স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়।

in Incredible India3 months ago

আমি এখন নিজেকে সব জায়গা থেকে সরিয়ে ফেলেছি বন্ধুত্ব বা আত্মীয়-স্বজন বা প্রিয় মানুষ সব জায়গা থেকে কারন আমি এখন বুঝতে পেরেছি এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য কাছে আসে একটা ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে আপন মানুষগুলো পরের মতো আচরণ করে ।

1000062226.jpg

ছেলে মানুষের সৌন্দর্য টাকা যার পকেটে যতো টাকা আছে তার সৌন্দর্য ততো বেশি। জানি না আপনারা আমার এই কথার সাথে এক হবেন কি না । তবে এটা আমি ধীরে ধীরে বুঝতে শিখেছি। পকেটে টাকা থাকলে আপন জন মানুষের অভাব হয় না আর টাকা না থাকলে সবাই পর হয়ে যায়।

হোক সেটা বন্ধু বা প্রিয় মানুষ এমন কি নিজের পরিবার টাকা না থাকলে পকেটে কেউ পাশে থাকে না। বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। তাদের পেছনে টাকা খরচ করতে পারলেই আপনি তাদের কাছে ভালো থাকবেন। যে দিন থেকে আপনি তাদের পেছনে খরচ করতে পারবেন না। সে দিন থেকে দেখবেন আপনার থেকে দূরে দূরে থাকবে তারা।

1000062227.jpg

কারণ তারা এটা ভেবে দূরে থাকবে এখন তো তার কাছে টাকা নেই। কখন আবার আমার কাছে টাকা চেয়ে বসে ঠিক নেই। তাই আগে থেকে তারা দূরে সরে যায় আপনার থেকে। সে কিন্তু আপনার টাকার সৌন্দর্য দেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে ছিলো আপন ভেবে না।

আপনি ইনকাম করবেন না নিজের পরিবার আপনার সমস্যা গুলো বুঝতে চাইবে না। আপনি যে ভাত খাবেন সেটার কথা আপনার শুনতে হবে। দিনে তিন বেলা শুধু নিজের পরিবার বলেই যাবে এক টাকা উপার্জন করার ক্ষমতা নাই শুধু খাওয়ার সময় খোঁজ থাকে লাশ সাহেবের।

আপনি ইনকাম করবেন না আপনার আশে পাশে আপনার যে আত্মীয় স্বজন গুলো আছে। তারা আপনাকে পরিচয় দিতে ঘেন্না বোধ করবে। আপনি তার বাসায় যাবেন আপনাকে সম্মান দেওয়ার চেয়ে অসম্মান টাই বেশি করবে। কারণ সম্মান করলে যদি আপনি টাকা চেয়ে বসেন। এবং আপনি অনেক বেশি টাকা উপার্জন করবেন ওই আত্মীয়-স্বজন গুলো আপনাকে সম্মান করবে ভালবাসবে। কারণ ওটা আপনার জন্য না আপনার টাকার জন্য ভালোবাসবে।

1000062228.jpg

আপনি আপনার লাইফে একটি প্রিয় মানুষ খুঁজে পেয়েছেন কিন্তু আপনার বেকার জীবনে। খুবই কম মানুষ থেকে যাবে তার পরিবার মানছে না মানবে না এমন অজুহাত দেখিয়ে আপনার হাত ছেড়ে চলে যাবে। কিন্তু এক বারও তাদের মনে এই প্রশ্নটা আসে না বেকার ছেলে দেখেই তো প্রেম করেছিলাম। আপনি ভালো ইনকাম করেন আপনি ভালো পথে আছেন ভবিষ্যতে আরো বেশি ভালো টাকাও উপার্জন করবেন। সবাই মেয়ে দেওয়ার জন্য আগ্রহ হয়ে আসবে এবং মেয়ে টাও রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

1000062113.jpg

তবে আপনার ওই শূন্য পকেটে মেয়ে নিজের বাসায় না বলেই বলবে বাবা-মা মানছে না। তুমি কিছু করো না তোমার টাকা ইনকাম নাই। আসলে ভাই আমরা তো ছেলে মানুষ খালি পকেটে কেউ আমাদের পাশে থাকে না। নিজের পরিবারও থাকে না। তারাতো অনেক দূরের মানুষ এখন অনেকটা শিখেছি বুঝেছি টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ আপন হয় না।

লাইফে অনেক টাকা উপার্জন করতে হবে তাহলে সবার ভালোবাসা পাওয়া যাবে তাই চেষ্টা করে যাবো জীবনে এক দিন আমিও সফলতা অর্জন করব এবং সবার ভালোবাসা পাবো এই আশা নিয়ে জীবনে প্রত্যেকটি মুহূর্ত পার করে যাচ্ছি।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 months ago 

এজন্যই হয়তোবা কবিগুরু বলে গিয়েছেন যার পকেট ভারি তার বন্ধুর অভাব নাই যার পকেট হালকা তার খোঁজ নেয়ার মত মানুষ নেই এটাই বাস্তব আপনার কাছে টাকা থাকলে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাই আপনার কাছে অনেক ভালো সবাই আপনার খোঁজখবর নেয়ার চেষ্টা করবে আপনি ইনকাম করবেন সেই টাকা যদি পরিবারের পেছনে প্রিয় মানুষের পেছনে ব্যয় করতে পারেন তাহলে আপনি সবার কাছে ভালো কিন্তু আপনি যদি টাকা ইনকাম করা বন্ধ করে দেন তাহলে আপনার জন্য দুনিয়াটা অন্ধকার স্বার্থ যেখানে আছে মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে এটাই বাস্তব।

 3 months ago 

একদমই তাই আপু চমৎকার মন্তব্য শেয়ার করেছেন আপনি দেখে সত্যিই ভালো লাগছে। আসলে ছেলে মানুষ তো আমাদের চেহারার চেয়ে সৌন্দর্য ফুটে ওঠে ইনকামের পেছনে। পরিবার হোক বা প্রিয়জন বা আত্মীয়-স্বজন সবাই স্বার্থের জন্যই আমাদের কাছে থাকে স্বার্থ না পেলে সবাই দূরে চলে যায় এটাই বাস্তব।

 3 months ago 

ভাই আজকাল যারা প্রবাসে থাকে তাদেরকে বিশেষ করে দেশের মানুষ টাকার মেশিন বলে মনে করে মনে করে মেশিনটা ঘুরালেই থাকা চলে আসবে কিন্তু টাকা কিভাবে ইনকাম করে তারা একবারও চিন্তা করেনা প্রবাসের মানুষ কত কষ্ট করার পরে টাকা ইনকাম করা এটা যদি দেশে থাকা প্রতিটা মানুষ উপলব্ধি করতে পারতো তাহলে হয়তোবা আর কখনোই এইভাবে স্বার্থ নিয়ে কথা বলতো না যেখানে সৌন্দর্যটা অনেক বেশি প্রয়োজন হয়ে গেছে।