লাইন আর্ট৷
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি লাইন আর্ট নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...
![]() |
---|
লাইন আর্ট আমার কাছে একদম নতুন একটা বিষয়। বিভিন্ন প্লাটফর্মে এই লাইন আর্ট সম্পর্কে দেখেছি, কিন্তু কখনো এটি আঁকানোর চেষ্টা করি নাই। গতদিন(@tanay123) দাদা আমাকে এই আর্টটা ফোনে দেখিয়েছিলো এবং বলেছিলো এটা আঁকানোর চেষ্টা করে দেখতে পারিশ।
আমি আঁকানোটা দেখে প্রথমে অনেক সহজ মনে করে ছিলাম। কিন্তু আজকে যখন আঁকাতে বসলাম তখন যে এতোটা কঠিন হবে আঁকানো আগে বুজতে পারি নি। যাই হোক চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। প্রথমে আঁকাতে আঁকাতে দেখলাম ছবিটার মতো হচ্ছে না তাই আবার অন্য জায়গায় আঁকানো শুরু করলাম।
![]() |
---|
যে আঁকানোটা প্রথমে ভুল হয়েছিল.... |
---|
আজকের আঁকানোয় তেমন কোনো কঠিন কাজ না শুধু লাইন টানতে হবে এবং খেয়াল রাখতে হবে মাপ গুলো যেন ভুল না হয়। খুব সাবধানতার সাথে মাপ গুলো দিতে হবে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ভালো করে আঁকানো শেষ করলাম। আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যখন একটা জিনিস ভুল হয় আর আমরা ভুল থেকে শিক্ষা নেই সেই কাজটা দ্বিতীয় বার নিখুত ভাবে হয়।
অনেক কথা হলো এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি.......
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
২য় ধাপ
![]() |
---|
স্কেলের সঠিক মাপ অনুযায়ী খাতার মাঝ বরাবর একটা বড় চতুর্ভুজ আঁকায় নিলাম এই চতুর্ভুজের ভিতরে একে একে ডিজাইন গুলো সম্পূর্ণ করব।
৩য় ধাপ
![]() |
---|
তারপর চতুর্ভুজ গুলোর দাগ গুলো সমান দুই ভাগে ভাগ করে নিয়ে একটা যোগ চিহ্ন দিয়ে নিলাম। যোগ চিহ্ন দেওয়ার পর চতুর্ভুজের ভিতরে আরো চারটি ছোট ছোট চতুর্ভুজ তৈরি হয়ে গেছে।
৪র্থ ধাপ
![]() |
---|
এবার ডিজাইন করার পালা। প্রথমে ছোট চতুর্ভুজের ভিতরে নির্দিষ্ট মাপের লাইন টানা শুরু করলাম৷ যতোক্ষণ পর্যন্ত ঘরটা পরিপূর্ণ না হয় ততোক্ষণ পর্যন্ত চতুর্ভুজের ভিতরে লাইন টানতে হবে তবেই ডিজাইনটা হবে।
৫ম ধাপ
![]() |
---|
৪র্থ ধাপের মতো ঠিক একই ভাবে বাকি তিনটি ছোট চতুর্ভুজের ভিতরে ডিজাইন শেষ করলাম।
ফাইনাল লুক
![]() |
---|
অবশেষে আমার আঁকানো শেষ হলো। দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার আঁকানোটা শেষ হলো।
আশা করি আপনাদের আমার আঁকানো প্রথম লাইন আর্টের ডিজাইনটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন আর্ট নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ