Better Life with Steem||The Diary Game|| 10 July 2025||
Edited By Canva |
---|
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসি।রুমে এসে কিছুক্ষণ পর সকালের খাবার খেতে চাই।তখন আমাকে সকালের খাবার দেওয়া হয়।
সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে ছোট মাছের তরকারি। আলহামদুলিল্লাহ,খাবারটা ভালোই ছিল। খাবার শেষ করে কিছুক্ষণ পর, যখন ঘড়িতে সকাল আটটা বাজতে ১৫ মিনিট বাকি, তখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে যেতে আমার সময় লাগে মাত্র ৮ মিনিট।
স্কুলে পৌঁছে সকাল ৮টা থেকে প্রাইভেট পড়ানো শুরু করি। এই প্রাইভেট ক্লাস চলে সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত। এরপর সরাসরি অফিস কক্ষে যাই। অফিসে গিয়ে সহকর্মীদের সঙ্গে প্রায় ২০ মিনিট আলাপ আলোচনা করি।
ঘড়িতে যখন ৯টা ৪৫ বাজে, তখন পরীক্ষার হলে গিয়ে খাতাগুলো ছাত্র-ছাত্রীদের মধ্যে দেওয়া হয়। খাতা দিলে তারা নাম, রোল এবং বিষয় লিখে নেয়। সকাল ১০টা বাজতেই প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষাটি চলে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষা শেষে আমি অফিস কক্ষে গিয়ে খাতাগুলো জমা দিই এবং প্রধান শিক্ষক তা সংরক্ষণ করেন। এরপর আবারও একটি প্রাইভেট ব্যাচের ক্লাস শুরু করি দুপুর ১টা ১০ মিনিটে।
ছাত্ররা আমাকে পরীক্ষায় আসা বিষয়গুলোর টপিক দেয়। আমি সেই টপিকগুলোর উত্তর সুন্দরভাবে লিখে দিই। একজন ছাত্র বইতে দেওয়া টপিকগুলো আমাকে দেখায়, আমি সেই বইয়ের একটি ছবিও তুলে রাখি এবং তা আপনাদের সঙ্গে শেয়ার করি।
এই প্রাইভেট ক্লাস চলে আড়াইটা পর্যন্ত। এরপর সবাই ছুটি পায় এবং বাড়ি চলে যায়।
এক ছাত্র আজকেও আমাকে একটি পেয়ারা ও একটি বড় আম দেয়। আমি সেই ফলের ছবিও তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এরপর গেট লক করে আমিও বাড়ির পথে রওনা হই।পথে বেলাল ভাইয়ের ফার্মেসিতে যাই। প্রচণ্ড গরম থাকায় আমি তাকে ঠান্ডা পানির জন্য অনুরোধ করি। তিনি ফ্রিজ থেকে পানি এনে দিলে আমি এক গ্লাস পানি পান করি। এরপর আমরা আধা ঘণ্টা নানা বিষয়ে গল্প করি।
গল্প শেষে বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পাশের রুমে যাই।সেখানে দেখি আমার পোষা সুন্দর একটি বিড়াল। আমি তার একটি ছবি তুলে রাখি এবং কিছু সময় তার সঙ্গে দুষ্টামি করে সময় কাটাই।
বিকেল ৩টায় দুপুরের খাবার খাই।এরপর কোথাও যাওয়া হয়নি কারণ আজ কাজ ছিল না। দুপুর থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাড়িতে থাকি।
সাড়ে ৪টার পর বাইরে বের হই এবং সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করি।সন্ধ্যায় মাগরিবের আজান হলে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করি।নামাজ শেষে বাড়ি না গিয়ে ভাতিজার দোকানে রাত ৮টা পর্যন্ত সময় কাটাই।
বাড়ি থেকে বাবা ফোন দিলে সরাসরি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে বড় আম কেটে ভাগ করে খাই। এরপর রাতের খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইলে সময় কাটাই।রাত ১০টা বাজলে ঘুমিয়ে যাই।
এটাই ছিল আমার ঐ দিনের সারাদিনের কার্যক্রম।আশা করি,এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকুন।আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme C15 |
Camera | 8MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @hafizur46n |