Better life with steem || The Diary Game || 15 August 2025||
বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
![Collage_2025-08-15_18_53_53.jpg]
আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
![]() |
---|
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ব্যায়াম করে চলে আসি আব্বু আম্মুকে সাহায্য করার জন্য পোল্ট্রি ফার্মে ।প্রতিদিনের মতো আজকেও এসে দেখি আব্বু আম্মুর খাদ্য দেওয়া শেষ করে।বাকি কাজ করার প্রস্তুতি নিচ্ছেন, তাই আমি আর আম্মু পানি পাইপ পরিষ্কার করি ।
আব্বু প্রতিদিন ফ্লোর পরিষ্কার করে সেই কাজে সহযোগিতা করি পানির পাইপ পরিস্কার করা শেষ করে আম্মু বাড়িতে চলে আসেন আমি আর আব্বু পোল্ট্রি ফার্মের কাজ শেষ করে। সরাসরি বিল পারে চলে আসি ।দেওয়ার জন্য বিল পাড়ের একটি ঘর থেকে নৌকার কাছে পর্যন্ত খাদ্য এগিয়ে দিয়ে আসি ।
![]() |
---|
![]() |
---|
খাদ্যগুলো নৌকাতে তুলে বিলের মাঝখানে নিয়ে যায় খাদ্য মাছদের কে দেওয়ার জন্য আমি বাড়িতে চলে আসি সকালে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে কিছু সময় রেস্ট নেই ।
![]() |
---|
আম্মু কিছু টুকটাক কাজ দেয় সে কাজগুলো শেষ করি কাজ শেষ করে। পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে ফ্যান গুলো চালু করে দিয়ে আসি। বাড়িতে এসে সকালে খাবার খাওয়ার জন্য ফ্রেশ হয় খাওয়া দাওয়া করে রেস্ট নেই ।
![]() |
---|
আস্তে ধীরে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি। গরুকে খাদ্য আর ভুষি পানির সাথে মিশ্রণ করে দিয়ে দেয় আব্বু গরুর জন্য ঘাস কেটে রেখে দিয়েছে আমি খড় আর সবুজ ঘাস এগুলো কেটে একটি বড় বস্তায় ভরে রাখি সারাদিনের জন্য।
![]() |
---|
ঘাস কাটা শেষ পর্যায়ে ডিমের গাড়ি চলে আসে আজকে একটু তাড়াতাড়ি করে গত সপ্তাহে রাত্রে আসার কারণে কিছু বকাঝকা করছিলাম তাই এবার সকাল সকাল চলে আসে।
![]() |
---|
ওদেরকে ডিম দিয়ে আমি আর আম্মু বাড়িতে চলে আসি বাড়িতে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করি। শরীর খুব ক্লান্ত লাগছিল ও খারাপ লাগছিল তাই আজকে আর আর শুক্রবারের নামাজ পড়তে যাওয়ার হইল না।
গোসল করে রুমে এসে রেস্ট নেই , ছোটখাটো একটি ঘুম দেই ।ঘুম থেকে ওঠে শরীরটা ভালো লাগছিল দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আম্মু ডাক দেয়।খাওয়া দাওয়া করে বিকেল বেলার কাজ করার জন্য বের হয় মুরগী দের কে পানি দিয়ে বাকি ডিম তুলে বাড়ির আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করতে থাকি।
![]() |
---|
সন্ধ্যা হবারই কিছুক্ষণ আগে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসি ।মাগরিবের আজানের কিছুক্ষণ পরে রুমে এসে মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এশার আজান দিয়ে দিলে আম্মু খাবারের জন্য ডাক দেই রাত্রের খাওয়া-দাওয়া শেষ করে রাতের ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার সময় জন্য অপেক্ষা করি সময় হলে পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
![]() |
---|
আজকের পোস্টে পর্যন্ত হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags
Dear
@ sduttaskitchen Ma'am
Thank you for your support.💐