন টা এভাবে কেটেছে ভালো-মন্দ মিলিয়ে,তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।।।

Sort:  
Loading...

SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

1000006091.png


 yesterday 

Dear friend, thank you very much for supporting me.

Congratulations... I have recommended this post to get support from Steemchiller and Realrobinhood.

 yesterday 

Dear friend, I am really happy to see such a nice comment. Thank you.