পেন্সিলের মাধ্যমে অঙ্কন করা পেন্সিল কভার দৌড়ানো |
আশা করি আপনারা সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে একটি কার্টুন অংকন করেছি। পেন্সিল কভার কার্টুন দৌড়াচ্ছে।
অনেক হাসিখুশি পেন্সিল কভার চোখ দুটো বড় বড় তিন চারটি দাঁত বাহির করে হাসতেছে।
ইনসিল কভার কার্টুন সে তার পায়ে জুতো পড়ে দৌড়াচ্ছে। আচ্ছা চলুন এই কার্টুন অংকন করতে আমার যে সমস্ত সামগ্রী প্রয়োজন ছিল এবং কিভাবে অঙ্কন করেছি তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করি
- কাঠ পেন্সিল
- রাবার
- প্যাট খাতা
ধাপ-১
প্রথমে পেন্সিলের মাথা অঙ্কন করার জন্য দুটি দাগ দিলাম। এরপর পেন্সিলের মাথায় পেন্সিলের আলপিন অঙ্কন করে দিলাম। পেন্সিল কে যেখান থেকে আলপিন বাহির করতে হয় সে পর্যন্ত অংকন করে একটি দাগ দিয়ে দিলাম কানিকোচা।
যেহেতু এটি পেন্সিল কার্টুন কভার তাই দুটি চোখ দিয়ে দিলাম।
ধাপ-২
- এরপর একটি হাত সহ নিচের দিক লম্বা দাগ দিয়ে দিলাম। পেন্সিল বক্স একটু লম্বা তাই একটু লম্বা দাগ দিলাম যেহেতু আরো বাকি রয়েছে অঙ্কন করা।
ধাপ-৩
- যেহেতু কার্টুন সেতু হাসাহাসি হবে এ কারণেই মুখ হাসি-ময় বানিয়ে দিলাম। আরো একটু নিজের দিক লম্বা টান দিলাম যেহেতু মাঝখানে একটি দাগ অঙ্কন করে দিতে হবে সৌন্দর্য বৃদ্ধির জন্য। যেহেতু এটি কার্টুন তাই অনেক রকমের
ধাপ-৪
- এরপর হাতসহ বেরিকেট দিয়ে দিলাম পেন্সিল কভারের ডিজাইন। এভাবে আরো বিভিন্ন মডিফাই করলাম সৌন্দর্য দেওয়ার জন্য।
ধাপ-৫
- শেষ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল অঙ্কন করা ✅। কেমন হয়েছে পেন্সিল কভার দৌড়াচ্ছে কার্টুনের মত 😎।
আজকের মত এ পর্যন্তই আমার অংকন করা পেন্সিল কার্টুন সম্পূর্ণ হয়েছে। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে ভিন্ন রকম অংকন নিয়ে।
Device | Name |
Android | Tecno Spark 7 |
Camera | 16M Dual camera |
Location | Bangladesh |
Short by | @jakaria121 |
.gif)
বাহ,ব্যাপারটা বেশ মজাদার।পেন্সিল দিয়ে পেন্সিল আঁকা।সুন্দর হয়েছে।আরো সুন্দর ছবি নিশ্চয় দেখতে পাবো ভবিষ্যতে।❤️
হ্যাঁ অবশ্যই কেন নয়। আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ
অংকন করাটা দারুণ লেগেছে আমার কাছে। আপনি বেশ দক্ষতা অর্জন করছেন এই অংকনের দিক দিয়ে। ভবিষ্যতে ভালো কিছু অবশ্যই আশা করা যায়, দোয়া রইলো আপনার জন্য। ভালো থাকবেন
ধন্যবাদ ভাইয়া ❤️