ইলাস্ট্রেটর দিয়ে বিজনেস কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
২৩ ই চৈএ ১৪৩০ বঙ্গাব্দ ।

৭ ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বসন্তকাল ।

956934_91.jpg

আজকে একটি ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ইলেস্ট্রেটর নিয়ে একটি ভিজিটিং কার্ড ডিজাইন দেখাবো।আসলে আমি অনেক আগেই ইলেস্ট্রটর শিখেছিলাম। মাঝখান দিয়ে অনেক ভুলে গিয়েছি তাই আবার নতুন করে কোচিং এ ভর্তি হয়েছি তাই এখন মোটামুটি সহজ হয়েছে। আসলে সব জিনিসেরই অনুশীলন করতে হয় তা না হলে এক সময় ভুলে যাওয়া লাগে।ব্রশিউর হচ্ছে প্রস্পেক্টর এর মত। আমি আজকে দুই পার্ট এই ডিজাইন করে দেখাবো। আমি আজকে mock up করে নিয়েছি । আশা করি ভালো লাগবে। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

এডোবি ইলেস্ট্রেটর সফটওয়্যার ।

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

Screenshot (287).png

প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিব।

২য় ধাপ

Screenshot (359).png

দুইটা আর্টবোর্ড নিবো ,যেহেতু ভিজিটিং কার্ড আর দুই পার্ট।

৩য় ধাপ

Screenshot (360).png

একটি গোল্ডেন কালার রেকটেঙ্গুলার টুলস নিয়ে নিব।
তারপর svg repo থেকে একটি ম্যান্ডেলা ডাউনলোড করে একটি আর্ট বোর্ড এর দুই পাশে সেট করে নিব ,তারপর অপাসিটি কমিয়ে দিব। তারপর মাঝ বরাবর একটি লোগো দিব।

৪র্থ ধাপ

Screenshot (361).png

মোটামুটি প্রথম অংশ শেষ ,বেশি গর্জিয়াস করবো না। তারপর দ্বিতীয় অংশ করার জন্য অর্ধেক অংশে রেকটেঙ্গুলার টুলস নিয়ে আইড্রপার দিয়ে গোল্ডেন করে নিব। .আর বাকি অংশে কালো কালার করে নিব।

৫ম ধাপ

Screenshot (363).png

উপরে কোন রকম একটি নাম লিখে দিয়েছি। তারপর টেলিফোন আইকন দিয়ে টেলিফোন নম্বর দিয়ে দিয়েছি।

৬ষ্ঠ ধাপ


Screenshot (366).png

প্রথমে দুই পাশে দিয়েছিলাম। ঠিকানা ,নম্বর গুলো,পরে মনে হলে এক পাশে দিলে ভালো লাগবে।

৭ম ধাপ

Screenshot (368).png

তারপর সবগুলো এলাইন করে অন্য পাশে লোগোটা ছোট করে দিয়ে দিব।

ARABIC BUSINESS CARD-01.jpg

এই হচ্ছে ফ্রন্ট পার্ট।

ARABIC BUSINESS CARD-02.jpg

এই হচ্ছে ব্যাক পার্ট।

956934_91.jpg

mockup করার পর।

হয়ে গেলো আমার ইলাস্ট্রেটর দিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন ।

আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

device adobe photoshop
LocationDhaka
photograpy screenshort

Sort:  
 2 years ago 

আজকে অসম্ভব সুন্দর একটি কাজ করেছেন। ইলাস্ট্রেটর দিয়ে বিজনেস কার্ড তৈরি করেছেন। এটা দেখতে ভীষণ ভালো লাগতেছে। এই কাজগুলো করার জন্য ভীষণ দক্ষতার প্রয়োজন। দক্ষতা ছাড়া কখনোই সম্পন্ন করা যায় না। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

টুকটাক করার ভালো করার চেষ্টা। তেমন দক্ষতা নেই। ধন্যবাদ

 2 years ago 

খুবই দক্ষতার সাথে কাজটি করেছেন আপু। অনেকদিন পর আবারো নতুনভাবে কাজ শিখছেন জেনে খুবই ভালো লাগলো। ইলাস্ট্রেটর দিয়ে খুবই চমৎকার একটি বিজনেস কার্ড তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি কার্ডটি।খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

অনেকদিন পর বিজনেস কার্ড ডিজাইন করেছি,একটু সমস্যা হয়েছে তবে করতে করতে পারবো।ধন্যবাদ

 2 years ago 

বাহ আপু আপনি ইলাস্ট্রেটর দিয়ে খুবই সুন্দর করে একটি এন এফ সি বিজনেস কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা বিজনেস কার্ড টি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনার বিজনেস কার্ড টি তৈরি করা শেষে প্রিন্ট করে বের করেছেন।প্রিন্ট করার পর আপনার তৈরি কার্ডটি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

হয়তো প্রিন্ট করলে ভালো লাগবো।ধন্যবাদ