Better life with steem || The Diary Game || 16 June 2025||

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-06-17_06_07_41.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি নিয়ে উপস্থিত হয়েছি ।আশা করি আপনাদের আমার পোস্টটি পড়ে ভালো লাগবে।

IMG20250616181144.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে হাঁটতে বের হয় ঠান্ডা প্রাকৃতিক ঠান্ডা বাতাস। সকাল বেলা হাঁটা শেষ করে ,পোল্ট্রি ফার্মের সামনে চলে আসি। ভিতরে ঢুকার আগে জীবাণুমুক্ত স্প্রে করে ভিতরে ঢুকে যায়।

আমার যত যাবতীয় টুকটাক কাজগুলো শেষ করি পানির পাইপ পরিস্কার করতে থাকি ও এর মধ্যে আব্বু আম্মুর খাদ্য দেওয়া শেষ হয়ে যায় আমার কিছুটা পানির পাইপ পরিষ্কার করা বাকি ছিলো ।আম্মু আমার সাথে কাজে সহযোগিতা করে দুজন মিলে সেই বাকি পানি পাইপ গুলো পরিষ্কার করে।

IMG20250616181839.jpg

আম্মু চলে যায় বাড়িতে আমি টুকটাক কাজ করতে থাকি আব্বু ফ্লোর পরিষ্কার করে সেই কাজে সহযোগিতা করতে থাকি আর ভিতরে কিছু কাজ এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে রাখি।

সেই গুলো কাজ করতে থাকি আব্বুর ফ্লোর পরিষ্কার করা শেষ হলে মুরগির প্রতিটা পাইপে পানি দিয়া দেয় পানি দেওয়া শেষ করে আমি আর আব্বু চলে আসে বাড়িতে আমি চলে যাই কোয়েল পাখিদের খাবারও পানি দেওয়ার জন্য চলে আসি।

IMG20250616181446.jpg

কিছু কোয়েল পাখি রেখেছিলাম খাওয়ার জন্য সেগুলোকে হালকা কিছু যত্ন নেই। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে বাড়িতে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করি । আমি পোল্ট্রি ফার্মে এসে সামনের পর্দা তুলে বিল পারে চলে আসি একা একা মাছের খাদ্য নিচ্ছিল বিল পারে আব্বুর তার সাথে আমিও বিল পারে খাদ্য নিতে থাকি।

IMG20250616180653.jpg

পাঙ্গাশের খাদ্য নেওয়া শেষ হলো, আব্বু সেই বিলের খাদ্য গুলো নিয়ে নৌকাতে তুলে মাচায় চলে যাই। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে খাওয়া দাওয়া সম্পন্ন করে ।গরুর জন্য খড় ঘাস কাটতে শুরু করি ঘন্টা খানিক মতো কাঁটা কাটি করে একটি বস্তায় রেখে দেই।

IMG20250616183746.jpg

IMG20250616182309.jpg

শিং মাছের পুকুরে কিছু কাজ ছিল সেগুলো আমি একাই আস্তে আস্তে করতে থাকি সেই কাজগুলো শেষ করে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করে। ডিম তোলা জন্য চলে যায়।

IMG20250616181806.jpg

দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তোলা শেষ করি, বাড়িতে এসে কিছু সময় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম গোসল করে আমি আমার রুমে চলে আসি। রেস্ট নিতে থাকি এর মধ্যে দুপুরে খাওয়া-দাওয়া তৈরি হয়ে আমাকে ডাক দে খাওয়া দেওয়া করার জন্য তা সম্পন্ন করে ওষুধ খেয়ে রুমে চলে আসি।

IMG20250616175104.jpg

মোবাইল নিয়ে সময় পার করতে থাকি আম্মু এক প্লেট কাঁঠালের কোষ দিয়ে যায় সেগুলো খেতে থাকি আর মোবাইল দেখতে হাত ধুয়ে শুয়ে পরি মোবাইলটা বন্ধ করে কখন যে ঘুমিয়ে পড়ি আসরের সময় ঘুম থেকে উঠে বাইরে এসে কয়েকটা কোয়েল পাখি ছিল সেগুলোকে খাবার পানি দিয়ে চলে আসছি।

আজকের ডিম যাবে তাই সেটার জন্য অপেক্ষা করি সন্ধ্যা হয়ে আসে রুমে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে বাইরে ঠান্ডা বাতাস দিচ্ছিল ফ্যান গুলো বন্ধ করে বাড়িতে চলে আসি । আম্মুর সন্ধ্যার কাজে সহযোগিতা করি।

IMG20250616181822.jpg

মাগরিবের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে বৃষ্টি আসবে মাগরিবের আজানের আগেই বৃষ্টি শুরু হয়ে যায় কারেন্ট চলে যায়। তাই বারান্দায় বসে বৃষ্টি দেখতে থাকি। বৃষ্টি কমে গেলে কারেন্ট চলে আসে। তাই ভিতরে এসে মোবাইল নিয়ে সময় পার করতে থাকি এর মধ্যে ডিমের গাড়ির হন দেই আমি আর আম্মু ডিম দেওয়ার জন্য চলে যাই।

পোল্ট্রি ফার্মে ডিম দেওয়া শেষ করে ফ্রেশ হয়ে রাত্রে খাওয়া দাওয়া সম্পন্ন করি খাওয়া দাওয়া শেষ করে মোবাইল নিয়ে কিছু সময় পার করতে থাকি রাতের কাজের সময় হয়ে যায় তাই রাতে কাজগুলো শেষ করার জন্য আমি আর আম্মু বের হই আম্মু গরু দেরকে খাবার দেই।

IMG20250616182132_BURST001_COVER.jpg

আমি পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে। বাড়িতে এসে মোবাইল নিয়ে রুমে চলে আসে শুয়ে শুয়ে মোবাইলে করতে থাকে এরপর চোখে ঘুম আসছে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 2 months ago 

পোল্ট্রি ফার্মের ভেতর ঢুকতে হলে যে স্যানিটাইজার ব্যাবহার করতে হয় এটা আমার জানা ছিল না। সত্যি বলতে পোল্ট্রি ফার্ম সম্পর্কে কোন ধারণাই ছিলো না ।আপনার লেখা পড়ে এসম্পর্কে বিস্তারিত জানতে পারলাম ।
আপনার ব্যাস্তময় দিনলিপি পড়ে ভালো লাগলো ।ভালো থাকবেন সবসময় ।

Thanks to his good work, he has earned a vote from the steemcurator09 team.



IMG-20250531-WA0001.jpg

 2 months ago 

Dear
@Pandora2010

Thank you very much, ma'am, for your valuable support.