আর্টঃইলুশন আর্ট অঙ্কন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৮শে আষাঢ় আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ইলিউশন আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি রঙ্গিন ইউলিশন আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজও অনেক দিন পর একটি ইলিউশন আর্ট করেছি ।যদিও বেশ সময় লাগে এই ইলিউশন আর্ট করতে তবুও বেশ ভালো লাগে। আর এই আর্ট করতে হয় বেশ সাবধানে। একটি দাগ ভুল হলেই সম্পূর্ণ আর্টটি নস্ট হয়ে যেতে পারে।এই আর্টটি শেষ করার পর বেশ সুন্দর লাগছিলো।কেবল মাত্র দাগের মাধ্যমেই একটা সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এই আর্টটিতে।আশাকরি আর্টটি আপনাদের ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।গোলাপী রং এর জেল পেন
৩।পেন্সিল
৪।স্কেল
৫।রাবার
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ইলিউশন আর্টটি করবো।
ধাপ-২
একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি। এবার বর্গক্ষেত্রটিকে চারটি অংশে ভাগ করে নিয়েছি।ফলে চারটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এবং পেন্সিলের দাগের উপর গোলাপী জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। কারন সম্পূর্ণ ইলিউশন আর্টটি আমি গোলাপী জেল পেন দিয়ে করবো।
ধাপ-৩
গোলাপী রং এর জেল পেন দিয়ে একটি বর্গক্ষেত্র স্কেলের সাহায্যে দাগ টেনে টেনে ভরাট করে নিয়েছি।
ধাপ-৪
একইভাবে আরেকটি বর্গক্ষেত্রও ভরাট করে নিয়েছি।
ধাপ-৫
অন্য দু'টো বর্গক্ষেত্রও ভরাট করে নিয়েছি একইভাবে। এবার রাবার দিয়ে সকল পেন্সিলের দাগগুলো মুছে দিয়েছি।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে রঙ্গিন ইলিউশন আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের রঙ্গিন ইলিউশন আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১২ই জুলাই, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1944075188305637462
link
https://x.com/selina_akh/status/1944077619093549211
https://x.com/selina_akh/status/1944078789316948363
https://x.com/selina_akh/status/1944075977635901888