Better Life With Steem || The Diary game || 22/9/2025

in Incredible India8 days ago

হ্যালো গায়েজ,,

1000170765.jpg

আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন,,আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি।। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আমার কাটানো মুহূর্তগুলো শেয়ার করতে চাচ্ছি।।


আজকের সকাল থেকে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে।। বৃষ্টির রিমঝিম শব্দ শুনে বিছানা ছেড়ে ঘুম থেকে উঠতে মন চাইছিল না। সংসারের কাজে শুয়ে বসে কাটালে তো হবে না। মন যখন যা চায় মনের কথা মতন চললেও হবে না।।

1000170684.jpg

তাই আর শুয়ে বসে না থেকে বিছানা ছেড়ে উঠে পড়ি, এরপর হাত মুখ ধুয়ে রান্না ঘরে চলে যাই সকালে জন্য নাস্তা বানাতে। খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম। এদিকে দেখি বৃষ্টি থেমে গেছে সাহেবও তাড়াতাড়ি বেরিয়ে পড়বে।। তার জন্য ছটফট করে নুডুলস রান্না করে দি সে, খেয়ে বেরিয়ে পড়ল।।

সকালের নাস্তা খেয়ে কিছুক্ষণ ছেলের সাথে সময় কাটিয়ে এরপর আবার চলে যাই রান্না ঘরে।। তবে আজকের দুপুরে রান্নায় করতে তেমন একটা লেট হয়নি, এবং ঝামেলা ছিল না। আজকের ডাল আর ভর্তা দিয়ে আজকের বেলা টা চালিয়ে নিলাম।।

1000170693.jpg

সকালবেলা অতিরিক্ত বৃষ্টির কারণে বাহিরে যেতে পারিনি,, আর কিছু আনতেও পারিনি।। এদিকে ডাল, ভাত, বসিয়ে দিয়ে সাহেবের কিছু কাপড়চোপড় ধুয়ে নিলাম। তারপর সেগুলো আবার বারান্দায় মেলে দিলাম। এরপর গেলাম রান্না ঘরে ভাত ডাল উঠিয়ে তারপর দুই রকমের ভর্তা বানিয়ে নিলাম।

রান্নাবান্নার কাজটা শেষ করে ঘরটা গুছিয়ে নিয়ে ছেলেকে গোসল করাতে চলে যাই। ছেলে বলছে আজকে গোসল করবে না খুব ঠান্ডা লাগছে। তাই অল্প পানি দিয়ে হাত মুখটা ধুয়ে দিলাম । আমি আর না গোসল করে থাকতে পারলাম না। আমি আমার মতন করে সুন্দরভাবে গোসল করে নিলাম।

1000170732.jpg

এরপর জোহরের নামাজ পড়ে ছেলেকে দুপুরে খাবার খাইয়ে দি । ওর খাওয়া শেষ হলে সাহেবকে ফোন দিলাম। প্রতিদিন একটা থেকে দেড়টার ভিতরে বাসায় আসে। কিন্তু আজকে আড়োইটা বেজে গেল এখনো আসেনি। ফোন দেওয়ার পর জানতে পারি। সে খিলগাঁও তালতলা গেছে এবং আসতে লেট হবে একেবারে রাতে আসবে।

যাক, এরপর তার খবর নিয়ে আমি দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে কতক্ষণ বিশ্রাম নিলাম। আর এদিকে দেখি দুপুর থেকে আকাশটা অন্ধকার দেখতে সন্ধ্যার মতন লাগছে।

1000170740.jpg

তবে আগে তুলনায় দিনের বেলায় একটু কমে যাচ্ছে। আগে আসরের আজান দিতে ৫ টার দিকে এখন চারটার দিকে আসরের আযান দেয়। শীত আসছে তাই দিনের বেলাটাও ছোট হয়ে যাচ্ছে । তারপর আসরের নামাজ পড়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকি। গাড়ির আসা-যাওয়া দেখছি আর মানুষের হইহুল্য শব্দ শুনছি।

1000170751.jpg

এদিকে আবার মাগরিবের আজান দিবে তার একটু আগেই কারেন্ট চলে গেল। নামাজ পড়া শেষ করি কিছুক্ষণ বসে থাকি। ১৫ মিনিট পর কারেন্ট এসে যায়। কারেন্ট আসার পর ছেলেকে বলছি কিছু খেতে দি খাবেনা পড়তেও বসবে না বলছে আজকে শুধু আমি খেলা করবো।

কি আর করব আজকে ওর সুযোগে খেলতে দিলাম। আমি আর বসে থাকিনি, এক কাপ চা খেয়ে শুয়ে শুয়ে আজকে ডায়রি গেমটা লিখে ফেলি। আমার প্ল্যাটফর্মের সব বন্ধুদের বলছি,, আমার আজকের লেখায় এই পর্যন্তই সামনে আবার আপনাদের সাথে অন্য এক পোস্টে দেখা হবে।।

বন্ধুরা, আজকের লেখায় এখানেই শেষ করছি, আবার অন্য কোন পোস্টে আপনাদের সাথে দেখা হবে। (আল্লাহ হাফেজ)

Sort:  
Loading...

TEAM - 01


Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
Curated by: pandora2010