সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বন্ধুদের নিয়ে একদিন ইফতার পার্টি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ০২ ই এপ্রিল ২০২৫ ইং
ইফতার পার্টি রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আয়োজন, যেখানে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী বা কমিউনিটির মানুষ একসঙ্গে বসে ইফতার করে থাকে। এটি কেবল খাবারের আয়োজনই নয়, বরং সম্প্রীতি, সৌহার্দ্য এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অনন্য প্রকাশ। রমজান মাসে আমাদের দেশের মধ্যে প্রায় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।এর ফলে সকল বন্ধুবান্ধব একত্রিত হয়ে যায় তখন। তখন অনেকেই বন্ধুবান্ধবদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করে থাকে। এতে করে সকল বন্ধুবান্ধবদের সাথে দেখা ও হয় কথাবার্তা ও হয়।আর দীর্ঘ দিন পর পুরাতন বন্ধুদের সাথে ইফতার করতে বেশ ভালোই লাগে আমার কাছে।
রমজান মাসের শুরু থেকে আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে পরিকল্পনা করেছিলাম এবছর আমরা গ্ৰামের সবুজ শ্যামল প্রকৃতির মাঝে একদিন ইফতার পার্টির আয়োজন করবো। কিন্তু বেশ কয়েকজন বন্ধু তাদের ইউনিভার্সিটি ছুটি না থাকায় রমজান মাসের প্রথমদিকে এই প্রোগ্রাম টি করা সম্ভব হয়নি। কিন্তু বিশ রমজান পরে আমাদের প্রায় সকল বন্ধুবান্ধব বাসায় চলে আসে। এরপর আমরা সকল বন্ধুদের কে বিষয় টি অবগত করেছিলাম। সকলেই এই বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর আমরা বেশ কয়েকজন বন্ধু দায়িত্ব নিয়ে এই ইফতার পার্টি আয়োজন করার যাবতীয় কার্যক্রম করেছিলাম।
আসলে আমাদের সকলের দীর্ঘ দিনের ইচ্ছা ছিল যে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ইফতার পার্টি করবো। অবশেষে আমরা সেদিন এই ইফতার পার্টি টি আমাদের এলাকার একটি মাঠের মধ্যে আয়োজন করেছিলাম। আসলে আমাদের এই মাঠের সৌন্দর্য অনেক বেশি সুন্দর।আর বিকাল বেলা আমাদের দেশের ফসলের মাঠ গুলোর সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আমরা চলে গিয়েছিলাম আমাদের মাঠের একদম মাঝ বরাবর। কেননা সেখানে বড় বড় দুটো বট গাছ ছিল।আর বট গাছের নিচে একটি টিউবওয়েল এবং ছোট আকারের একটি মসজিদ ঘর ছিল। মসজিদ ঘর টি মাঠের কৃষকদের নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছিল। মসজিদ ঘর টি ছোট হলেও খুবই সুন্দর।
আমরা বাজার থেকে ইফতারি করার জন্য যাবতীয় জিনিস পত্র নিয়েছিলাম। আমরা কম বেশি সকল বন্ধু তাদের সামর্থ্য অনুযায়ী কিছু পরিমাণ টাকা দিয়ে ইফতারের সকল উপকরণ কিনেছিলাম। আসলে এই বছর এটাই আমাদের জন্য একটি সেরা ইফতার পার্টি ছিল। সকল বন্ধুদের সাথে বসে গল্প করছিলাম অনেকদিন পর। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমরা একসময় সকল বন্ধুবান্ধব একসাথে লেখাপড়া করেছিলাম। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আমরা এখন সকলেই আলাদা হয়ে পড়ছি। তবে, তাদের সাথে এরকম মাঝে মাঝে দেখা করতে পারলে অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার মাঝে।
জায়গাটা ছিল শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির নিবিড় আঁচলে মোড়া। একদিকে নদীর ধীর স্রোত, অন্যদিকে সারি সারি গাছের ছায়া। আমাদের প্রত্যেকের মন যেন প্রশান্তিতে ভরে দিয়েছিল। কেউ হাসছিল, কেউ ছবি তুলছিল, কেউ বা নিরবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল।ইফতারের পর সবাই কিছুক্ষণ প্রকৃতির মাঝে হেঁটে বেড়ালাম। কেউ গল্প করলাম, কেউ গান ধরলাম, কেউ নদীর ধারে বসে নিঃশব্দে বাতাসের সুর শুনতে লাগলাম। সন্ধ্যার নরম আলোয় সবকিছু স্বপ্নের মতো লাগছিল।রাত বাড়ার আগে আমরা একে একে বিদায় নিলাম। কিন্তু এই সন্ধ্যাটুকু আমাদের মনে চিরকাল স্মৃতি হয়ে রয়ে গেল। প্রকৃতির মাঝে বন্ধুদের নিয়ে কাটানো ইফতার পার্টি এ যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
Link
1.https://x.com/Riyadx2P/status/1907436841177096671?t=8ZpnnG2aNN7ZsfyuM_UH7A&s=19
2.https://x.com/Riyadx2P/status/1907436456458789031?t=8ZpnnG2aNN7ZsfyuM_UH7A&s=19
Screenshot
বন্ধুরা সবাই মিলে ইফতারের পার্টি করেছেন দেখে খুবই ভালো লাগছে। রোজা যে শুধুমাত্র ধর্ম পালনের জন্য নয় তা সকলের মধ্যে আলাদা আনন্দ এনে দেয় তা আপনাদের দেখি আরও বেশি করে বুঝলাম। বন্ধুরা যে যেমন পেরেছেন টাকা দিয়ে চাঁদা তুলে খাবার-দাবারি নিয়ে পার্টি করেছেন তাতে বন্ধুত্বও বেড়েছে এবং ভালোবাসাও দেওয়া হয়েছে। এই আনন্দগুলোই তো অমলিন আনন্দ। খুব ভালো লাগলো আপনাদের এই আয়োজন দেখে।