পেন্সিল স্কেচ।

in Incredible India22 days ago

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......

1000010025.jpg

বিগত কিছুদিন যাবত ব্যক্তিগত কারণে কোথাও ঠিক মতো সময় দিতে পারছি না। আমার এডমিশনের জন্য খুব ব্যস্ততম সময় পার করছি। যার কারণে না চাওয়া সর্ত্বেও ঠিক মতো পোস্ট করতে পারছি না। আমার এই আঁকানোটা অবশ্য দুই দিন আগে শেষ করে রেখেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি।

আজকে কিছুটা কাজ কম হওয়ার কারণে পোস্ট করতে পারছি। আজকে সারাদিন খুব ব্যস্ত সময় পার করেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হওয়ার সময় বাসা থেকে ছাতা নিতে ভুলে গিয়েছিলাম। বাইরে প্রচন্ড রোদ। আর কিছু দিন ধরে বেশ গরম পড়ছে।

বাইরের কাজ শেষ করে মামা দের বাসায় একটু ঘুরতে গেলাম। কারণ অনেক দিন তাদের সাথে দেখা হয় না। যাওয়ার সময় মামার মেয়ের জন্য একটা ছোট চার্জার ফ্যান কিনে নিয়ে গিয়েছিলাম। এই গরমে তার অনেক কাজে লাগবে। সে ফ্যান পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। তারপর বাসায় আসার সময় সেলুন থেকে চুল কেটে তাই বাসায় ফিরলাম।

এখন চলুন এই স্কেচটা আমি কিভাবে এঁকেছিলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে শেয়ার করি.......

উপকরণ

1000010026.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।

১ম ধাপ

1000009936.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। তারপর বর্ডার দিয়ে দিলাম দাগের পাশ দিয়ে।

২য় ধাপ

1000009985.png

কাটা কম্পাস ব্যবহার করে খাতার মাঝ বরাবর একটা বড় বৃত্ত আঁকায় নিলাম। এই বৃত্তের ভিতরেই আজকে স্কেচটা আঁকবো।

৩য় ধাপ

1000009986.png

তারপর দেয়াল ও জানালা আকার জন্য স্কেলের সাহায্যে সঠিক মাপ নিয়ে দাগ টেনে নিলাম এবং জানালা আঁকা শেষ করলাম।

৪র্থ ধাপ

1000009987.png

দেয়ালের ইট আঁকানোর জন্য স্কেলের সাহায্যে ছোট ছোট দাগ টেনে নিলাম।

৫ম ধাপ

1000009988.png

তারপর জানালাটা পুরোপুরি আঁকানোর জন্য আগের দাগের পাশ দিয়ে আরও একটা দাগ টেনে নিলাম এবং মাঝ বরাবর দুটো দাগ টেনে নিলাম। এবার জানালাটা দেখতে ভালো লাগছে।

৬ষ্ঠ ধাপ

1000009989.png

জানালা আঁকা শেষ করে জানালার বাম পাশের উপরে একটা ছোট চাঁদ আঁকায় নিলাম।

৭ম ধাপ

1000009990.png

তারপর জানালার এক পাশে ছোট একটা ঝুলন্ত ফুলের টব আঁকায় নিলাম।

৮ম ধাপ

1000009991.png

এবার স্কেচ এর পালা। প্রথমে জানালর এক পাশে ছোট একটা বিড়াল আঁকায় নিলাম এবং সেটা থেকেই স্কেচ শুরু করলাম।

৯ম ধাপ

1000009992.png

তারপর জানালার ফ্রেমটা ভালো করে স্কেচ করে নিলাম।

১০ম ধাপ

1000009993.png

জানালার ফ্রেমটা স্কেচ করার পর আগের আঁকানো ইট গুলো ভালো করে স্কেচ করে নিলাম এবং হালকা একটু তুলার সাহায্যে স্কেচটা মিশিয়ে নিলাম।

১১তম ধাপ

1000009994.png

তারপর আগে যে চাঁদটা আঁকায় ছিলাম সেটা স্কেচ করার পরে তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।

ফাইনাল লুক

1000009982.jpg

অবশেষে আমার আঁকানো শেষ হলো। দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার স্কেচটা দেখতে এরকম লাগছে।

আশা আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

Thank you so much for supporting me....

 16 days ago 

আপনি সর্বদাই চেষ্টা করেন আমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে আজকে আপনার কাজ কম থাকার কারণে আপনি ফেনসিল স্টেজ তৈরি করেছেন যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আসলে যেখানে বিড়াল বসে আছে জানালার উপরে পেন্সিল স্কেচ আপনি খুব সুন্দর ভাবে তৈরি করতে পারেন অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে তৈরি করার পদ্ধতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।