অন্যকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন।

in Incredible India16 days ago

সম্মান সম্মান এমন একটি জিনিস আপনি সম্মান করলে অন্য মানুষের কাছ থেকে সম্মান পাবেন। এই সম্মান অর্জন করতে হয় অনেক কষ্ট করে। সম্মান সবাই পাওয়ার যোগ্যতা রাখে না। কিছু কিছু মানুষ সম্মান চেয়ে নেই কিন্তু এই সম্মান চেয়ে নেয়ার জিনিস নয়। সম্মান মানুষ মন থেকে করে চাইলে করে না।

1000045481.jpg

অনেক সময় মানুষকে আমরা সম্মান না করতে চেয়েও সম্মান করতে হয়। আসলে সেই মানুষটি সম্মান নেওয়ার যোগ্যতায় রাখে না। তবুও পরিস্থিতির জন্য সম্মান করতে হয় তাদের আমাদের। আপনাদের সাথে এমনটা হয় কি না জানি না তবে আমার সাথে এমনটা হয়েছে।

মানুষের কার্যক্রম বলে দেয় সে সম্মান নেয়ার যোগ্যতা রাখে কি না। আসলে মানুষের অর্থ সম্পদ না থাকলেও তাকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। দেখা চোখে অনেক মানুষকে দেখেছি আমি সম্মান করছি কিন্তু সে সম্মান করছে না। এটা একটি উদাহরণ আসলে সেই মানুষটি সম্মান নেয়ার যোগ্যতায় রাখে না।

1000045480.jpg

একে অপরের প্রতি সম্মান করলে মানুষ ও আমাদের সম্মান করে। সাধারণত আমি বা আমার কেউ বড় তাকে যদি আমি সম্মান না করি। সেও কিন্তু কখনো আমাকে সম্মান করবে না। চলার পথে এমন মানুষের সাথে পরিচিত আমাদের হয়ে থাকে। আপনি তাকে সম্মান করছেন কিন্তু সে আপনাকে করছে না। আসলে সে সম্মান নেয়ার যোগ্যতায় রাখে না।

সর্ব প্রথম তো আমি বলব তাদের পারিবারিক শিক্ষা টাই দেওয়া হয় নাই। তাই তারা মানুষকে সম্মান করতে জানে না। পারিবারিক শিক্ষা আমাদের শেখায় মানুষকে কি ভাবে ভালোবাসতে হয় এবং সম্মান করতে হয়। যে মানুষটি পারিবারিক শিক্ষা ভালো পায় না সে কখনোই মানুষকে সম্মান করতে জানে না।

তার বাবা-মা তাকে সেই ভাবে মানুষের মতো মানুষ করতে পারে নাই। এবং একটি পরিবার থেকে যদি বাবা-মা সম্মান করতে শেখায় মানুষকে বা ভালোবাসতে শেখায় সে সেই শিক্ষাটা সারা জীবন ধরে রাখে। কারণ তার বাবা-মা সেই ভাবে তাকে বড় করেছে। তাই পারিবারিক শিক্ষাটা আপনার আমার শিশুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে।

1000045483.jpg
আপনার আগামী দিনের সন্তান কি ভাবে মানুষের কাছে ভালো থাকবে বা মানুষকে সম্মান দেখাবে সেটা আপনার উপরে নির্ভর করে । আপনি ছোট থেকে তাকে যে শিক্ষাটা দেবেন সেই শিক্ষাটা নিয়েই সে বড় হবে। তাই আমাদের প্রত্যেকটি গার্জিয়ানের উচিত আমাদের সন্তানকে পারিবারিক শিক্ষাটা ভালো দেওয়া।

এবং বিশেষ করে আপনার বা আমার জন্য বাবা-মায়ের বদনাম বেশি হয় বাহিরে। কারণ আমাদের আপনার কার্যক্রম গুলো বলে দেয় আপনার বাবা-মায়ের মাথা উঁচু হয়েছে কি নিচু হয়েছে। আপনি একটি অন্যায় কাজ করবেন আপনার সম্মানের সাথে সাথে আপনার বাবা-মায়ের সম্মান টাও চলে যাবে আপনার কার্যক্রমের উপরে সবটাই নির্ভর করে।

কিছু কিছু মানুষ এটা বুঝেও না বোঝার মতো চলে তারা যদি একটু ঠান্ডা মাথাতে চিন্তা করত তাহলে হয়তোবা মানুষকে সম্মান দেখাতো মানুষকে ভালোবাসতো মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সম্মান দিলে সম্মান পাওয়া যায়।

1000060731.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 12 days ago 

অবশ্যই আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষকে সম্মান করতে অনীহা প্রকাশ করি তার কারণ হচ্ছে সেই মানুষটা হয়তোবা আমাদের সাথে এমন কিছু কাজ করেছে যার কারণে আমরা তাদের সাথে এমন আচরণ করি তবে আমাদের এটা ভুলে গেলে চলবে না একটা মানুষকে সম্মান করলে অবশ্যই আপনি সম্মান পাবেন হয়তোবা কিছুদিন দেরি হবে যাইহোক অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।