নারী জাতির গুরুত্ব
শুভ সকাল আশা করি সবার দিন ভালোভাবে অতিক্রম হয়েছে আর আমি সর্বদা মন থেকে কামনা করি যে যেখানে আছে সবাই যেন ভালো অসুস্থ থাকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
আমার আজকের আলোচনার মূল বিষয় নারী জাতের গুরুত্ব নারী জাতি কতটা ভূমিকা রাখে দেশ ও জাতির উন্নয়নের জন্য শুধু কি তাই সভ্য জাতির জন্য নারী জাতির গুরুত্ব। নারী আমাদের মা এ নারী আমাদের বোন। আপনার ঘরের স্ত্রী শুধু কি তাই এই নারী আবার আপনার শিক্ষক আপনার কর্মজীবনের সহকর্মী এজন্য তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
আপনি আপনার জায়গা থেকে আপনার ঘরের স্ত্রী বা আপনার স্নেহর বন ও শ্রদ্ধাভাজন বোনকে আপনি যদি একটু সহযোগিতা করেন অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ সামনের দিকে হাতছানি দিচ্ছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কতটুকু এই নারী জাতির কল্যাণে আসতে পারি কখনো কি আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেছি।
Pexels:
একটা মেয়ে তার কাজের জায়গায় কতটুকু নিরাপদ আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক নির্যাতনের শিকার হয়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মরত থাকে সে জায়গা থেকে তারা কতটা শারলিক বা মানসিকভাবে নির্যাতিত হয় এই দিকগুলোর উপর আমরা কখনো খেয়াল করি না হয়তো বা তারা তাদের মান সম্মানের ভয়ে বা সামাজিক দৃষ্টিকোণে বিবেচনা করে তারা নির্বাক ভাবে সহ্য করে যায় এই দিকগুলোর উপর আমাদের খেয়াল করা উচিত।
আমরা সর্বদা নারী জাতিকে যেন দুমড়ে মুচরে রাখতে চাই কেন জানি যেন মনে হয় পুরুষেরা মনে করে নারী পুরুষের থেকে অনেক নিম্নমানের বা পুরুষের কাছে নারীর কোন সম্মান নেই যে মানুষগুলো এই ধরনের চিন্তাধারা নিয়ে থাকে আমি মনে করি তাদের রুচির অনেক অভাব আছে তারা সুষ্ঠু বা সুস্থ কোন মানুষ না।
Pexels:
আজ শিক্ষার দিক থেকে যদি আমরা খেয়াল করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা হিসাবে অনেক মহিলা বা নারী শিক্ষাগতা করছে আবার চিকিৎসার ক্ষেত্রে অনেক নারী ডাক্তার হচ্ছে শুধু কি তাই বহির্বিশ্বে পার্লামেন্টেও দেখেন জাতিসংঘে অনেক মহিলারা দেশ ও জাতির কথা বলছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যেও দেখেন অনেক নারীরা তাদের স্থান তৈরি করে নিয়েছে নারী জাতি সমগ্র জাতির জন্য এই পৃথিবীর জন্য কল্যাণ বইতে পারে যদি তাদেরকে একটু সহযোগিতা করা হয় সাপোর্ট করা হয়।
বর্তমান সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রেক্ষাপটে যদি আমরা খেয়াল করি এই নারীরা কতটুকু সুরক্ষিত আছে এ বিষয়ে আমরা খেয়াল রাখতে চায় না যখনি নারীদের সুরক্ষার কথা বলা হয় তখনই আমরা কেন জানি আমাদের জায়গা থেকে পিছিয়ে আসে আমরা বলি নারীদের স্থান ঘরের তাহলে আমরা কিভাবে একজন মূল্যবান ব্যক্তি বা জ্ঞান সমৃদ্ধ হীন মানুষ হিসেবে অগ্রসর হতে পারলাম আপনি তো আপনার বোন বা স্ত্রীকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছেন বাহিরে কতটা সুরক্ষিত আছে সেটা দেখে খেয়াল রাখা আপনার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
নারী জাতের গুরুত্বের কথা বলতে গেলে সারারাতও শেষ হবে না সর্বশেষ অল্প কিছু কথা বলতে চাই নারী জাতির কৃতিত্ব অস্বীকার করার মত কোন পথ নেই এজন্য সর্বশেষ একটাই কথা বলব এই নারী জাতি দিয়ে সুন্দর সমাজ সুন্দর পরিবেশ সুন্দর দেশ সুন্দর পরিবার সবকিছু সুশৃঙ্খল রাখা সম্ভব নারী-পুরুষ সবারই প্রয়োজন আছে সবাইকে সমান ভাবে অগ্রসর হতে হবে।
আমরা যখন একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু আমাদের কাছ থেকে আশা করা যেতে পারে আর যখনই আমরা আমাদের নিজেদের ভিতর দ্বিধাবোধ সৃষ্টি করে রাখবো তখন ভালো কিছু আশা করা সম্ভব নয়।
এখানে কাউকে আমি ছোট করার উদ্দেশ্যে কথাগুলো বলে নাই আমরা সবাই সচেতন হই দেশ ও জাতির কল্যাণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন।
অসাধারণ একটি লেখা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। নারী জাতির গুরুত্ব উল্লেখ করেছেন আপনি আমাদের মাঝে। আসলে এই কথাটি আমরা ভুলে যাই নারীদের জন্য আজ আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে একজন নারী আমাদের শিক্ষার পাঠ শিখিয়ে থাকে। নারী জাতি আমাদের মা নারী জাতি আমাদের বোন নারীজাতি আমাদের স্ত্রী। তবে সম্মানের খাতিরে বিভিন্ন মানুষের কথার জন্য আমরা নারী জাতিকে পিছিয়ে রেখেছি।
তারা যদি পুরুষের সাথে সমান ভাবে অধিকার পায় তারা যদি কাজ করতে পারে তাহলে আমাদের দেশ অনেক উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তবে সমাজে এখনো কিছু কিছু মানুষ আছে তারা এটা মেনে নিতে পারে না। আমার তো মনে হয় আমাদের যেমন স্বপ্ন আছে তাদেরও ঠিক ততটাই স্বপ্ন দেখার অধিকার আছে। এবং আমাদের নৈতিক দায়িত্ব তাদের স্বপ্ন পূরণ করে তাদের পাশে দাঁড়ানো।
বাংলাদেশে এখনো পুরুষশাসিত সমাজ রয়েছে নারীরা কিছু বললেই তাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সে চেষ্টা এখনো প্রতিটা সংসারের মধ্যে চলছে প্রতিটা পরিবারের মধ্যে নারীর গলা চেপে শুধুমাত্র পুরুষের রাজত্ব চালিয়ে যাচ্ছে জানিনা এটা কতদিন চলবে তবে আপনি নারীর অধিকার নিয়ে চমৎকার লেখা আমাদের সাথে শেয়ার করেছেন জানি না আপনার মত করে সবাই চিন্তা করবে কিনা তবে আপনার মত করে যদি সবাই চিন্তা করতো তাহলে আমাদের সমাজ আমাদের পরিবার অনেকটাই পরিবর্তন হয়ে যেত অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।