Better life with steem || The Diary Game || 09 April 2025||

in Incredible India21 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

Collage_2025-04-09_22_18_13.jpg

আমি আপনাদের মাঝে আমার ব্যস্ততম একটি দিন পোস্টের মাধ্যমে শেয়ার করতে চলে আসলাম।

ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে এলাম দেওয়া ছিল নামাজের জন্য রেডি হতে মসজিদের জামাতের সময় অতিবাহিত হয়ে গিয়েছিল তাই আর মসজিদে না গিয়ে বাড়িতেই নামাজটা আদায় করে নেই।

নামাজ শেষ করে সকালবেলা হাঁটার জন্য বাহিরে বের হয়ে হাঁটতে শুরু করি গতকালকে থেকে আজকে ভালোই হাঁটা হয়েছিল তাই বাড়িতে চলে আসি কাজ করার জন্য।

বাড়িতে এসে পোল্ট্রি ফার্মের ঢুকে যায় কাজ করার জন্য পানির পাইপ পরিস্কার করতে থাকি আব্বু আম্মু মুরগি দের কে খাবার দিতে থাকেন তিনজন মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়।

IMG20250409175601.jpg

আম্মু খাদ্য দেওয়া শেষ করে চলে যাই। আমি আর আব্বু ফ্লোর পরিষ্কার করি আর পরে মুরগিকে পানি দিয়ে আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে হালকা কিছু আজকে খাবার সময় ও সুযোগ হয় নাই তাই বাড়িতে টুকটাক কাজ ছিল সেগুলো কাজ করতে হবে পরে রোদ উঠে গেলে কাজ করতে একটু কষ্ট হবে তাই কাজগুলো শেষ করে নেই।

কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে সকালের খাবার পর খুব অল্প সময় রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে থাকি। নাড়া ঘাস খড় এগুলো কেটে একটি বস্তায় রাখি এরপরে কিছুটা গরুকে দিয়ে আসি আর খাওয়া জন্য বাকিটা খাঁচায় রেখে দেই।

IMG20250409170838.jpg

খাবারের পরপরই সিমেন্ট নিয়ে একটি ভ্যান গাড়ি এসেছিল সেগুলো সিমেন্ট নামানোর পর আবার যখন ঘাস কাটা শেষ করে পাখিদের কাছে আসছি ওইখানে কিছু কাজ বাকি ছিল সেগুলো কাজ করার জন্য।

আব্বু ফোন দিয়ে বলে নতুন ভ্যান গাড়ি পাঠাচ্ছে আমাদের বাড়ি চিনবে না সিমেন্ট তাই একটু সামনে এগিয়ে যাই ভ্যান গাড়ি কে রাস্তা দেখিয়ে বাড়ি চিনিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসি এরপর সিমেন্টের গাড়ি থেকে সিমেন্ট নামিয়ে রাখি।

তাড়াতাড়ি করে আমি আবার পাখিদের কাছে চলে যাই সময়ের খুবই অভাব ওদের ঘর পরিষ্কার করা হয় এর পরে খাদ্য দিয়ে পানি দিয়ে ডিম সংগ্রহ করে আমি চলে আসি বাড়িতে পোল্ট্রি ফার্মে চাবি নিয়ে পোল্ট্রি ফার্মে যাওয়ার জন্য সাথে আম্মু আমার সাথে চলে যায় দুজন মিলে তাড়াতাড়ি ডিম সংগ্রহ করতে থাকি সংগ্রহ করা শেষ করে আমি বাড়িতে চলে আসি যোহরের আজান দিয়ে দিয়েছে ।

তখন আমি গোসল করতে চলে যাই গোসল করা শেষ করে রুমে এসে দেখি এখনো জামাতের সময় অতিবাহিত হয়ে গিয়েছে গরমের কাল তাই পানির নিচে দীর্ঘ সময় বসে ছিলাম শরীরটা ঠান্ডা হওয়ার জন্য তাই সময় কোথায় দিয়ে চলে গেছে নিজেও জানিনা।

IMG20250409142956.jpg

IMG20250409142925.jpg

গোসল করা শেষ করে রুমে এসে অল্প সময় শুয়ে থাকি এরপর পাখিদের ডিম রেডি করি তিনটার দিকে পোল্ট্রি ফার্মে চলে আসি মুরগিকে পানি দেওয়ার জন্য আর বাকি ডিম তোলার জন্য আম্মু রোজা ছিল আজকে আমি খাদ্য দিতে পারি নাই আম্মু খাদ্য দিয়ে দিয়েছে।

IMG20250409170125.jpg

এরপরে কোয়েল পাখিদের খাবারও পানি বাকি ডিম তোলা দিয়ে চলে আসি এর পরে সময় পাওয়া যাবে। পোল্ট্রি আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতে থাকি কখন জানি গাড়ি চলে আসে। আমাকে দাঁড়ি দেখে বলে তার ডিসের তারটা ঠিক করে দিতে গাছ কাটার সময় ডিসের তার কেটে ফেলেছে এখন তারা দেখতে পায় না।

IMG20250409173355.jpg

IMG20250409173412.jpg

দেশের লোকদের কখন ফোন দিলে কখন আসবে তাই ওদের ডিসের ঠিক করতে যাব তখনই ডিমের গাড়ি চলে আসে। ১৬০ কেস ডিম দিয়ে শরীরের অনেকটা নোংরা পড়ে গেছে এরপর গোসল করার জন্য বাড়িতে আসতে ছিলাম ।

IMG20250409175222.jpg

বাড়ি আসা মাত্রই আব্বু ফোন দেয় ডাক্তার আসবে ডাক্তারের সাথে থাকার জন্য গোসল করতে যদি দেরি হয়ে ডাক্তার চলে আসে তাই গোসল না করে ডাক্তার জন্য অপেক্ষা করি কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসে ও আপনাদেরকে বলে হচ্ছে না আমাদের এখন কয়েকটা মুরগী অসুস্থ হয়ে গিয়েছে তাই ডাক্তারকে খবর দেওয়া।

IMG20250409175550.jpg

ডাক্তার দেখানোর পর এরপর ওষুধ লিখে দেয় আর কিছু পরামর্শ দেয় সেগুলো পালন করার জন্য। ডাক্তার চলে গেলে আমি বাড়িতে চলে আসি গোসল করার জন্য ওয়াশ রুমে চলে যাই গোসল শেষ করে মোবাইল নিয়ে শুয়ে পড়ি।

IMG20250409182428.jpg

ভাইরা এবং আপু আড্ডা দিচ্ছেন তাই ঐ আড্ডা আমি জয়েন করিনি খুব মজা হয় এর কিছুক্ষণ পরেই দিদি জয়েন করেন কিছু মূল্যবান কথা বলে কাজ থাকার কারণে চলে যাই।

IMG_20250409_220908.jpg

আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুবিনা আপু চলে যাই ৯ টা বেজে গেলে ওদের কাছ থেকে কিছু সময় জন্য বিরতি নিয়ে আমার কাজগুলো শেষ করি। এরপরে আবার জয়েন করি ৩০ মিনিটের মতন মজা করে আবার বের হয়ে পড়ে এরপর রাত্রের টুকটাক কাজ শেষ করেন রাত্রের খাওয়া-দাওয়া করতে চলে আসি খাওয়া-দাওয়া শেষ করেন।

IMG_20250409_220930.jpg

ওদের সাথে কথা বলার সময়ই পোস্ট লেখা হয়ে গিয়েছিল তাই রিভিশন দেওয়া হয় নাই এখন রিভিশন দিয়ে পোস্ট সাবমিট করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিব।

আজকে পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 10 days ago 

প্রতিনিয়ত কাজগুলো আপনি খুব সুন্দর ভাবে করে যাচ্ছেন আর একটা জিনিস আমরা বেশ ভালোভাবেই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ শুধুমাত্র একটা পশু পাখি পালন করলেই হয় না তাদেরকে প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হয় তাহলেই কিন্তু তারা একটু একটু করে বড় হওয়া শুরু করে সেই সাথে আপনি আবার ওই দিন আমাদের সাথে এসে গল্প করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার আরো একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।